1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের কোচ কে হচ্ছেন?

১ মার্চ ২০১৪

তাঁর অধিনায়কত্বে বিশ্বকাপ জিতেছে জার্মানি৷ বায়ার্ন মিউনিখকেও ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছিলেন লোটার মাটেউস৷ পেয়েছেন বিশ্বসেরা ফুটবলারের স্বীকৃতি৷ জার্মান এই কিংবদন্তি এবার হতে পারেন ইরান ফুটবল দলের কোচ৷

Lothar Matthaeus
ছবি: dapd

ব্রাজিল বিশ্বকাপের পরই ইরান ফুটবল দলের কোচ হিসেবে নিজের মেয়াদ শেষ করবেন কার্লোস কিয়েরোস৷ তারপর নতুন কোচ খুঁজতে হবে ইরানকে৷ খোঁজার কাজে নাকি নেমে পড়েছে সে দেশের ফুটবল ফেডারেশন৷ বিশ্বকাপের পরেই নাকি জার্মানিকে ১৯৯০ বিশ্বকাপ জেতানো লোটার মাটেউসকে চায় তারা৷

আগামী শুক্রবার ইরান যাবেন ফুটবলার হিসেবে নিজের দেশকে একবার (১৯০) বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং দু'বার (১৯৮২, ১৯৯৬) রানার্সআপ করা মাটেউস৷ জার্মানিকে একবার (১৯৮০) ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতিয়েছেন তিনি৷ ক্লাব ফুটবলেও আছে অনেক সাফল্য৷ বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখকে উয়েফা কাপে একবার রানার্সআপ (১৯৮০) করা, বায়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়ন্স লিগে দু'বার রানার্সআপ (১৯৮৬-৮৭) , ১৯৯৮-৯৯) করা, একবার উয়েফা কাপ জেতানো (১৯৯৬), সাতবার বুন্ডেসলিগা জেতানো – এ সবও রাখতে হবে সাফল্যের তালিকায়৷

এ সব সাফল্যের জন্য মাটেউস নিজেও পেয়েছেন আজীবন মনে রাখার মতো বেশ কিছু স্বীকৃতি৷ ‘গোল্ডেন বল' বা ‘বালঁ দর' জিতেছেন ১৯৯০ সালে, পরের বছর হয়েছিলেন ফিফা বর্ষসেরা ফুটবলার৷ এমন সফল ক্যারিয়ার শেষে শুরু হয় কোচ হিসেবে নতুন জীবন৷ হাঙ্গেরি এবং বুলগেরিয়া জাতীয় দলের কোচ হিসেবেও কাজ করেছেন তিনি৷

শুক্রবার ব্রাজিল বিশ্বকাপ নিয়ে একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিতে ইরানে যাবেন ৫২ বছর বয়সি মাটেউস৷ ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, সে দেশের ফুটবল ফেডারেশন নাকি কিয়েরোস চলে যাওয়ার পর তাঁর জায়গায় মাটেউসকেই চাচ্ছে কোচ হিসেবে৷ মাটেউসেরও প্রস্তাব বিবেচনা করে দেখতে কোনো আপত্তি নেই৷ বার্তাসংস্থা ডিপিএ-কে তিনি বলেছেন, ‘‘সব দিক বিবেচনা করে প্রস্তাব দেয়া হলে আমি নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করবো না৷ প্রস্তাবটি অবশ্যই বিবেচনা করে দেখবো আমি৷''

আসন্ন ব্রাজিল বিশ্বকাপে ইরান খেলবে ‘এফ' গ্রুপে৷ গ্রুপে তাঁরা প্রতিপক্ষ হিসেবে পাবে দু'বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং নাইজেরিয়া ও বসনিয়া-হ্যারৎসেগোভিনাকে৷

এসিবি/ডিজি (ডিপিএ, উইকিপিডিয়া)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ