দুই বছর পরে ইরানের জেল থেকে ছাড়া পেলেন শিক্ষাবিদ কাইলি মুর গিলবার্ট। তাঁর মুক্তির জন্য অস্ট্রেলিয়া তিন ইরানি কয়েদিকে ছেড়েছে।
বিজ্ঞাপন
চরবৃত্তির অভিযোগে তাঁকে ধরেছিল ইরান। তাঁর দশ বছরের জেল হয়েছিল। দুই বছর পর তিনি ছাড়া পেলেন। সেটাও ইরানের তিন বন্দিকে অস্ট্রেলিয়া মুক্তি দেয়ার পর। গিলবার্ট বলেছেন, তাঁর কারাবাসের অভিজ্ঞতা দীর্ঘ ও ভয়ঙ্কর।
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের লেকচারার গিলবার্ট ২০১৮ সালে অস্ট্রেলিয়ার পাসপোর্ট নিয়ে ইরান যান একটি কনফারেন্সে যোগ দিতে। তিনি যখন ইরান ছাড়তে যান, তখন তাঁকে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়। মরুভূমির মধ্যে একটি কুখ্যাত কারাগারে তাঁকে রাখা হয়। তাঁর সুরক্ষার জন্য বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ে।
মুক্ত গিলবার্ট জানিয়েছেন, তিনি বন্দি হওয়ার পর অস্ট্রেলিয়ার কর্মকর্তারা সমানে তাঁকে মুক্ত করার চেষ্টা চালিয়ে গেছেন। মুক্তির পর তিনি জানিয়েছেন, ''ইরানের মানুষ সাহসী, দয়ালু ও ভালোবাসতে জানেন। তাঁদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা আছে। কিন্তু আমাকে এখানে অন্যায় সহ্য করতে হয়েছে। তা সত্ত্বেও ইরানের মানুষের প্রতি ভালোবাসা কমেনি।''
তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত দুই বছর তাঁকে অসহ্য কষ্ট সহ্য করতে হয়েছে। কিন্তু সে সব এখন অতীত। তাঁর মুক্তিতে পরিবার আনন্দে ভাসছে। তাঁর মুক্তি নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, গিলবার্ট ধূসর রঙের হিজাব পরে আছেন।
হিজাব ছাড়া হাঁটলেই ‘বিপ্লব’!
নারীর মাথায় নেই হিজাব৷ এমন দিন যে আসবে ইরানে, তা এতদিন ছিল কল্পনাতীত৷ বদলালো কি রাস্তাঘাটের চিত্র, দেখুন ছবিঘরে...
ছবি: picture-alliance/Ap Photo/E. Noroozi
নীতিপুলিশি চলবে...
ইরানের রাজধানী তেহরানের রাস্তায় বহাল আছে নীতিপুলিশ, যাদের কাজই হিজাবহীন নারীদের গ্রেপ্তার করা৷ ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর আইন প্রণয়ন করে ঠিক করা হয় নারীদের পোশাকনীতি৷ সেই নীতির খেলাপ হলেই গ্রেপ্তার করা হবে হিজাব না-পরা নারীদের৷
ছবি: picture-alliance/dpa/A. Taherkenareh
পরিবর্তন আসবেই?
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী দমকলকর্মী সংবাদসংস্থা এপিকে জানান, ‘‘আমি বলতে বাধ্য হচ্ছি যে এই আইনের কারণে আমি ভীত৷ পুলিশ আমাদের পেছনে লেগে থাকলেও আমাদের থামাতে পারবে না৷ কারণ পরিবর্তন আসবেই৷’’
ছবি: picture-alliance/Ap Photo/E. Noroozi
মধ্যপন্থার হিজাব
আইন বনাম স্বাধীনতা- এই দোটানায় সরকারের মতোই বাঁধা পড়েছেন ইরানের নারীরাও৷ বের করেছেন অভিনব উপায়৷ গোটা মাথা ঢাকা হিজাবের বদলে ‘ক্যাসুয়াল হিজাব’ বেছে নেন৷ এই হিজাবের বৈশিষ্ট্য এই যে সেটা পড়লে চুলের অল্প অংশই ঢাকা থাকে৷
ছবি: picture-alliance/Ap Photo/E. Noroozi
বাজারের হিজাব
তেহরানের বৃহত্তম বাজার ‘গ্র্যান্ড বাজার’-এও আজকাল বেশি বেক্রি হচ্ছে এই ‘ক্যাসুয়াল হিজাব’, জানাচ্ছে এপি৷ নানারঙের এই আপোষের হিজাব পাওয়া যাচ্ছে তেহরানসহ অন্যান্য শহরেও৷ এপি তার প্রতিবেদনে এটাও জানিয়েছে যে বাজারের বেশিরভাগ ক্রেতা নারীই পরেছিলেন ক্যাসুয়াল হিজাব৷ খুব কম নারীদের গায়ে ছিল নিকাব বা চাদর৷
ছবি: picture-alliance/Ap Photo/E. Noroozi
হিজাব ছাড়া কতজন?
এপির প্রতিবেদন অনুযায়ী, নয় দিনে আনুমানিক প্রায় ২৪জন নারীকে রাস্তায় দেখা গেছে কোনো রকমের হিজাব ছাড়াই৷ ২০১৮ সালের একটি গবেষণা জানাচ্ছে, ইরানের মোট ১৩ শতাংশ নারীই সম্পূর্ণ হিজাব পরেন৷
ছবি: picture-alliance/AP Photo/V. Salemi
ভবিষ্যতে বদলাবে কি এই আইন?
কট্টরপন্থিরা ইরানে শক্তিশালী হলেও সময়ের সাথে সাথে বাড়ছে নারীদের চয়নক্ষমতার পারদ৷ ১৯৮০ সালে প্রায় দুই-তৃতীয়াংশ নারী হিজাবের পক্ষে থাকলেও বর্তমানে সেই সংখ্যা এসে নেমেছে ৪৫ শতাংশে৷ ফলে ভবিষ্যতে যে একেবারেই বদলাবে না ইরানে নারীদের হিজাব-ব্যবস্থা, তা নিশ্চিতভাবে এখনই বলা যাচ্ছে না৷
ছবি: picture-alliance/Ap Photo/E. Noroozi
6 ছবি1 | 6
ইরানের সরকারি মিডিয়ার খবর, বিদেশে আটক এক ব্যবসায়ী ও দুই জনের মুক্তির বিনিময়ে ছাড়া হয়েছে গিলবার্টকে। তবে তাঁদের নাম জানানো হয়নি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অবশ্য বন্দি বিনিময় নিয়ে কোনো কথা বলেননি। তিনি শুধু বলেছেন, ''আমরা সবসময়ই মনে করেছি, গিলবার্টকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল।'' ইরানে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন, গিলবার্ট ভালো আছেন।