পরমাণু চুক্তি নিয়ে আশাবাদ
২৬ সেপ্টেম্বর ২০১৪জাতিসংঘের সাধারণ পরিষদের সভা উপলক্ষ্যে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে৷ সেখানেই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠক হয়৷ বৈঠক শেষে স্টাইনমায়ার বলেন, ‘‘এই চুক্তির এত কাছাকাছি আমরা আগে কখনো পৌঁছাতে পারিনি৷ তবে এটাও ঠিক যে, আগামীতে অনুষ্ঠেয় আলোচনা আরো কঠিন হবে৷'' ইরানের সঙ্গে পাশ্চাত্যের ছয়টি দেশের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণের বিষয়ে পরবর্তী বৈঠকটি হবে আগামী ২৪শে নভেম্বর৷
ইরানের বিরুদ্ধে পাশ্চাত্যের দেশগুলোর অভিযোগ, মধ্যপ্রাচ্যের এই দেশ পারমাণবিক বোমা তৈরির জন্য পরমাণু কর্মসূচি জোরদার করছে৷ ইরান অবশ্য শুধু গবেষণার কাজেই পরমাণু কর্মসূচি পরিচালনা করছে বলে দাবি করে, সে অভিযোগ অস্বীকার করে আসছিল৷ তবে যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের দেশগুলোর চাপ ছিল৷ তাই দীর্ঘদিন আপত্তি জানানোর পর অবশেষে ইরান তার পরমাণু কর্মসূচি সাময়িকভাবে বন্ধ রাখার অঙ্গীকার করে ‘জেনিভা চুক্তি' স্বাক্ষর করে৷
মাত্র ছয় মাসের এই অন্তর্বর্তীকালীন চুক্তি নিয়ে নতুন আলোচনার আগে তাই স্টাইনমায়ার এর গুরুত্বও মনে করিয়ে দিয়েছেন৷ তিনি বলেন, ‘‘এ বিষয়ে সকল বিরোধ নিষ্পত্তির এটাই সময়৷ আশা করি বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে নজর রেখে ইরানও এটা মানবে যে, এ পর্যায়ে চুক্তি নিয়ে আলোচনায় ব্যাঘাত মেনে নেয়ার মতো নয়৷''
এসিবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)