1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানকে যুক্তরাষ্ট্রের হুমকি

২২ মে ২০১৮

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সোমবার ইরানকে ১২টি শর্ত পূরণ করতে বলেছেন৷ নইলে দেশটিকে ‘নজিরবিহীন অর্থনৈতিক চাপের' মুখোমুখি হতে হবে বলেও হুমকি দেন তিনি৷

ছবি: picture-alliance/AP Photo/J. S. Applewhite

শর্তগুলোর মধ্যে আছে, ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি স্থগিত করা, সিরিয়া ও ইয়েমেনে হস্তক্ষেপ বন্ধ করা, বেসামরিক পরমাণু কর্মসূচির পরিসর ছোট করা এবং হামাস, হেজবোল্লাহ ও প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ সংগঠনকে সমর্থন দেয়া বন্ধ করা৷

যুক্তরাষ্ট্রের থিংক ট্যাংক হেরিটেজ ফাউন্ডেশনে দেয়া বক্তব্যে পম্পেও এসব শর্তের কথা উল্লেখ করেন৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার ঘোষণার দুই সপ্তাহ পর এই বক্তব্য রাখলেন পম্পেও৷ ট্রাম্পের ঘোষণার পর ইরানের উপর চুক্তি পূর্ববর্তী নিষেধাজ্ঞা আবার বলবৎ করে যুক্তরাষ্ট্র৷ এছাড়া ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা কোম্পানিগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞার কথা বলা হয়৷

পম্পেও হুমকি দিয়ে বলেন, ‘‘যদি (ইরান) সরকার তার বর্তমান অগ্রহণযোগ্য ও অলাভজনক নীতি থেকে সরে না আসে, তাহলে নিষেধাজ্ঞার মাত্রা বাড়তেই থাকবে৷’’

ইরানের সঙ্গে ব্যবসা না করতে ইউরোপীয় কোম্পানিগুলোকেও সতর্ক করে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী৷

প্রতিক্রিয়া

পম্পেওর বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি বলেছেন, তাঁর দেশ নিয়ে সিদ্ধান্ত নেয়ার কোনো অধিকার ওয়াশিংটনের নেই৷ ‘‘বিশ্বের সব দেশই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে স্বাধীনতা চায়,’’ বলেন তিনি৷ এরপর তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, ‘‘ইরান ও বিশ্ব নিয়ে সিদ্ধান্ত নেয়ার তুমি কে?’’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ পম্পেওর পরিকল্পনাকে ‘পুরনো অভ্যাসে প্রত্যাবর্তন’ বলে মন্তব্য করেন৷ এক টুইটার পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের প্রশাসনের বিরুদ্ধে ‘ব্যর্থ নীতি আর দুর্নীতিপরায়ন বিশেষ স্বার্থ দ্বারা পরিচালিত’ হওয়ার অভিযোগ আনেন৷

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনি বলেন, পম্পেও তাঁর বক্তব্যে পরমাণু চুক্তি থেকে সরে আসার মাধ্যমে ঐ অঞ্চলে কীভাবে শান্তি ফিরে আসবে তা তুলে ধরতে ব্যর্থ হয়েছেন৷ ইরান যতদিন চুক্তির শর্ত মেনে চলবে ততদিন ইইউ চুক্তিতে থাকবে বলেও জানান তিনি৷

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেছেন, পম্পেওর বক্তব্যে তিনি অবাক হননি৷ তবে এই মুহূর্তে ইরান চুক্তির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি৷ পম্পেওর সঙ্গে আলাপ করতে চলতি সপ্তাহে ওয়াশিংটন যাবেন বলেও জানান জার্মান পররাষ্ট্রমন্ত্রী৷

এদিকে, ‘ব্রুকিংস সেন্টার ফর মিডল ইস্ট পলিসি’র সুজানে ম্যালোনে বলেছেন, ‘‘পম্পেও কোনো কৌশল তুলে ধরেননি৷ তার পরিবর্তে তিনি তাঁর কিছু চাওয়ার তালিকা তুলে ধরেছেন, যার একমাত্র ব্যাখ্যা হতে পারে ইরানে সরকার পরিবর্তনের ডাক৷’’

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ