1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানে নারী শিক্ষা

৯ সেপ্টেম্বর ২০১২

নারীরা শিক্ষাদীক্ষায় এগিয়ে যাচ্ছে, তাই তাদের আটকাও৷ অনেকটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে ইরানে৷ সেখানকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগে আর ছাত্রীরা ভর্তি হতে পারবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

Aufnahmeprüfung an der Uni. Thema: Impressionen von dem Leben der iranischen Frauen. Zugeliefert am 6.3. 2011 durch Elahe Helbig. Copyright: Mehr
ছবি: Mehr

ফলে ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ৭৫টি কোর্সে নারী শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে না৷ এই কোর্সগুলোর মধ্যে রয়েছে হিসাববিদ্যা, প্রকৌশল ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়৷

এমন সিদ্ধান্তের কারণ - বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রীর সংখ্যা বেড়ে যাচ্ছে৷ বর্তমানে মোট শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই ছাত্রী বলে জানা গেছে৷

এই ধরণের সিদ্ধান্ত কে নিলো সেটা অবশ্য পরিষ্কার নয়৷ কেননা গত বছর যখন বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলে ও মেয়েদের জন্য আলাদা শ্রেণিকক্ষের ব্যবস্থা নিয়ে বিতর্ক চলছিল তখন প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ এর বিরোধিতা করেছিলেন৷ তিনি এই পদক্ষেপকে ‘অবৈজ্ঞানিক' বলে মন্তব্য করেছিলেন৷

ইরানের সংসদও নারী শিক্ষার্থীর সংখ্যা কমানোর সিদ্ধান্ত দেয়নি৷ কেননা তারা কদিন আগেই উপ-বিজ্ঞানমন্ত্রীর কাছে এই সিদ্ধান্তের ব্যাখ্যা জানতে চেয়েছিল৷

তাহলে এমন অদ্ভুত সিদ্ধান্ত কে নিলো? শিক্ষা মন্ত্রণালয় বলছে, এটা ঐ প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সিদ্ধান্ত৷

২২ বছরের ছাত্রী তারানা বলছে, তার কয়েক সহপাঠিনী এবার কিছু কিছু বিভাগে ভর্তি পরীক্ষা দিতে পারেনি৷

এদিক, ইরানের নারীরা এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন৷ তবে বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক নাম না প্রকাশ করার শর্তে বলেছেন, তাঁরা মেয়েদের সমালোচনার বিষয়টি বুঝতে পারেন৷ তবে তাঁরা দুজনই এই সিদ্ধান্তের পক্ষে তাঁদের বক্তব্য রেখেছেন৷

যেমন একজন অধ্যাপক বলছেন, ছাত্রীরা ছাত্রদের চেয়ে ভর্তি পরীক্ষায় ভাল করে৷ তবে সমস্যা হয় তখন, যখন একজন ছাত্রী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেয়ার পর বিয়ে হয়ে যাওয়ার কারণে কর্মক্ষেত্রে প্রবেশ করে না৷ কেননা এ কারণে ঐ ছাত্রীর শিক্ষার পেছনে সরকার যে টাকাটা খরচ করে সেটা অপচয় হয়৷

আরেক অধ্যাপক বলছেন, ইরানের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে এমন কিছু বিষয় থাকে যেগুলো উন্নত দেশের হিসেবে বিচার করা যায় না৷ কেননা এমন অনেক চাকরি আছে যেগুলো ইরানের অনেক মেয়েই করতে চাইবে না৷ ফলে এসব বাস্তব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেয়াটা খুব একটা ভুল নয়৷

জেডএইচ / এসি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ