ইরানের জেলে মৃত সুইস নাগরিক
১০ জানুয়ারি ২০২৫তেহরান থেকে ১৮০ কিলোমিটার দূরে তাকে আটক করা হয়।
সেমনানের প্রধান বিচারপতি মোহাম্মদ সাদেঘ আকবরিকে উদ্ধৃত করে মেজান বার্তাসংস্থা জানিয়েছে, শুক্রবার সকালে সেমনানের জেলে সুইস নাগরিক আত্মহত্যা করেন। তাকে চরবৃত্তির অভিযোগে নিরাপত্তা বাহিনী আটক করেছিল। মামলার তদন্ত চলছিল।
তার দাবি, সুইস নাগরিককে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাতে লাভ হয়নি।
ইরানের জেল থেকে ইটালির এক নাগরিক ছাড়া পাওয়ার একদিন পরেই এই ঘটনা ঘটলো।
ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে সুইস কর্তৃপক্ষ
সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়(এফডিএফএ) ই-মেইলের মাধ্যমে এই মৃত্যুর কথা স্বীকার করেছে। এফডিএফএ-র মুখপাত্র জানিয়েছেন, তেহরানের সুইস দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তাদের ঘটনার বিস্তারিত বিবরণ দিতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে সুইজারল্যান্ড মধ্যস্থতাকারীর ভূমিকা নেয়। অ্যামেরিকা তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর থেকে সুইজারল্যান্ডই দুই দেশের মধ্যে মধ্যস্থতা করছে।
জিএইচ/এসজি(এপি, রয়টার্স, এএফপি)