1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তেল নিষেধাজ্ঞা

২৩ জানুয়ারি ২০১২

ইরানের বিরুদ্ধে তেল রপ্তানি নিষেধাজ্ঞার ব্যাপারে একমত হলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা৷ ইরান থেকে তেল আমদানির জন্য ইইউ সদস্য রাষ্ট্রগুলো আর কোনো চুক্তি করবে না৷

ইরানের উপর আরো নিষেধাজ্ঞাছবি: AP

আর যে চুক্তিগুলো আছে সেগুলো জুলাইয়ের ১ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে৷ তেলের উপর নিষেধাজ্ঞা ছাড়াও ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ওপরও নিষেধাজ্ঞা চাপাচ্ছেন ইইউর মন্ত্রীরা৷

কেন এই নিষেধাজ্ঞা?

পশ্চিমা বিশ্ব মনে করে ইরান তার পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরি করছে৷ এ কাজ থেকে ইরানকে বিরত রাখতেই নিষেধাজ্ঞার পদক্ষেপ৷ এ লক্ষ্যে অ্যামেরিকা আগেই নিষেধাজ্ঞা দিয়েছিল৷ এবার তাদের ডাকা সাড়া দিল ইউরোপ৷ তবে সাড়া মেলেনি চীন ও ভারতের৷ অর্থাৎ তারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় রাজি হয়নি৷ পশ্চিমা বিশ্ব মনে করে ইরান তেল রপ্তানি করতে না পারলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে৷ ফলে পরমাণূ কর্মসূচি সফল করতে পারবে না৷

ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের একাংশছবি: dapd

গ্রিস, স্পেন, ইটালিতে প্রভাব

ইরানের রপ্তানি করা তেলের প্রায় ২০ শতাংশ যেত ইউরোপে৷ এর মধ্যে সবচেয়ে বেশি তেল কেনে গ্রিস৷ কিন্তু সম্প্রতি তারা ঋণের ভারে জর্জরিত হয়ে পড়েছে৷ তাই তাদেরকে সহজ শর্তে তেল কেনার সুযোগ করে দিয়েছে ইরান৷ কিন্তু এখন যদি নিষেধাজ্ঞার কারণে ইরান থেকে তেল কেনা বন্ধ রাখতে হয় তাহলে বিপদে পড়বে গ্রিস৷ তবে এমনটা যেন না হয় সে চেষ্টা করছে ইইউ৷ তারা ইরানের বিকল্প তেলের বাজার খুঁজছে৷ এক্ষেত্রে অবশ্য এগিয়ে আসছে সৌদি আরব৷ গ্রিস ছাড়াও আর্থিক সমস্যায় জর্জরিত স্পেন ও ইটালিও ইরান থেকে অনেক তেল কেনে৷ তাই স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী জোসে মানুয়েল গার্সিয়া মারগালো বলছেন, ইইউ'র এই সিদ্ধান্ত বাস্তবায়নে তাদের অনেক ত্যাগ স্বীকার করতে হবে৷ তবে ইরানের বিকল্প কী হবে সেটা ইতিমধ্যে বের করা হয়ে গেছে বলে জানিয়েছেন স্পেনের মন্ত্রী মারগালো৷

প্রতিক্রিয়া

ব্রিটি‍শ‍ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছে,ন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত৷ ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার জন্য এমন কঠোর পদক্ষেপ দরকার ছিল৷ তবে রাশিয়া বলছে, এ ধরণের একতরফা সিদ্ধান্ত কোনো সুফল বয়ে আনবে না৷ আর ইরান আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ