1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের পরমাণু আলোচনায় ইতিবাচক সাড়া

৭ ডিসেম্বর ২০১০

ইরানের সঙ্গে বিশ্বের ছয় শক্তির পরমাণু আলোচনা চলছে সুইজারল্যান্ডে৷ শুরুর দিনের আলোচনা শেষে আনুষ্ঠানিক মন্তব্য জানায়নি কোন দেশই৷ তবে বার্তা সংস্থাগুলোর বিভিন্ন সূত্র জানাচ্ছে, আলোচনা ছিল গঠনমূলক, অন্তরঙ্গ৷

ইরানের পরমাণু কর্মসূচি নিয়েই যত বিপত্তি (ফাইল ফটো)ছবি: AP

জেনেভায় দীর্ঘ আলোচনা

সোমবার বেশ দীর্ঘ আলোচনায় বসেন ইরান এবং ছয় দেশের প্রতিনিধিরা৷ সকাল দশটা থেকে আলোচনা চলে রাত সাড়ে ন'টা পর্যন্ত৷ বার্তা সংস্থা এএফপি'র একাধিক সূত্র জানাচ্ছে, প্রথম দিনের আলোচনা ইতিবাচক৷ নামপ্রকাশে অনিচ্ছুক এক পশ্চিমা প্রতিনিধি জানিয়েছেন, শুরুটা আশাব্যাঞ্জক, গঠনমূলক এবং সুন্দর পরিবেশে আলোচনা হয়েছে৷

আলোচনায় ইসরায়েল

ইরানের পরমাণু ইস্যুর ক্ষেত্রে দু'পক্ষের অবস্থান পরস্পর বিরোধী৷ ইরানের দাবি, শান্তিপূর্ণ ব্যবহারের জন্য পরমাণু সমৃদ্ধকরণের দিকে এগুচ্ছে সেদেশ৷ তবে পশ্চিমা বিশ্বের আশঙ্কা, ইরান আসলে শান্তিপূর্ণ ব্যবহারের নামে পারমাণবিক অস্ত্র তৈরির দিকেই ধাবিত হচ্ছে৷ তাই প্রায় এক বছর পর মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং চীনের প্রতিনিধিদের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসে ইরান৷ শুরুর দিন ইসরায়েল সম্পর্কে ইরান তাদের উদ্বেগের কথা জানিয়েছে৷ ইরানি প্রতিনিধিদলের আশঙ্কা তাদের পরমাণু কেন্দ্রে বিমান হামলা চালাতে পারে ইসরায়েল৷ তাই, এধরনের কিছু থেকে ইসরায়েলকে বিরত রাখতে পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে ইরানি প্রতিনিধিরা৷ তবে, হামলা হলে উপযুক্ত জবাবের ব্যাপারে সতর্ক করছে ইরান৷

সমঝোতা নয় আস্থাই আপাত লক্ষ্য

আসলে ইরান বা পশ্চিমা পক্ষ কেউই জেনেভায় দু'দিনের আলোচনা থেকে বিশাল কোন সাফল্য আশা করছে না৷ তবে, দুই পক্ষই এই আলোচনায় আস্থা আনতে চায় এবং পরবর্তী আলোচনার পথ প্রশস্ত করতে চায়৷

এদিকে, পরমাণু কর্মসূচির ক্ষেত্রে ইরান আন্তর্জাতিক বিধিনিষেধ মনে চললে এবং যথেষ্ট স্বচ্ছতা নিশ্চিত করলে সেদেশকে সহায়তার ঘোষণা দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে৷ বিশেষ করে পরমাণু শক্তির বেসামরিক ব্যবহারে জার্মানির সহায়তা পাবে ইরান৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ