অর্থনৈতিক অবরোধের মুখে থাকা ইরানের খেলোয়াড়দের জার্সি এবার বিশ্বকাপের সবচেয়ে নিম্নমানের৷ কিন্তু তাতেও দমে যাননি ইরানের খেলোয়াড়রা৷ ইরানের জার্সি নিয়ে ভিডিও সংবাদ করেছে নিউ ইয়র্ক টাইমস৷ সেটি ভাইরাল হয়েছে৷
বিজ্ঞাপন
বিশ্বকাপের জার্সি ফুটবল দলগুলোর পয়সা উপার্জনের রাস্তাও বটে৷ সব দল যেখানে টাকা পায়, সেখানে ইরানকে জার্সি কিনতে হয়েছে৷ আডিডাসের কাছ থেকে জার্সি বানানোর পর সেই জার্সির সেলাই এবং অন্যান্য ব্যাপার এতটাই নিম্নমানের ছিল যে, সেটি নিয়েই ভিডিও সংবাদটি তৈরি৷
ভিডিও সংবাদে বলা হয়, আডিডাসের কাছ থেকে মোট জার্সি খরচের ৭০ শতাংশ ডিসকাউন্ট পেয়েছে ইরান৷ তবে তাদের ফুটবল ফেডারেশন খুব খুশি, কেননা তাদের মতে, ইরান কারো সহায়তা নিয়ে খেলছে না৷
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছে৷ নিউ ইয়র্ক টাইমসের ফেসবুক পাতায় গিয়ে দেখা গেছে, এটি সাড়ে ছয় লাখ বারের কাছাকাছি ভিউ হয়েছে৷ আর ইউটিউবেও এটি দেখা হয়েছে ৬৬ হাজার বার৷ বিশ্বকাপের অনেক সংবাদের ভিড়ে গত ছয় দিনে এই পরিমাণ ভিউ নিঃসন্দেহে চমকপ্রদ৷
এইচআই/এসিবি
রাশিয়া বিশ্বকাপের সব প্রথম
রাশিয়া বিশ্বকাপে ফেবারিটদের সাথে সমানে পাল্লা দিচ্ছে তথাকথিত ছোট দলগুলিও৷ এই ফাঁকে চলুন দেখে নেয়া যাক এই বিশ্বকাপের কিছু প্রথম...
ছবি: Getty Images/C. Rose
প্রথম গোল
সৌদি আরবের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে প্রথম গোল দেন রাশিয়ার ইউরি গাজিনস্কি৷ সেই সূত্রে এটি রাশিয়া বিশ্বকাপেরও প্রথম গোল৷ এরপর অবশ্য সৌদি আরবকে আরো চার চারটি গোল হজম করতে হয়৷ ফলে বিশ্বকাপের প্রথম জয়ও উঠেছে রাশিয়ার ঘরেই৷
ছবি: picture-alliance/AP Photo/D. Bandic
প্রথম আত্মঘাতি গোল
মরোক্কোর বিরুদ্ধে ইরান নিজের চেষ্টায় নয়, বরং খেলার ইনজুরি টাইমের শেষ মুহূর্তে পেয়েছে আত্মঘাতী গোল৷ মরোক্কোর আজিজ বুহাদ্দুজার এই গোলে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো একটি ম্যাচ জয় করতে সক্ষম হয় ইরান৷
ছবি: Reuters/D. Martinez
প্রথম হ্যাটট্রিক
বিশ্বকাপের প্রথম বড় ম্যাচে মুখোমুখি হয় স্পেন-পর্তুগাল৷ গোলের বন্যায় ভেসে যায় ম্যাচটি৷ দুই দল মিলে ৬ গোল হলেও, জয় নিয়ে ঘরে ফিরতে পারেনি কেউই৷ তবে পর্তুগালের হয় তিনটি গোলই করেছেন সেনসেশনাল ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ এটিই রাশিয়া বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক৷
ছবি: Reuters/M. Sezer
প্রথম হলুদ কার্ড
এই রেকর্ডও রাশিয়ার দখলেই৷ সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচেই ফাউল করে হলুদ কার্ড দেখেন রাশিয়ার আলেক্সান্ডার গোলোভিন৷
ছবি: Reuters/C. Recine
প্রথম লাল কার্ড
জাপানের বিপক্ষে ম্যাচে হার্ড ট্যাকল করায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখেন কলম্বিয়ার কার্লোস সানচেজ৷ শুধু তাই না, তার ফাউলের কারণে একটি পেনাল্টিও পায় জাপান৷ ম্যাচটি ২-১ গোলে জিতেও নেয় জাপান৷
ছবি: Reuters/D. Sagolj
প্রথম ভিএআর
এই বিশ্বকাপেই প্রথম চালু হয়েছে ভার্চুয়াল অ্যাসিসট্যান্ট রেফারি বা ভিএআর৷ ফ্রান্স-অস্ট্রেলিয়া ম্যাচে জশুয়া রিডসনের ট্যাকলে অস্ট্রেলিয়ার ডিবক্সে পড়ে যান ফ্রান্সের অ্যান্টনিও গ্রিজমান৷ উরুগুয়ের রেফারি আন্দ্রেস কুনহা প্রথমে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও পরবর্তীতে প্রথমবারের মতো ব্যবহার করেন ভিএআর, সিদ্ধান্ত পালটে ঘোষণা দেন পেনাল্টির৷ ম্যাচে ২-১ গোলে জয় পায় ফ্রান্স৷
ছবি: Reuters/S. Perez
প্রথম অঘটন
মোস্ট ফেবারিট আর্জেন্টিনাকে জয় নিতে দেয়নি আইসল্যান্ড৷ রুখে দিয়েছে ১-১ গোলে৷ হেক্সা মিশনে আসা ব্রাজিলকেও সুইজারল্যান্ড আটকে ফেলে ১-১ গোলে৷ কিন্তু শেষ রক্ষা হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানির৷ মেক্সিকোর দারুণ গতির সামনে ১-০ গোলে হার মানতে হয় জার্মানিকে৷