1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের 'স্বৈরতন্ত্রী' শাসকদের নিন্দায় শান্তিতে নোবেলজয়ী

১১ ডিসেম্বর ২০২৩

ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদীর হয়ে শান্তিতে নোবেল পুরস্কার নিলেন তার যমজ সন্তান। নার্গিসের বার্তা পড়ে শোনান তারা।

নার্গিসের মেয়ে কিয়ানা ও ছেলে আলি। ইনসেটে নার্গিস।
নার্গিস মোহাম্মদীর যমজ সন্তান তার হয়ে নোবেল পুরস্কার গ্রহণ করেন। ছবি: Javad Parsa/NTB/picture alliance

নার্গিস এখন তেহরানের জেলে বন্দি। তবে জেল থেকেই লুকিয়ে তিনি একটি বার্তা পৌঁছে দিতে পেরেছেন তার সন্তানদের কাছে।  সেই বার্তায় শান্তিতে এবারের নোবেল পুরস্কারজয়ী বলেছেন, ‘‘ইরানে স্বৈরতান্ত্রিক শাসন চলছে।’’

নার্গিস বাধ্যতামূলকভাবে হিজাব পরা এবং মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছিলেন। তার জেরে তাকে ২০২১ সাল থেকে জেলে বন্দি রাখা হয়েছে। তাই তিনি নিজে পুরস্কার নিতে যেতে পারেননি। গিয়েছিলেন তার ফ্রান্স প্রবাসী তার দুই যমজ সন্তান। গত নয় বছর ধরে তারা তাদের মাকে দেখতে পায়নি।

জেল থেকে বার্তা পাঠানো

মায়ের পক্ষে নোবেল পুরস্কার গ্রহণ করে তার বার্তা পড়ে শোনান দুই যমজ সন্তান। জেল থেকে এই বার্তা গোপনে সন্তানদের কাছে পাঠিয়েছেন তিনি।

নার্গিস বলেছেন, ‘‘আমি মধ্যপ্রাচ্য়ের এক নারী। আমি এমন একটা জায়গা থেকে এসেছি, যেখানে একসময় উন্নত সভ্যতা ছিল, কিন্তু এখন তা যুদ্ধ, সন্ত্রাসবাদ ও চরমপন্থার ফাঁদে পড়ে গেছে।’’

তিনি বলেছেন, ‘‘ইরানের মানুষ এই বাধা সরাতে সক্ষম হবে। এই বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই।’’

পুরস্কার গ্রহণের আয়োজনে তার মেয়ে কিয়ানা বলেছেন, তিনি খুব একটা আশার আলো দেখছেন না। কিন্তু তার ভাই আলি খুবই আশাবাদী।

জিএইচ/এসজি(ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ