1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন ‘ষড়যন্ত্র' কখনো সফল হবে না: রুহানি

১১ ফেব্রুয়ারি ২০১৯

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তাঁর দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘ষড়যন্ত্রের' কড়া সমালোচনা করে তা কখনো সফল হবে না বলে জানিয়েছেন৷ ইসলামি বিপ্লবের ৪০ বছর পূর্তিতে দেয়া এক ভাষণে এই মন্তব্য করেন তিনি৷

Bildkombo - Trump und Rohani

 তেহরানের আজাদী চত্বরে দেয়া ভাষণে রুহানি সামরিক শক্তি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাড়ানোরও অঙ্গীকার করেন৷ তিনি বলেন, ‘‘বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বানাতে এবং সামরিক শক্তি বাড়াতে আমরা কারো অনুমতি চাইনি এবং ভবিষ্যতেও চাইবো না৷''

এইসময় ইরানের পতাকা এবং ৪০ বছর আগে বিপ্লবের সময় পরিচিত হয়ে ওঠা বিভিন্ন শ্লোগান লিখিত ব্যানার নিয়ে উপস্থিত হয়েছিলেন হাজারো মানুষ৷ এসব শ্লোগানের মধ্যে ছিল ‘ইসরায়েল নিপাত যাক, যুক্তরাষ্ট্র নিপাত যাক'৷

আরেকটি ব্যানারে লেখা ছিল, ‘‘অ্যামেরিকার হতাশা বাড়িয়ে বিপ্লবের ৪০ বছর পূর্তি হয়েছে৷''

উল্লেখ্য, ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইরানের সেনাবাহিনী নিরপেক্ষ থাকার ঘোষণা দেয়৷ ফলে দেশটিতে ক্ষমতায় থাকা যুক্তরাষ্ট্র-সমর্থিত রাজবংশের পতন ত্বরান্বিত হয়েছিল৷ ঐ সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী ছিল ইরান৷

এর আগে ইসলামি বিপ্লবের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে বিমানবাহিনীর এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই ‘অ্যামেরিকা নিপাত যাক' শ্লোগানের ব্যাখ্যা দেন৷ তিনি বলেন, এই শ্লোগান অ্যামেরিকার ‘অশুভ' শাসকদের বিরুদ্ধে, জনগণ নয়৷ ‘‘যুক্তরাষ্ট্র অশুভ আত্মা দ্বারা পরিচালিত৷ আর ওরা প্রশ্ন করে, আমরা কেন বলি ‘অ্যামেরিকা নিপাত যাক'৷  যতদিন তারা তাদের ধূর্ত কাজকর্ম চালিয়ে যাবে, ততদিন আমরা এই শ্লোগান বাতিল করবো না,'' বলেন খামেনেই৷

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতবছর ইরানের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেন৷ এবং দেশটির উপর পুনরায় নিষেধাজ্ঞা জারি করেন৷ ইরানকে পরমাণু কর্মসূচি থেকে দূরে রাখতে ২০১৫ সালে দেশটির সঙ্গে জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্য, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের চুক্তি হয়েছিল৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ