1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইরান

ইরানে বিক্ষোভ: যুক্তরাজ্য ও নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

২৬ সেপ্টেম্বর ২০২২

ইরানে ২২ বছর বয়সি কুর্দি তরুণী মাহসা আমিনি হত্যার প্রতিবাদে রোববার রাতে টানা দশম দিনের মতো বিক্ষোভ হয়েছে৷ এর আগে দিনের বেলায় যুক্তরাজ্য ও নরওয়ের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল৷

Proteste im Iran
ক্যানাডার টরন্টো শহরে মাহসা আমিনি হত্যার প্রতিবাদে বিক্ষোভছবি: Geoff Robins/AFP

যুক্তরাজ্যে পরিচালিত ফার্সি ভাষার গণমাধ্যমে ইরানের বিক্ষোভ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করা হয় বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে৷

আর নরওয়ের সংসদের প্রেসিডেন্ট মাসুদ ঘরাহখানির মন্তব্যের জন্য সে দেশের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল৷ তেহরানে জন্মগ্রহণ করা ঘরাহখানি রোববার টুইটারে লিখেছিলেন, ‘‘আমার মা-বাবা যদি ১৯৮৭ সালে পালানোর সিদ্ধান্ত না নিত তাহলে আমিও তাদের একজন হতাম যারা রাস্তায় জীবন বাজি রেখে লড়ছে৷''

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বরেল ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযানকে ‘অগ্রহণযোগ্য' ও ‘অযৌক্তিক' বলে আখ্যায়িত করেছেন৷

ঠিকমতো মাথা ঢাকা হিজাব না পরায় মাহসা আমিনিকে ধরে নিয়ে গিয়েছিল ইরানের নীতি পুলিশ৷ এর তিনদিন পর ১৬ সেপ্টেম্বর তার মৃত্যুর খবর জানানো হয়৷ এরপর থেকে ইরানের বিভিন্ন এলাকায় নারীরা বিক্ষোভ করছেন৷ প্রকাশ্যে তারা হেডস্কার্ফ খুলে ফেলছেন৷ হিউম্যান রাইটস ওয়াচের গবেষক তারা সেপেহরি ফার ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাধ্যতামূলক হিজাবের বিরুদ্ধে ইরানি সমাজের ভেতর এবং দেশের ভেতর এমন সমালোচনা আমি আগে দেখিনি৷''

পুরুষরাও বিক্ষোভে অংশ নিচ্ছেন৷ বিক্ষোভ দমাতে নিরাপত্তা বাহিনী কখনও আকাশ লক্ষ্য করে, কখনওবা বিক্ষোভকারীদের দিকে গুলি ছুড়ছে৷ এর জবাবে বিক্ষোভকারীরা পুলিশের দিকে লক্ষ্য করে পাথর ছুড়ছেন, পুলিশের গাড়ি ও সরকারি ভবনে আগুনও ধরিয়ে দিচ্ছেন৷

বিক্ষোভে অন্তত ৪১ জন প্রাণ হারিয়েছেন বলে রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে৷ এদের বেশিরভাগই বিক্ষোভকারী৷ কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন৷ তবে অসলোভিত্তিক ‘ইরান হিউম্যান রাইটস' মৃত্যুর সংখ্যা অন্তত ৫৭ বলে দাবি করছে৷ তবে বিক্ষোভের প্রসার দমাতে ইন্টারনেট বন্ধ করে দেয়ায় তথ্য পাওয়া কঠিনতর হয়ে উঠেছে বলে সংস্থাটি জানিয়েছে৷

এখন পর্যন্ত সংস্কারপন্থি অ্যাক্টিভিস্ট, মানবাধিকার কর্মী ও সাংবাদিকসহ কয়েকশ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে৷

ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি শনিবার বিক্ষোভ দমাতে ‘নিষ্পত্তিকারক' পদক্ষেপ নেয়ার কথা জানান৷

জেডএইচ/কেএম (এএফপি, এপি, ডিপিএ, ইএফই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ