1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে জটিলতা

৪ আগস্ট ২০২২

পরমাণু চুক্তি আবার চালু করার লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের শীর্ষ প্রতিনিধিরা আবার ভিয়েনায় আলোচনায় বসছেন৷ ইইউ-র মধ্যস্থতায় এই উদ্যোগকে ঘিরে প্রত্যাশা অবশ্য কম রাখা হচ্ছে৷

ইইউ-র মধ্যস্থতায় ইরানের সঙ্গে আলোচনা
ছবি: ATTA KENARE/AFP

ইউক্রেন ও তাইওয়ানকে ঘিরে উত্তেজনার মাঝে ‘সুখবর' বয়ে আনতে পারে আরও এক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা৷ ২০১৫ সালে ইরানের সঙ্গে আন্তর্জাতিক সমাজের পরমাণু চুক্তি পুনরুজ্জ্বীবিত করতে ভিয়েনায় মিলিত হচ্ছেন ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের উচ্চপদস্থ প্রতিনিধিরা৷ তবে এই ঘোষণা সত্ত্বেও অবিলম্বে জট কাটানোর কোনো আশ্বাস দেয় নি ওয়াশিংটন ও তেহরান৷ বরং প্রয়োজনীয় আপোশের মাধ্যমে সাফল্যের দায় একে অপরের উপরের উপর চাপাতে চায় দুই পক্ষ৷ নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক কর্মকর্তা বলেছেন, বৃহস্পতিবারই আলোচনা শুরু হতে পারে৷

ইরানের প্রধান মধ্যস্থতাকারী আলি বাগেরি কানি এক টুইট বার্তায় পরমাণু চুক্তি বাঁচানোর দায়  মার্কিন প্রশাসনের উপর চাপিয়েছেন৷ তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে ‘পরিপক্কতা' দেখানো এবং দায়িত্বজ্ঞানসহ আচরণের আহ্বান জানিয়েছেন৷ বাগেরি মনে করিয়ে দেন, যে অ্যামেরিকাই একতরফাভাবে এই চুক্তি ছেড়ে সরে দাঁড়িয়েছিল৷

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত মজিদ তখত রাভানচি বলেন, ইরান সরল বিশ্বাস নিয়ে পরমাণু চুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে আলোচনা চালিয়েছে৷ কিন্তু এই চুক্তির আওতায় ইরানের জন্য  অর্থনৈতিক সুবিধার গ্যারেন্টি দিতে অস্বীকার করায় তিনি অ্যামেরিকার সমালোচনা করেন৷ ফলে লক্ষ্য পূরণে বিলম্ব ঘটছে৷ ওয়াশিংটন ‘সঠিক' সিদ্ধান্ত নিলে তেহরানও চুক্তির শর্ত পুরোপুরি কার্যকর করবে বলে রাভানচি আশ্বাস দেন৷ উল্লেখ্য, গত মার্চ মাসে বোঝাপড়া প্রায় চূড়ান্ত হয়ে গেলেওইরানের দাবি মেনে ওয়াশিংটন ভবিষ্যৎ কোনো মার্কিন প্রশাসনের হয়ে গ্যারেন্টি দিতে পারে নি৷ ভবিষ্যতে অ্যামেরিকা আর কখনো এই চুক্তি ত্যাগ করবে না, বাইডেন প্রশাসনের পক্ষে এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব হয় নি৷ তাছা়ড়া ইরানের রেভোলিউশনরি গার্ড কর্প-কে সন্ত্রাসবাদী গোষ্ঠীর তালিকা থেকে সরাতেও রাজি হয় নি ওয়াশিংটন৷

ইরানের দায়িত্বপ্রাপ্ত বিশেষ মার্কিন দূত রব ম্যালি ভিয়েনা সফরের ঘোষণা করেছেন৷ তবে তিনি কোনো বড় অগ্রগতির আশা করছেন না বলে জানিয়েছেন৷ প্রত্যাশা কম থাকলেও তিনি ইইউ-র উদ্যোগকে স্বাগত জানিয়ে বোঝাপড়ার জন্য চেষ্টা চালাতে প্রস্তুত৷ এক টুইট বার্তায় তিনি ইরানের কাছ থেকেও একই মনোভাবের ডাক দিয়েছেন৷

উল্লেখ্য, ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একতরফাভাবে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ত্যাগ করায় বর্তমান জটিলতা সৃষ্টি হয়েছে৷ তিনি ইরানের উপর কড়া নিষেধাজ্ঞা চাপানোর পর থেকেসে দেশও চুক্তির শর্ত ভঙ্গ করে চলেছে৷ সংবাদ সংস্থা রয়টার্স আন্তর্জাতিক পরমাণু জ্বালানি এজেন্সির এক গোপন রিপার্ট উদ্ধৃত করে জানিয়েছে, যে ইরান এরই মধ্যে নাতান্জ কেন্দ্রে তিনটি উন্নত আইআর-৬ সেন্ট্রিফিউজ বসানোর কাজ শেষ করেছে৷

গত জুন মাসে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় কাতারে অ্যামেরিকা ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনায় কোনো অগ্রগতি হয় নি৷ সে সময়ে ইইউ-র দূত এনরিকে মোরা দুই দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলোচনা চালান৷ ভিয়েনায়ও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সে রকম পরোক্ষ আলোচনা হতে পারে বলে শোনা যাচ্ছে৷

এসবি/কেএম (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ