1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকার রয়েছে - ভারত

২৩ মার্চ ২০১১

বেসামরিক উদ্দেশ্যে গৃহীত ইরানের পারমাণবিক কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ভারত বলছে যে, তেহরানের উচিত আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে আশ্বস্ত করা যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যই৷

ছবি: AP

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতীয় দূত হরদ্বীপ সিং পুরি বলেন, ‘‘ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে ভারত পূর্বাপর একই অবস্থানে৷'' ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে অনুষ্ঠিত বৈঠকে পুরি এসব কথা বলেন৷ তিনি আরো বলেন, ‘‘শান্তিপূর্ণ কাজের জন্য পারমাণবিক জ্বালানি ব্যবহারের অধিকার ইরানের রয়েছে৷ তবে একইসাথে তাদের পারমাণবিক কার্যক্রমের পেছনে শান্তিপূর্ণ উদ্দেশ্যের বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের আস্থাও অর্জন করতে হবে৷''

জাতিসংঘে কলম্বিয়ার দূত এবং ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ বিষয়ক নিরাপত্তা পরিষদের বিশেষ কমিটির প্রধান নেস্টর ওসোরিও ইরানের বিরুদ্ধে নীতিমালা লঙ্ঘনের দু'টি অভিযোগ তুলে ধরেন৷ একটি হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং অন্যটি হচ্ছে পরমাণু অস্ত্র সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা৷ এর আগে চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা - আইএইএ'র প্রধান ইয়ুকিয়া আমানোও অভিযোগ করেন যে, ইরান এখনও তাদের পারমাণবিক কার্যক্রমের স্বচ্ছতা প্রদর্শনে সহযোগিতা করছে না৷

প্রসঙ্গত, গত বছরের জুন মাসে নিরাপত্তা পরিষদ ইরানের উপর চতুর্থ দফা নিষেধাজ্ঞা আরোপ করে৷ তবে সেটি সর্বসম্মতভাবে অনুমোদিত হয়নি৷ ঐ নিষেধাজ্ঞার পক্ষে ভোট পড়েছিল ১২টি৷ বিপক্ষে ছিল তুরস্ক এবং ব্রাজিল৷ এছাড়া লেবানন ভোটদান থেকে বিরত ছিল৷ আর ভারতের অবস্থান এবার আরো পরিষ্কার হলো৷ তাদের কথা হচ্ছে, আলোচনা এবং সমঝোতার মধ্য দিয়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সংশয় দূর করা উচিত৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ