চার নারী-সহ পাঁচজন ইরানের হয়ে চরবৃত্তি করছিল বলে অভিযোগ ইসরায়েলের। তারা সকলেই ইরান থেকে আসা ইহুদি।
বিজ্ঞাপন
ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা শাখা শিন বেট এই পাঁচজনের বিরুদ্ধে আদালতে গুরুতর অপরাধের অভিযোগ এনেছে। ইসরায়েলের মিডিয়া জানিয়েছে, পাঁচজনই ইরান থেকে আসা ইহুদি।
পাঁচজনকেই সামাজিক মাধ্যম থেকে বেছে নিয়েছিল ইরানের অপারেটর। সে নিজেকে ইরানের ইহুদি বলে পরিচয় দিয়ে ফেসবুকে চার নারী ও এক পুরুষের সঙ্গে যোগাযোগ করে। তারপর তাদের সঙ্গে সে কয়েক বছর ধরে হোয়াটস অ্যাপ চ্যাটও করেছে। তাদের দায়িত্ব ছিল মার্কিন দূতাবাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার ছবি তুলে পাঠানো।
কয়েকজন নারীর সন্দেহ ছিল অন্য পুরুষটিই আসলে ইরানের হয়ে কাজ করছে। তবে তারা কাজের বিনিময়ে অর্থ নিয়েছে বলে শিন বেট জানিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গোয়েন্দা সংস্থাকে ধন্যবাদ দিয়ে জানিয়েছেন, তারা একটা সন্ত্রাসী চক্রান্ত ধরে ফেলেছে। তিনি ইসরায়েলের মানুষকে সাবধান করে দিয়ে বলেছেন, সামাজিক মাধ্যমে কোনো সন্দেহজনক পোস্ট দেখলেই তারা যেন কর্তৃপক্ষকে জানান। কারণ, সামাজিক মাধ্যমে ওই পোস্টের পিছনে তেহরান থাকতে পারে বলে তিনি জানিয়েছেন।
ইসরায়েল: দেশটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
ফিলিস্তিনের সঙ্গে এবং সেই কারণে বলতে গেলে প্রায় গোটা মুসলিম বিশ্বের সঙ্গেই ইসরায়েল নামের রাষ্ট্রটির বৈরিতা৷ তবে ইহুদি অধ্যুষিত এ দেশ সম্পর্কে এই তথ্যগুলো কি জানেন? জানলে সত্যিই অবাক হবেন৷
রাষ্ট্র ভাষা কয়টি?
জানেন ইসরায়েলের রাষ্ট্রভাষা ক’টি? দু’টি৷ আধুনিক হিব্রু ভাষা এবং আরবি৷ হিব্রু ভাষার কথা তো সবাই শুনেছেন, কিন্তু ‘আধুনিক হিব্রু’ বলতে ঠিক কী বোঝানো হচ্ছে তা হয়ত অনেকেই বুঝতে পারবেন না৷ এই ভাষাটি গত ১৯ শতকের শেষভাগ পর্যন্তও বিকশিত হয়েছে৷ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আধুনিক হিব্রুর শেকড় প্রাচীন হিব্রু হলেও এখন এ ভাষায় ইংরেজি, স্লাভিচ, আরবি এবং জার্মানসহ অনেকগুলো বিদেশি ভাষার প্রভাব রয়েছে৷
ছবি: Fotolia/Ivan Montero
ইসরায়েলের আয়তন কত?
ছোট্ট দেশ৷ কিন্তু কত ছোট? ইসরায়েলের আয়তনই বা কত? কাজির গরু নাকি গোয়ালে থাকে না, গাছে থাকে৷ ইসরায়েলের ক্ষেত্রে কথাটা একটু অন্যভাবে বলা যায়৷ ইসরায়েলের ভূমি চুক্তিতে থাকে না, বাস্তবে থাকে৷ ১৯৪৯ সালে ইসরায়েল, লেবানন, জর্ডান ও সিরিয়ার মধ্যে যে চুক্তি হয়েছিল সেই চু্ক্তি অনুযায়ী দেশটির আয়তন হওয়ার কথা ২০ হাজার ৭৭০ বর্গ কিলোমিটার৷ কিন্তু ইসরায়েলের আয়তন এখন ২৭ হাজার ৭৯৯ বর্গ কিলোমিটার৷
ইসরায়েলের ‘সবাই’ সেনাসদস্য
ইসরায়েল একমাত্র দেশ যেখানে প্রাপ্ত বয়স্ক সব নাগরিকের জন্যই সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক৷ সুতরাং দেশটিতে যতজন প্রাপ্তবয়স্ক নাগরিক সেনাসদস্যও এক অর্থে ততজন৷ সেনাপ্রশিক্ষণও স্বল্পমেয়াদি হয় না৷ সব প্রাপ্ত বয়স্ক ছেলেকে ৩ বছরের এবং মেয়েকে অন্তত ২ বছরের প্রশিক্ষণ নিতে হয়৷
ছবি: dapd
ইসরায়েলিও ফিলিস্তিনের সমর্থক?
ইহুদিদের একটি ধর্মীয় সংগঠন জিওনিজম মতবাদ এবং ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার বিরুদ্ধে৷ সংগঠনটির নাম, ‘নেতুরেই কার্টা’ বা ‘নগর রক্ষক’৷ ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনটি ‘ফিলিস্তিনের সমর্থক’ হিসেবে পরিচিত৷
ছবি: picture-alliance/dpa
আইনস্টাইন প্রেসিডেন্ট হননি
নোবেল বিজয়ী জার্মান পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিনিধন বন্ধ করার আপ্রাণ চেষ্টা করেছেন৷ ইসরায়েল তাঁর কথা শুধু কৃতজ্ঞচিত্তে মনেই রাখেনি, তাঁকে সম্মানও জানাতে চেয়েছিল প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দিয়ে৷ ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আইনস্টাইন৷
ছবি: Imago/United Archives International
ঈশ্বরের কাছে চিঠি
ইসরায়েলের মানুষ সত্যি সত্যিই ঈশ্বরের উদ্দেশ্যে প্রচুর চিঠি লিখে৷ প্রতি বছর জেরুসালেমের ডাক বিভাগ এমন অন্তত হাজার খানেক চিঠি পায় যেখানে প্রাপকের জায়গায় লেখা থাকে ‘ঈশ্বর’!
ছবি: Fotolia/V. Kudryashov
জেরুসালেম যা যা সয়েছে
ইতিহাস বলছে, প্যালেস্টাইনের রাজধানী জেরুসালেমে এ পর্যন্ত ২৩ বার ভয়াবহ আগুন লেগেছে আর বহিঃশক্তির আক্রমণের শিকার হয়েছে ৫২ বার৷ জেরুসলেম দখল এবং পুনরুদ্ধারের ঘটনা ঘটেছে ৪৪ বার৷
ছবি: DW/S. Legesse
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিশেষ নোট
ইসরায়েলে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ মুদ্রা৷ ‘ব্রেইল’-এর মতো বর্ণের সহায়তায় কাগুজে নোটগুলোতে লেখা থাকে বলে দৃষ্টিপ্রতিবন্ধীদের কেনাকাটা বা মুদ্রা বিনিময়ে কোনো অসুবিধা হয় না৷ সারা বিশ্বে ইসরায়েল ছাড়া ক্যানাডা, মেক্সিকো, ভারত আর রাশিয়াতেও দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এই বিষেষ ব্যবস্থা রয়েছে৷
ছবি: picture alliance/landov
8 ছবি1 | 8
নারীদের কী করতে বলা হয়েছিল
একজন অভিযুক্ত নারী তার স্বামীর সঙ্গে গিয়ে তেল আভিভে মার্কিন দূতাবাসের ছবি তুলেছিল। একই নারী স্থানীয় একটি শপিং সেন্টারের বিস্তারিত তথ্য ও সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন, তা জানিয়েছিল।
ওই নারী তার ছেলেকে গোয়েন্দা বিভাগে সামরিক সার্ভিসে যাওয়ার জন্য উৎসাহিত করেছিল। তার ছেলের ফারসি ভাষার উপর দখল কতটা সেটাও ইরানের অপারেটর ফোনে যাচাই করে দেখেছিল বলে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা জানিয়েছে।
৫৭ বছর বয়সি আরেক নারী বিভিন্ন কাজ করে পঁচ হাজার ডলার পেয়েছিল। ওই নারীও তার ছেলেকে সিক্রেট সার্ভিস ইউনিটে যোগ দিয়ে তার মিলিটারি আইডি-র ছবি ইরানের এজেন্টের কাছে পাঠাতে বলেছিল।
শিল্পীর হাত ধরে ইরান-ইসরায়েল গোপন ‘বন্ধুত্ব’
প্রায় অসম্ভবকে সম্ভব করেছেন লিরাজ চারি৷ এতদিন দূর থেকে তার হিব্রু ভাষার গান শুনে নাচতেন ইরানের সংগীতপ্রেমিরা৷ এবার ফার্সি গানের সুরে তেহরানে গিয়েই মাতিয়ে এলেন ভক্তদের৷ বিস্তারিত ছবিঘরে...
ছবি: Shai Franco
প্রাণে ইরান
সংগীতশিল্পী, অভিনেত্রী লিরাজ চারির বাবা-মায়ের জন্ম ইরানে৷সেফার্ডিক ইহুদি এই দম্পতি খুব কম বয়সে ইরান ছেড়ে ইসরায়েলে পাড়ি জমান৷তবে জন্মভূমির প্রতি ভালোবাসা অটুট আছে তাদের মনে৷মেয়ে লিরাজের মনেও সেই ভালোবাসার বীজ বুনেছেন তারা৷
ছবি: Alberto E. Rodriguez/Getty Images
ইরানে ইসরায়েলি-প্রেম
ইরানে নিজের জনপ্রিয়তা দেখে লিরাজ চারি অনেক আগে থেকেই অভিভূত৷ তার অনেক গানই সেখানে সাড়া ফেলেছে৷ বহুবার ইউটিউবে গান আপলোড করার কয়েকদিনের মধ্যেই ইরানি তরুণ-তরুণীদের সেই গানের সঙ্গে নাচার ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন৷ইরানের শ্রোতাদের জন্য বিশেষ কিছু করাটা খুব জরুরি মনে হচ্ছিল ৪২ বছর বয়সি শিল্পীর কাছে৷
ছবি: Shai Franco
শঙ্কা ছিল অনেক
মাঝে কিছুদিন যুক্তরাষ্ট্রে ছিলেন লিরাজ৷ সেখান থেকে ফেরার সময় সুটকেস ভরে ফার্সি গানের সিডি নিয়ে এসেছিলেন ইরানি ভক্তদের কথা মাথায় রেখে৷ কিন্তু দু দেশের সম্পর্ক এমন যে লিরাজ জানতেন চাইলেই ইরানে গিয়ে কিছু করা খুব কঠিন৷ ডয়চে ভেলেকে খুব দুঃখ করেই বলছিলেন, ‘‘আমরা (ইরান আর ইসরায়েলের মানুষ) মুক্তভাবে কথা বলতে পারি না, একটা অ্যালবাম প্রকাশ করতে পারি না- এটা মেনে নেয়া খুব কষ্টের৷’’
ছবি: David Gadd/Mary Evans/imago images
ভক্তদের জন্য ভালোবাসা
তবু ভাবছিলেন ইরানে গিয়েই কিছু করবেন৷ বড় ভয় ছিল সেদেশের ভক্তদের নিয়ে৷ ইরানে গিয়ে ভিডিও ধারণ করলে স্থানীয় শিল্পীদেরও সঙ্গে রাখতে হবে৷ ধরা পড়লে যে কত বড় বিপদ তা খুব ভালো করেই জানতেন লিরাজ চারি৷
ছবি: Glitterbeat Records
তেহরানে ‘ইসরায়েলি গোয়েন্দা’
প্রকাশ্যে ইরানে যাওয়া সম্ভব ছিল না৷ তাই গোপনেই গিয়েছিলেন তেহরানে৷ সম্প্রতি ইসরায়েলের এক গোয়েন্দা ধারাবাহিকে মোসাদের এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন লিরাজ৷ সেরকম গোয়েন্দার মতোই ইরানের রাজধানীতে গিয়ে ভক্তদের উপস্থিতিতে স্থানীয় শিল্পীদের সঙ্গে নিয়ে নিজের দ্বিতীয় ফার্সি অ্যালবামের কাজও সেরে আসতে পেরে লিরাজ চারি এখন আনন্দে ভাসছেন৷
ছবি: Francois Durand/Getty Images
5 ছবি1 | 5
ওই নারীও ট্রাম্প জামানায় জেরুসালেমে মার্কিন দূতাবাসের ছবি তুলে পাঠিয়েছিল।
গোয়েন্দা সংস্থা কী বলছে
ইসরায়েলের গোয়েন্দা সংস্থার মতে, এই চরবৃত্তির চেষ্টা রীতিমতো গুরুতর অপরাধ। তবে তারা মনে করছে, চরবৃত্তির কাজে খুব একটা সাফল্য পায়নি পাঁচ অভিযুক্ত। তবে অভিযুক্তদের নামপ্রকাশ করার ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা আছে।
গোয়েন্দা সংস্থার বক্তব্য, ইরান দীর্ঘদিন ধরেই নেটমাধ্যমে রীতিমতো সক্রিয় এবং এটাকে তারা চরবৃত্তির হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। সম্প্রতি তাদের তৎপরতা আরো অনেকটাই বেড়েছে।