1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের নতুন প্রেসিডেন্ট রৌহানি

১৭ জুন ২০১৩

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে হাসান রৌহানির জয় জন্ম দিয়েছে নতুন আশাবাদের৷ বিশ্বনেতারা তাকিয়ে আছেন তাঁর দিকে৷ আণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা থেকে দেশটি মধ্যপন্থী এ নেতার ভূমিকায় সরে আসবে – ক্ষীণ হলেও এ আশা জেগেছে৷

ছবি: tarikhirani

রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান ভুল প্রমাণ করে এবারের প্রেসিডেন্ট নির্বাচনী জয়ী হয়েছেন রৌহানি৷ তাঁদের ধারণা ছিল কট্টরপন্থী প্রার্থী আসবেন নতুন প্রেসিডেন্ট হয়ে৷ কিন্তু হয়েছে উল্টো৷ ৫০ দশমিক ৬৮ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হাসান রৌহানি৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তেহরানের মেয়র মোহাম্মদ বাকের ঘালিবাফের চেয়ে প্রায় সাড়ে ছয় লাখ ভোট পেয়েছেন তিনি৷

রৌহানির জয়ে উল্লসিত তাঁর এক সমর্থকছবি: Behrouz Mehri/AFP/Getty Images

এমন জয়ে জেগেছে নতুন আশাবাদ৷ আণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে – এই অভিযোগে ইরানের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে রৌহানির ভূমিকায় তাতে পরিবর্তন আসবে এমন আশা ইরানের জনগণ করতেই পারে৷ নির্বাচিত হবার পর অচলাবস্থা নিরসনের চেষ্টা করার অঙ্গীকারও করেছেন তিনি৷ অঙ্গীকার রক্ষার আন্তরিক চেষ্টা তাঁর তরফ থেকে হবে – এমন আশা করারও কারণ আছে৷ প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সময় সংকট নিরসনের জন্য তিনি কিছু প্রস্তাব রেখেছিলেন৷ ‘শেখ কূটনীতিক' হিসেবে পরিচিত রৌহানির সেই পরিকল্পনা মাহমুদ আহমাদিনেজাদ ক্ষমতায় আসার পর গুরুত্বই পায়নি৷ টানা দু'বারের প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে সংবিধানের নিয়ম মেনে সরে যেতে হবে৷ এ কারণেই তিনি এবার নির্বাচনে প্রার্থী হতে পারেননি৷ রৌহানির আগমনে তাই জাগিয়েছে পরিবর্তনের আশা৷

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ