ইরানের বিরুদ্ধে ‘বৈশ্বিক জোট' গড়বে যুক্তরাষ্ট্র
২৪ জুন ২০১৯রোববার আকস্মিক সফরে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত যাওয়ার ঘোষণা দিয়ে পম্পেও বলেন, ‘‘আমরা যে কৌশলগতভাবে ঐক্যবদ্ধ আছি তা নিশ্চিত করার উপায় বের করতে এবং কিভাবে বৈশ্বিক জোট গড়া যায়, তা ঠিক করার জন্য আমরা কথা বলব৷'' এ সময় তিনি আরো জানান, এ জোটে শুধু উপসাগরীয় দেশগুলোই নয়, এশিয়ার অন্যান্য দেশ এবং ইউরোপের দেশগুলোকেও রাখতে চায় যুক্তরাষ্ট্র৷ মঙ্গলবার ভারত সফরে যাওয়ার আগে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে যাবেন মাইক পম্পেও৷
গত সপ্তাহে একটি মার্কিন ড্রোন ইরানের আকাশে ঢুকে পড়ে৷ সেই ড্রোনটি ভূপাতিত করার পর থেকে দু' দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়৷
পম্পেও বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দেয়াই হবে এই জোট গড়ার মূল উদ্দেশ্য৷
সমঝোতা চায় যুক্তরাষ্ট্র
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, উত্তেজনা কমাতে সংঘাতে না গিয়ে তার দেশ ইরানের সঙ্গে সমঝোতায় যেতেও প্রস্তুত, তবে সেই সমঝোতা হতে হবে পূর্বশর্তহীন৷ রোববার মাইক পম্পেও-র কথাতেও শোনা যায় একই সুর৷ তবে ইরানের বিরুদ্ধে জোট গড়ার চেষ্টার বিপরীতে সেই সমঝোতাটা কীভাবে সম্ভব সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি৷
গত বছর ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের হওয়া পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন৷ এরপর থেকে দু' দেশের মধ্যে নতুন করে শুরু হয় উত্তেজনা৷ চুক্তি থেকে সরে আসার পর ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপও শুরু করে যুক্তরাষ্ট্র৷ ড্রোন ভূপাতিত করার ঘটনা চলমান উত্তেজনা আরো বাড়িয়েছে৷
এসিবি/কেএম (এএফপি, এপি)