1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ ইইউর

৫ জানুয়ারি ২০২০

কাসিম সোলেইমানিকে হত্যার পর উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ব্রাসেলসে আমন্ত্রণ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান এজন্য তাকে ফোন করেছেন৷ 

EU-Außenbeauftragter Josep Borrell
ছবি: picture-alliance/Zumapress/N. Landemar

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফকে আলোচনার জন্য ব্রাসেলসে আমন্ত্রণ জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল৷ ইইউ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বোরেল এই বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ব্রাসেলসে আমন্ত্রণ জানিয়েছেন৷''

বোরেল বলেন, একটি আঞ্চলিক রাজনৈতিক সমাধানই সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ৷ তিনি ২০১৫ সালের পরমানু চুক্তি বজায় রাখার বিষয়েও গুরুত্ব আরোপ করেন৷

এক টুইট বার্তায়ও বিষয়টি উল্লেখ করেছেন জোসেপ বোরেল৷

এর আগে শনিবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও ইরানের সাথে আলোচনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন৷ হাইকো মাস জার্মান সংবাদপত্র বিল্ডকে দেয়া সাক্ষাৎকারে বলেন, সামনের দিনে পরিস্থিতি যাতে আরো খারাপ না হয় সেজন্য জার্মানি, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের সহযোগী দেশগুলো ইরানে সাথে আলোচনার জন্য যা যা সম্ভব করবে৷   

এদিকে রোববার ভ্যাটিকানে দেয়া এক ভাষণে মধ্য প্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে আলোচনার উপর গুরুত্ব দিয়েছেন পোপ ফ্রান্সিসও৷ ইরানের নাম উল্লেখ না করে তিনি সব পক্ষকে শত্রুতার বদলে আলোচনা আর আত্মসংযম প্রদর্শনের আহবান জানান৷ তিনি বলেন, ‘‘যুদ্ব শুধু মৃত্যু আর ধ্বংসই ডেকে আনতে পারে৷''     

এফএস/আরআর (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ