1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানে তিনটি পরমাণু কেন্দ্র আক্রমণের কথা জানালেন ট্রাম্প

২২ জুন ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ''আমরা ফোরদো, নাতানজ, ইসফাহানে তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা করেছি।''

ইরানের ফোরদো পারমাণবিক কেন্দ্র
উপগ্রহ চিত্রে ফোরদো পারমণবিক কেন্দ্রছবি: Satellite image Maxar Technologies/AFP

ট্রাম্প ঘোষণা করেছেন, ''ফোরদোতে মাটির তলায় পরমাণু কেন্দ্র ধ্বংস হয়ে গেছে।'' এর আগে ইসরায়েল ইরানের অন্য পারমাণবিক কেন্দ্রে আক্রমণ করলেও ফোরদো আক্রমণ করেনি। যুক্তরাষ্ট্র করলো। 

যুক্তরাষ্ট্রেরহাতে  বাংকার বাস্টার বোমা আছে, যা মাটির তলার কাঠামো ধ্বংস করতে পারে। 

ইসরায়েল-ইরান সংঘাতে রাশিয়ার অবস্থান কী?

02:35

This browser does not support the video element.

ট্রাম্প দাবি করেছেন, ‘অভিযান’ চালানোর পর সব মার্কিন যুদ্ধবিমান ইরানের আকাশসীমার বাইরে চলে এসেছে।  নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ-’-এ ট্রাম্প বলেছেন,  ''ফোরদোতে বোমা ফেলার পর মার্কিন বিমানগুলি নিরাপদে দেশে ফিরেছে।'' তিনি নিজের দেশের সেনাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ''অন্য কোনও দেশের সেনাবাহিনী এখনও পর্যন্ত এই ধরনের অভিযান চালাতে পারেনি।'' এরপর ট্রাম্প বলেছেন, ''এখন শান্তির সময়।''

ইসরায়েল জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে চলছে।

নাম প্রকাশ করা যাবে না এই শর্তে অ্যামেরিকার সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে ইরানের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ফোরদো আক্রান্ত হয়েছে। 

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ