1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের জন্য যুক্তরাষ্ট্রের ইতিবাচক সুর

৪ ডিসেম্বর ২০১৪

প্রথমবারের মতো ইরানকে কোনো বিষয়ে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র৷ ইসলামিক স্টেট বা আইএস-এর বিরুদ্ধে ইরানের সামরিক অভিযানকে স্বাগত জানিয়ে একে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন মার্কিন পরররষ্ট্রমন্ত্রী জন কেরি৷

Brüssel NATO Hauptquartier Haider al-Abadi und John Kerry
ছবি: REUTERS/E. Vidal

বুধবার ব্রাসেলসের নেটো সদরদপ্তরে ‘কোয়ালিশন' বা যৌথ বাহিনীর কর্মকর্তাদের এক বৈঠকে জন কেরি বলেন, পেন্টাগন যে খবর দিয়েছে তাকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি৷ কেরি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ যদি জঙ্গি গোষ্ঠী আইএস-এর বিরুদ্ধে হামলা চালায়, তবে তা ইরাক ও সিরিয়ায় জিহাদিদের কর্মকাণ্ডকে অনেকটাই প্রতিরোধ করবে৷ তবে তাদের পুরোপুরি প্রতিরোধ করতে আরো অনেক বছর লাগবে বলে জানান তিনি৷ ইরানের এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সহযোগিতা ছিল না বলে দাবি করেছেন কেরি৷ তবে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় ইরানের শিয়াদের সাথে যুক্তরাষ্ট্রের একটি বোঝাপড়া আছে বলে স্বীকার করেছেন৷ এরপরও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যাপারটিতে মোটেও নরম হয়নি যুক্তরাষ্ট্র৷ খুব শিগগিরই মার্কিন সেনেটে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হবে কিনা – এ বিষয়ে ভোটাভুটি হবে৷

এদিকে, লিবিয়ার পূর্বাঞ্চলে জিহাদিরা প্রশিক্ষণ চালাচ্ছে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ডেভিড রডরিগেজ৷ ব্রাসেলসে অংশ নিয়েছিলেন ৬০টি দেশের প্রতিনিধি৷

এক হাজার বিমান হামলা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ইরাক এবং সিরিয়ায় এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চালানো প্রায় ১ হাজার বিমান হামলায় ইসলামিক স্টেটের অনেক ক্ষয়ক্ষতি হয়ে দলটি দুর্বল হয়ে পড়েছে৷ তবে আইএস-এর বিরুদ্ধে এখনো বছরের পর বছর লড়াই চালিয়ে যেতে হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি৷

কেরি বলেন, ‘‘আমাদের প্রতিশ্রুতি পূরণের বিষয়টি হিসাব করতে গেলে বছরের পর বছর লেগে যেতে পারে৷ কিন্তু আমাদের চেষ্টায় এরই মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে৷'' তিনি বলেন, ইরাকে আইএস-এর শক্তি কমেছে এবং ইরাকি বাহিনী কিছু এলাকা পুনর্দখল করেছে৷

ইরানের হামলা

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক মুখপাত্রের দাবি, ইরাকের পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের জঙ্গিদের অবস্থানে সম্প্রতি বিমান হামলা চালিয়েছে ইরান৷ তিনি জানিয়েছিলেন, ‘‘আমাদের কাছে এমন ইঙ্গিত আছে যে, ইরান সুনিশ্চিতভাবে গত কয়েক দিনে এফ-৪ ফ্যানটমস বিমান দিয়ে হামলা চালিয়েছে৷''

যুক্তরাষ্ট্রে তৈরি এফ-৪ ফ্যানটমস জঙ্গি বিমান দিয়ে ইরানের বিমানবাহিনী ইরাকের দিয়ালা প্রদেশে আইএস-এর অবস্থানে হামলা চালিয়েছে৷ গত আগস্ট থেকে ইরাকে আইএস-এর বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ