1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন প্রতিবেদন, পশ্চিমের উদ্বেগ

৯ নভেম্বর ২০১১

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আইএইএ'র নতুন প্রতিবেদন প্রকাশের পর বিশ্বজুড়ে তোলপাড়৷ ইরানের উপর চাপ বাড়ানোর পন্থা নিয়ে আলোচনা পশ্চিমে৷ তবে নিজেদের পরমাণু কর্মসূচি থেকে একটুও নড়বে না বলে ঘোষণা তেহরানের৷

In this Tuesday, April 8, 2008 photo released by the Iranian President's Office, Iranian President Mahmoud Ahmadinejad, center, visits the Natanz Uranium Enrichment Facility some 200 miles (322 kilometers) south of the capital, Tehran, Iran. The U.N. nuclear atomic energy agency said Tuesday, Nov. 8, 2011 for the first time that Iran is suspected of conducting secret experiments whose sole purpose is the development of nuclear arms. (Foto:Iranian President's Office, File/AP/dapd)
ইরানের পরমাণু বোমার প্রয়োজন নেই – বলেছেন আহমাদিনেজাদছবি: AP

প্রযুক্তিগত বিশদ তথ্য-উপাত্ত তুলে ধরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ'র সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কাজ করছে৷ নতুন এই প্রতিবেদন প্রকাশের পর বেশ নড়েচড়ে বসেছে পশ্চিমা গোষ্ঠী৷ মার্কিন যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরানের উপর আরো কড়া নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে মিত্র দেশগুলোর সাথে আলোচনার কথা বলেছে৷ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন'এর মুখপাত্র মায়া কশিয়ানচিজ বলেছেন, ‘‘সবমিলিয়ে এই প্রতিবেদন ইরানের পারমাণবিক অস্ত্রের জন্য চলমান কর্মসূচির ইঙ্গিত বহন করে৷'' এই নতুন তথ্যকে ‘দুশ্চিন্তার কারণ' বলে মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্র মন্ত্রী গিডো ভেস্টারভেলে৷ তিনি বলেন, ‘‘যদি ইরান তাদের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে সমঝোতায় আসতে অস্বীকৃতি জানায়, তাহলে তাদের উপর নতুন এবং অধিকতর কড়া নিষেধাজ্ঞা আরোপ অনিবার্য হয়ে পড়বে৷'' তবে ইরানের বিরুদ্ধে কোন ধরণের সামরিক পদক্ষেপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ভেস্টারভেলে৷

যুক্তরাজ্যের প্রতিক্রিয়া

যুক্তরাজ্যের সংসদ অধিবেশনে এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, ‘‘ইরানের উচিত তাদের লক্ষ্য পরিবর্তন করা৷ আমরা একটি সমঝোতামূলক সমাধান চাই এবং এজন্য বারবার ইরানের প্রতি আমরা পারস্পরিক বোঝাপড়ার হাত সম্প্রসারণ করেছি৷ আমরা আরো আলোচনার জন্য প্রস্তুত রয়েছি৷ তবে সেজন্য ইরানকে সকল পূর্বশর্ত ছাড়াই আন্তরিকভাবে সমঝোতার টেবিলে আসতে হবে৷'' যদি ইরান তাতে রাজি না হয়, তাহলে তাদের উপর আরো চাপ বাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হতে পারে বলে উল্লেখ করেন হেগ৷

ইরানের প্রতিক্রিয়া

আইএইএ'র এই প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত' বলে এটিকে প্রত্যাখ্যান করেছে তেহরান৷ ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর শাহরেকর্দে এক ভাষণে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্রের অদ্ভুত দাবির মুখে আইএইএ তাদের আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ণ করেছে৷'' এছাড়া ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেন, ‘‘আমরা কোন পারমাণবিক বোমা চাই না এবং পরমাণু কর্মসূচির ক্ষেত্রে আমাদের অবস্থান থেকে আমরা এক বিন্দুও পিছু হটবো না৷''

ইসরায়েলের উদ্দেশ্যে ইরানের হুমকি

এদিকে, ইরানের এক সামরিক জেনারেল ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন যে, ইরানের পরমাণু স্থাপনার উপর যদি ইসরায়েল আঘাত হানে তার পরিণতি শুধু ইসরায়েলের ধ্বংস ডেকে আনবে না বরং তার প্রভাব মধ্যপ্রাচ্য ছাড়িয়ে যাবে৷ এছাড়া ইরানের সামরিক বাহিনীর উপ-প্রধান মাসুদ জাজায়েরি বলেছেন যে, ইসরায়েল ইরানে হামলা করলে ইরানের হামলার লক্ষ্যবস্তু হবে ইসরায়েলের ডিমোনা পরমাণু স্থাপনা৷ তবে বিস্তারিত কিছু বলেননি জাজায়েরি৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ