1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানে প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষা ‘নিষিদ্ধ'

৮ জানুয়ারি ২০১৮

এক সপ্তাহের বিক্ষোভের ঘটনার পরপরই এই নিষিদ্ধের ঘোষণাটি এলো, যে বিক্ষোভের জন্য ‘পশ্চিমা ইন্ধনকেই' দুষছে ইরান৷ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইংরেজি শিক্ষাকে পশ্চিমা বিশ্বের ‘সাংস্কৃতিক আগ্রাসন' বলে উল্লেখ করেছেন৷

Iran Schule
ছবি: hormoz

রোববার দেশটির শিক্ষা বিষয়ক একজন উর্ধ্বতন কর্মকর্তা সাক্ষাৎকারে ইংরেজি শিক্ষা নিষিদ্ধের বিষয়টি জানান৷

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-কে দেয়া সাক্ষাৎকারে হাই এডুকেশন কাউন্সিলের কর্মকর্তা মেহদি নাভিদ-আদহাম বলেন, ইংরেজি শিক্ষা সাংস্কৃতিক আগ্রাসন ছাড়া আর কিছু নয়৷

‘‘এর কারণ, ইংরেজি থাকলেপ্রাথমিক শিক্ষায় ইরানের সংস্কৃতি চাপা পড়ে যায়৷ তাই সরকারি ও বেসরকারি স্কুল দু'টোর জন্যই প্রাথমিক পর্যায়ে ইংরেজি নিষিদ্ধ,'' রয়টার্সকে বলছিলেন মেহদি৷

ইরানের জন্য এই নিষেধাজ্ঞা নতুন নয়৷ তাদের সরকারিভাবে তৈরি করা পাঠ্যসূচিতে সপ্তম গ্রেড পর্যন্ত ইংরেজি শিক্ষা নেই৷

কিন্তু বেসরকারিভাবে কোনো কোনো স্কুল বা ডে কেয়ার সেন্টার বাচ্চাদের ইংরেজি শেখাতো৷ ২০১৬ সালে বিষয়টি জানাজানি হবার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অসন্তোষ প্রকাশ করেছিলেন৷

মেহদির মতো তিনিও বলেছিলেন যে, এটি ‘পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসন'৷

নতুন ঘোষণাটি আসার পর তা বেসরকারি স্কুলগুলোকেও মানতে হবে৷

গেল সপ্তাহজুড়ে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ হয়৷ সেই বিক্ষোভের জন্য পশ্চিমা বিশ্বকে, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে ইন্ধন যোগানোর জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছে ইরান৷

সরকারির পাশাপাশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি নিষিদ্ধের বিষয়টি সেই ঘটনার জেরেই একটি ‘পাল্টা জবাব' কিনা তা অনেকেরই প্রশ্ন৷

এলিজাবেথ শুমাখার/জেডএ

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ