1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানে মার্কিন ড্রোন ভূপাতিত

২০ জুন ২০১৯

ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আইআরএনএ জানিয়েছে যে বৃহস্পতিবার একটি মার্কিন ড্রোন ইরানের আকাশে ঢুকে পড়লে তাকে ভূপাতিত করা হয়৷

USA Drohne der US-Luftwaffe Global Hawk
ছবি: picture-alliance/dpa

বৃহস্পতিবার  ইরানের দক্ষিণাঞ্চলের হোরমোজগান এলাকায় এই মার্কিন ড্রোনটিকে ইরানের রেভোলিউশানারি গার্ড বাহিনী ভূপতিত করেছে বলে জানিয়েছে আইআরএনএ৷

ভূপতিত ড্রোনটি ‘আরকিউ-৪ গ্লোবাল হক' সিরিজের বলে জানিয়েছে রেভোলিউশানারি গার্ডের সংবাদমাধ্যম ‘সেপা নিউজ‘৷ পরে, এই তথ্য ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আইআরএনএ-ও ‘সেপা নিউজ‘-এর বরাত দিয়ে প্রকাশ করে৷

ইরানের পক্ষে এই দাবি ওঠার কিছুক্ষণের মধ্যেই মার্কিন নৌসেনার ক্যাপ্টেন বিল আরবান জানান যে সেদিন কোনো মার্কিন ড্রোন বা বিমান ইরানের আকাশে প্রবেশ করেনি৷

কিন্তু এর আগে, গত সপ্তাহে এমনই আরেকটি মার্কিন ড্রোন ইরানে ভূপতিত করার ঘটনাকে মার্কিন কর্তৃপক্ষ স্বীকার করে৷

চাপান-উতোরে মার্কিন-ইরান সম্পর্ক

ওয়াশিংটনের পক্ষে ইরান ও মধ্যপ্রাচ্যে বাড়ানো হয়েছে সামরিক উপস্থিতি৷ এর সাথে, মার্কিন-বন্ধু দেশগুলির প্রতি ইরানের বৈরি আচরণ ও অন্যান্য কারণের ফলে টালমাটাল ওয়াশিংটন-তেহরান সম্পর্ক৷ এর প্রভাব পড়ছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতেও৷

উল্লেখ্য, হরমুজ প্রণালীতে জাপানি ও নরওয়েজিয়ান ট্যাঙ্কার হামলার ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে আন্তর্জাতিক চাপে রয়েছে ইরান কর্তৃপক্ষ৷

মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের অন্যান্য মিত্র দেশগুলির মতো জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও এই ট্যাঙ্কার হামলার ঘটনায় দায়ী করেছেন ইরানকেই৷

বিশেষজ্ঞরা মনে করছেন, এই অবস্থার প্রভাব পড়তে পারে ইরান-মার্কিন পরমাণু চুক্তির ওপরেও৷

এসএস/কেএম (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ