আণবিক শক্তি সংস্থা
১৪ জুলাই ২০১৫আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ তাদের সরকারি টুইটার অ্যাকাউন্টে ইরানের সঙ্গে বোঝাপড়ার রূপরেখা শেয়ার করেছে৷
হুসেইন দাবাজেহ মার্কিন ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, একবিংশ শতাব্দীতে যুদ্ধ নয়, কূটনীতিই সঠিক পথ৷
মাহতাব নামের এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘‘আমি আমার সন্তানদের বলবো, ঐতিহাসিক এই দিনে আমি তরুণ ছিলাম এবং শান্তি ও কূটনীতির জন্য প্রার্থনা করেছিলাম৷''
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু শুরু থেকেই ইরানের সঙ্গে পরমাণু চুক্তির বিরোধিতা করে আসছেন৷ প্রধানমন্ত্রী তাঁর সরকারি টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, প্রাথমিক রিপোর্ট দেখেই এই সিদ্ধান্তে আসা যায় যে, এই বোঝাপড়া এক ঐতিহাসিক ভুল৷
বোঝাপড়ার এক দিন আগেই নেতানিয়াহু ইরানের মানুষের সঙ্গে সরাসরি সংলাপের উদ্দেশ্যে ফারসি ভাষায় এক টুইটার অ্যাকাউন্ট চালু করেছেন৷ এ সংক্রান্ত একটি রিপোর্ট শেয়ার করে সিওভান ও'গ্র্যাডি মন্তব্য করেছেন, ফারসি-ভাষীরা মোটেই খুশি নয়৷
লেখক ও সাংবাদিক আয়ান ফ্রেসার মনে করেন, ইরানের সঙ্গে বোঝাপড়া আসলে নেতানিয়াহুর বিশাল পরাজয়৷
শুধু ইসরায়েল নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই বোঝাপড়া একটা চ্যালেঞ্জ হতে চলেছে৷ প্রেসিডেন্ট ওবামাকে মার্কিন কংগ্রেসের অনুমোদন পেতে বেশ বেগ পেতে হবে বলে মনে করেন সাংবাদিক লিন সুইট৷
ইরানের সঙ্গে বোঝাপড়ার ফলে পেট্রোলিয়ামের দাম কম হবে এবং এর ফলে রাজনৈতিক পরিস্থিতি ও সাধারণ ভোক্তাদের উপকার হবে বলে মনে করেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য পেট্রাস আউস্ট্রেভিসিয়াস৷
পরমাণু কর্মসূচি সংক্রান্ত বোঝাপড়ার পর অন্যান্য ক্ষেত্রেও ইরানের প্রতি প্রত্যাশা বাড়ছে৷ ইসরায়েলের ‘জেরুসালেম পোস্ট' পত্রিকার সাংবাদিক বেনজামিন ভাইনটাল প্রশ্ন তুলেছেন, এবার কি ইউরোপীয় রাজনীতিকরা ইরানে বন্দি সাংবাদিক, খ্রিস্টান ও বাহাই সম্প্রদায়ের মানুষের মুক্তির দাবি তুলবেন বা সমকামীদের ফাঁসি বন্ধের দাবি জানাবেন?
সংকলন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: জাহিদুল হক