1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ইরানের ওপর ‘স্টাক্সনেট’ আক্রমণ করেছিল ইসরায়েল’

১৭ জানুয়ারি ২০১১

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ভয় পশ্চিমা বিশ্বের৷ তাদের আশঙ্কা ইরান পরমাণু বোমা তৈরি করবে৷ তাই এই পরিকল্পনা ঠেকাতে পশ্চিমা বিশ্ব ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ সহ একের পর এক চাপ দিয়ে যাচ্ছে৷ আর এর নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র৷

ছবি: picture-alliance/Maximilian Schönherr

নিষেধাজ্ঞা আরোপ ছাড়াও ইরানের পরমাণু কর্মসূচিতে অন্যভাবেও বাধা দেয়ার চেষ্টা হয়ে থাকে৷ যেমন ইরানী নাগরিকদের মোটা অংকের বিনিময়ে নিজের দেশের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করানো হয়৷ এছাড়া বিশিষ্ট বিজ্ঞানীদের অপহরণ থেকে শুরু করে হত্যা, এমন কাজও করে থাকে পশ্চিমা বিশ্ব তথা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল৷ অবশ্য এগুলো সবই ইরানের অভিযোগ৷

এবার ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলের নেয়া নতুন এক পদক্ষেপের কথা শুনবো৷ বিষয়টা হলো – কম্পিউটার ভাইরাস, যেটা ইরানের পরমাণু কর্মসূচি প্রকল্পে আঘাত হেনেছিল গত নভেম্বরে৷ ফলে ইরানের পরমাণু বোমা তৈরির স্বপ্ন কয়েক বছর পিছিয় গেছে বলে মনে করা হয়৷

এই ভাইরাসের নাম ‘স্টাক্সনেট'৷ যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের সঙ্গে মিলে ভাইরাসটি তৈরি করেছেন ইসরায়েলের বিজ্ঞানীরা৷ সঙ্গে ছিল ব্রিটেন ও জার্মানির সহায়তা৷

বিখ্যাত মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসে ফাঁস করা হয়েছে এসব তথ্য৷ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তাদের সূত্রে এ খবর পরিবেশন করেছে পত্রিকাটি৷

উল্লেখ্য, স্টাক্সনেট পুরো কম্পিউটার সিস্টেমকে নষ্ট করে দেয়৷ তবে শুধুমাত্র সিমেন্সের তৈরি কম্পিউটার সিস্টেমের উপরই হামলা করে এই কম্পিউটার ভাইরাস৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ