1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের সঙ্গে আচমকা যুদ্ধ এড়াতে সেনেটের উদ্যোগ

১৪ ফেব্রুয়ারি ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যাতে আচমকা ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করতে না পারেন, সেই লক্ষ্যে মার্কিন সেনেট একটি প্রস্তাব পাশ করেছে৷ তবে ট্রাম্প ভেটো প্রয়োগ করে সেই প্রচেষ্টা বানচাল করার প্রতিশ্রুতি দিয়েছেন৷

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প
ছবি: Reuters/J. Ernst

রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতার জোরে সেনেটে ইমপিচমেন্ট প্রক্রিয়া থেকে সবে রেহাই পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ কিন্তু তার ফলে যে তিনি সব ক্ষেত্রেই অবাধ ছাড়পত্র পেয়ে যাবেন, এমন ধারণা কিছুটা হলেও দূর করলো মার্কিন সংসদের উচ্চ কক্ষ৷ ইরানের সঙ্গে বর্তমান উত্তেজনার পরিবেশে আচমকা পুরোদস্তুর যুদ্ধ শুরু করার আশঙ্কা এড়াতে সেনেট বৃহস্পতিবার এক প্রস্তাব পাশ করেছে৷ এর আওতায় মার্কিন প্রেসিডেন্ট সংসদের অনুমোদন ছাড়া ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করতে পারবেন না৷ অর্থাৎ ভবিষ্যতে ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার মতো ‘অ্যাডভেঞ্চার' এড়াতে ট্রাম্প প্রশাসনের উপর চাপ সৃষ্টি করলো সংসদের উচ্চ কক্ষ৷ নিম্ন কক্ষও এই প্রস্তাব অনুমোদন করবে বলে ধরে নেওয়া হচ্ছে৷

ট্রাম্পের সামরিক ক্ষমতায় রাশ টানতে এমন উদ্যোগ অবশ্য প্রতীকী থেকে যাবে বলে অনুমান করা হচ্ছে৷ কারণ ট্রাম্প আগেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে ভেটো প্রয়োগ করার হুমকি দিয়েছেন৷ প্রেসিডেন্টের সেই ক্ষমতা ভোঁতা করতে হলে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন৷ অথচ রিপাবলিকান দলের মাত্র  আটজন সেনেটরের সমর্থন পাওয়ায় সেটা সম্ভব হয় নি৷ সেনেটে ৫৫ জন প্রস্তাবের পক্ষে, ৪৫ জন বিপক্ষে ভোট দিয়েছেন৷ প্রস্তাবটি শেষ পর্যন্ত আইন হিসেবে কার্যকর না হলেও ট্রাম্প প্রশাসনের উপর চাপ বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই৷ কারণ ইরানের বিরুদ্ধে আচমকা যুদ্ধ শুরু করলে সেই দায় একা ট্রাম্পকেই নিতে হবে৷ নির্বাচনের বছরে জনপ্রতিনিধিদের সতর্কবাণী উপেক্ষা করে তাঁর পক্ষে একতরফাভাবে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না৷ তাছাড়া সংসবিধান অনুযায়ী একমাত্র কংগ্রেস যুদ্ধ ঘোষণার ক্ষমতা রাখে৷

ট্রাম্প শুরু থেকেই এমন উদ্যোগের বিরোধিতা করে আসছেন৷ তাঁর মতে, এটা ইরানের নেতৃত্বের উপর যতটা সম্ভব চাপ বজায় রাখার সময়৷ মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতায় রাশ টানলে সেই দুর্বলতার সম্পূর্ণ সুযোগ তারা নেবে৷

এদিকে ইরান বৃহস্পতিবার সে দেশের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপ সম্পর্কে সতর্ক করে দিয়েছে৷ রেভোলিউশনারি গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে বলেন,ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর হামলা চালাতে প্রস্তুত৷ এই দুই দেশ হামলার কারণ সৃষ্টি করলেই সেই পদক্ষেপ নেওয়া হবে৷ ‘‘তোমরা সামান্য ভুল করলেই আমরা তোমাদের দুজনের উপর হামলা চালাবো,'' বলেন সালামি৷

এসবি/কেএম (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ