1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক

৩০ সেপ্টেম্বর ২০১৩

প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের ব্যাপারে হাসান রোহানির মুখে শোনা যাচ্ছে আশার কথা৷ তাঁর কথায় আস্থা রাখছে যুক্তরাষ্ট্র৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ছয় মাসের আগেও কাজ শুরু সম্ভব৷

ছবি: picture-alliance/AP

সম্পর্কোন্নয়নের পূর্বশর্ত অবশ্যই ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের শঙ্কা এবং সন্দেহের অবসান৷ সিবিএস টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, পরমাণু কর্মসূচি যে পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনার অংশ নয় – এ বিষয়টি সম্পর্কে নিশ্চিত হলেই কেবল দু দেশের সম্পর্কোন্নয়ন সম্ভব৷ ইরান যদি সে নিশ্চয়তা দিতে পারে, তাহলে ‘কথিত সময়ের আগেই একটা সমঝোতা সম্ভব' বলেও জানিয়েছেন কেরি৷

গত আগস্টে ইরানের প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করেন হাসান রোহানি৷ নিজের প্রথম বিদেশ সফরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রথম বারের মতো ভাষণ দেন তিনি৷ আশা করা হয়েছিল, সেখানে বক্তব্যে পরমাণু কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের বিষয়টি স্পষ্টভাবে উঠে আসবে৷ কিন্তু বাস্তবে তা হয়নি৷ তবে এর পরই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে উল্লেখযোগ্য একটি পদক্ষেপ নেন ইরানের নতুন প্রেসিডেন্ট৷ শুক্রবার টেলিফোনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কথা বলেন তিনি৷ টেলিফোন কথোপকথনে রোহানি জানান, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে দু দেশের সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা করেন তিনি৷

টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ টেনেই আশাবাদ ব্যক্ত করেন জন কেরি৷ তবে আশার কথা শোনানোর পাশাপাশি এ কথাও বলতে ভোলেননি, ‘‘আমরা চাই ভালো একটা সমঝোতা৷'' ভালো সমঝোতা যে ইরান তার পরমাণু কর্মসূচি সম্পর্কে সমস্ত তথ্য জানিয়ে আশ্বস্ত করার পরই সম্ভব সেটাও জানিয়ে দিয়েছেন তিনি৷

এদিকে ইরানের সাম্প্রতিক বক্তব্যে আবারও সন্দেহ প্রকাশ করেছেন বেনইয়ামিন নেতানিয়াহু৷ ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘকে সতর্ক করে বলেছেন, ইরানকে বিশ্বাস করলে সেটা হবে চরম বোকামি৷ এ কথা অবশ্য আগেও বলেছেন তিনি৷ নেতানিয়াহু মনে করেন, ইরানের প্রেসিডেন্ট আসলে পরমাণু অস্ত্র পরিকল্পনা বাস্তবায়নে সময় নেয়ার কৌশল হিসেবেই সম্পর্কোন্নয়নের কথা বলছে৷

এসিবি/এসবি (এএফটি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ