1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বিচার ব্যবস্থাএশিয়া

ইরানের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রীকে ফাঁসি

১৪ জানুয়ারি ২০২৩

ইরান তাদের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী আলিরেজা আকবরির মৃত্যুদণ্ড কার্যকর করেছে৷ ইরানের রাষ্ট্রায়াত্ত গণমাধ্যমে এই খবর বরা হয়৷

Iran Ex-Vize-Verteidigungsminister Alireza Akbari
ছবি: saednews

ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিক আকবরি যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন৷ সাবেক এ উপ-প্রতিরক্ষামন্ত্রী অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেননি৷

ইরানের সংবাদমাধ্যম মিজান আলিরেজা আকবরিকে ফাঁসিতে ঝোলানো হয়েছে বলে তাদের প্রতিবেদনে জানিয়েছে৷ তবে কখন এ দণ্ড কার্যকর হয়েছে, তা জানা যায়নি৷

ইরানের দাবি, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৬-এর জন্য কাজ করছিলেন আকবরি এবং কয়েক বছর ধরে এই গোয়েন্দা সংস্থাটির সাথে বিশ্বের বিভিন্ন দেশে গোপন বৈঠক করেছেন৷ তাছাড়া ২০২০ সালে ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহের হত্যাকণ্ডের সাথে আকবারি জড়িত বলে জানায় কর্তৃপক্ষ৷ 

এদিকে মৃত্যুদণ্ডের বিষয়টিকে ‘বর্বর' উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য৷ তাছাড়া আকবরিকে গুপ্তচর হিসেবে চিহ্নিত করার বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করে ব্রিটিশ সরকার৷

 প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, ‘‘একটি বর্বর সরকার নিজের জনগণের মানবাধিকারকে সম্মার করে না৷ তারা এই কাপুরুষোচিত কাণ্ড ঘটিয়েছে৷''        

তার আগে শুক্রবার ব্রিটিশ ফরেন সেক্রেটারি জেমস ক্লেভারলি ইরানকে ফাঁসির দণ্ড কার্যকর না করার আহ্বান জানিয়েছেলেন৷ একই আহ্বান জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রও৷     

উল্লেখ্য ইরান সাম্প্রতিক মাসগুলোতে গুপ্তচরবৃত্তি ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অভিযোগে দ্বৈত নাগরিক ও বিদেশে পাকাপাকিভাবে বসবাস করা কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷

গত বছর যুক্তরাজ্য ইরানের কাছে থাকা ঋণ পরিশোধের ব্যাপারে সমঝোতায় পৌঁছানোর পর তেহরান ব্রিটিশ-ইরানি নাগরিক নাজনিন জাঘারি-র‌্যাটক্লিফ ও আনুশেহ আশুরিকে মুক্তি দিয়ে ইরান ত্যাগের অনুমতি দেয়৷

তবে এখনো দেশটিতে আটক আছেন বেশ কয়েকজন ব্রিটিশ ও মার্কিন নাগরিক৷

১৯৭০ সাল থেকে যুদ্ধাস্ত্র ক্রয়-বিক্রয় সংক্রান্ত একটি অথনৈতিক চুক্তির বিষয়ে ইরান ও যুক্তরাজ্যের মধ্যে টানাপোড়েন চলছে৷     

আরআর/এডিকে (রয়টার্স, এপি এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ