1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানি খেলোয়াড়দের জন্য দামি জার্সি?

২১ জুন ২০১৮

অর্থনৈতিক অবরোধের মুখে থাকা ইরানের খেলোয়াড়দের জার্সি এবার বিশ্বকাপের সবচেয়ে নিম্নমানের৷ কিন্তু তাতেও দমে যাননি ইরানের খেলোয়াড়রা৷ ইরানের জার্সি নিয়ে ভিডিও সংবাদ করেছে নিউ ইয়র্ক টাইমস৷ সেটি ভাইরাল হয়েছে৷

ছবি: Getty Images/R. Heathcote

বিশ্বকাপের জার্সি ফুটবল দলগুলোর পয়সা উপার্জনের রাস্তাও বটে৷ সব দল যেখানে টাকা পায়, সেখানে ইরানকে জার্সি কিনতে হয়েছে৷ আডিডাসের কাছ থেকে জার্সি বানানোর পর সেই জার্সির সেলাই এবং অন্যান্য ব্যাপার এতটাই নিম্নমানের ছিল যে, সেটি নিয়েই ভিডিও সংবাদটি তৈরি৷

 

ভিডিও সংবাদে বলা হয়, আডিডাসের কাছ থেকে মোট জার্সি খরচের ৭০ শতাংশ ডিসকাউন্ট পেয়েছে ইরান৷ তবে তাদের ফুটবল ফেডারেশন খুব খুশি, কেননা তাদের মতে, ইরান কারো সহায়তা নিয়ে খেলছে না৷

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছে৷ নিউ ইয়র্ক টাইমসের ফেসবুক পাতায় গিয়ে দেখা গেছে, এটি  সাড়ে ছয় লাখ বারের কাছাকাছি ভিউ হয়েছে৷ আর ইউটিউবেও এটি দেখা হয়েছে ৬৬ হাজার বার৷ বিশ্বকাপের অনেক সংবাদের ভিড়ে গত ছয় দিনে এই পরিমাণ ভিউ নিঃসন্দেহে চমকপ্রদ৷

এইচআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ