1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের নতুন প্রেসিডেন্ট প্রথম বিদেশ সফরেই ইরাকে

১১ সেপ্টেম্বর ২০২৪

জুলাই মাসে দায়িত্ব নেওয়া ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রথম বিদেশ সফরে বুধবার ইরাক পৌঁছেছেন৷ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি৷

ইরান ও ইরাকের প্রেসিডেন্ট
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মেদ শিয়া আল-সুদানি বাগদাদ বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে স্বাগত জানানছবি: Murtadha Al-Sudani/AP Photo/picture alliance

এভাবে তিনি ইরানের উপর থাকা অর্থনৈতিক নিষেধাজ্ঞার ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে চাইছেন৷ মঙ্গলবারও রাশিয়াকে মিসাইল দেওয়ায় ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব৷ ‘‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিষেধাজ্ঞার চার অনেকখানি কমাতে পারে,'' বলে গতমাসে মন্তব্য করেছিলেন পেজেশকিয়ান৷

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মেদ শিয়া আল-সুদানি বাগদাদ বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানান৷

ইরাক এমন এক বিরল দেশ যার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের ভালো সম্পর্ক রয়েছে৷ ২০০৩ সালে ইরাকের সুন্নি নেতা সাদ্দাম হুসেইনের শাসনামল অবসানের পর থেকে শিয়াপ্রধান দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে৷

বর্তমানে ইরাকের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক অংশীদার ইরান৷ বাগদাদের রাজনীতিতেও ইরানের ভালো প্রভাব রয়েছে৷

প্রতিবছর লাখ লাখ ইরানি ইরাকে শিয়াদের পবিত্র শহর নাজাফ ও কারবালা ভ্রমণ করেন৷ প্রেসিডেন্ট পেজেশকিয়ানও সেখানে যাবেন৷

দুই দেশের মধ্যে তেল সম্পর্কিত নয় এমন ব্যবসার পরিমাণ গত পাঁচ মাসে প্রায় পাঁচ বিলিয়ন ডলার ছিল বলে ইরানের গণমাধ্যম জানিয়েছে৷

ইরান প্রতিদিন ইরাকে কয়েক মিলিয়ন ঘনমিটার গ্যাস রপ্তানি করে৷ ইরাকের বিদ্যুৎকেন্দ্রগুলোতে এসব গ্যাস ব্যবহৃত হয়৷

গতবছর সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে প্রথম রেল যোগাযোগ স্থাপনের কাজ শুরু হয়৷

ইরাকে এখনো যুক্তরাষ্ট্রের প্রায় আড়াই হাজার সেনা আছে৷ সিরিয়ায় আছে প্রায় ৯০০ সেনা৷ এসব সেনা ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়তে তৈরি আন্তর্জাতিক জোটের অংশ৷

গাজা যুদ্ধ শুরুর পর ঐ অঞ্চলে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা চালিয়েছিল৷ জবাবে যুক্তরাষ্ট্রও ঐ দুই দেশে হামলা করেছে৷

রোববার ইরাকের প্রতিরক্ষামন্ত্রী থাবেত আল-আব্বাসি জানান, আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনারা ইরাক থেকে চলে যেতে পারে৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ