1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানে সংবাদপত্রের বিরুদ্ধে মামলা

২৭ নভেম্বর ২০২৩

ইরানে মোরালিটি গার্ড বা নীতি প্রহরী নামে একটি স্বেচ্ছাসেবী দলের সাথে সরকারের সম্পৃক্ততা নিয়ে নথি প্রকাশ করে বিপদে পড়েছে দেশটির সংবাদপত্র ইতেমাদ৷

ইতেমাদ পত্রিকা পড়ছেন এক পাঠক
গোপনীয় নথি প্রকাশ করায় ইতেমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পাবলিক প্রসিকিউটর অফিসছবি: ATTA KENARE/AFP/Getty Images

নথি অনুযায়ী, নারীদেরকে হিজাব পরতে বাধ্য করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই স্বেচ্ছাসেবী দলটিকে নির্দেশনা দেয়া হয়েছিল৷

স্বেচ্ছাসেবী ‘নীতি প্রহরীদের' নিয়ে সরকারের অতি গোপনীয় নথি প্রকাশ করায় ইরানের স্বনামধন্য একটি সংবাদপত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দেশটির পাবলিক প্রসিকিউটর অফিস৷ বিচার বিভাগের সংবাদ পোর্টাল ‘মিজান' রোববার জানিয়েছে, ইতেমাদ যে নথি প্রকাশ করেছে তা ‘অতি গোপনীয়'৷

ইরানের মেয়েদের পাবলিক প্লেস বা গণপরিসরে মাথা ঢেকে রাখা পোশাক বা হেডস্কার্ফ পরা বাধ্যতামূলক৷ ইতেমাদের প্রকাশিত নথিটি এই আইন প্রয়োগে কয়েক হাজার স্বেচ্ছাসেবী নীতি প্রহরী নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা সংক্রান্ত৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে স্বেচ্ছাসেবী দলটির সাথে তাদের সরাসরি সম্পৃক্ততার বিষয়টিকে এড়িয়ে গিয়েছিল৷ গত সপ্তাহে মন্ত্রণালয় জানিয়েছিল স্বেচ্ছাসেবী এই দলের সদস্যরা মন্ত্রণালয় বা নীতি পুলিশের সদস্য নন৷ কিন্তু ইতেমাদের প্রকাশিত নথিতে দেখা যায় তাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পৃক্ততা রয়েছে৷

গত মাসেআরমিতা গেরাভান্ড নামে ১৬ বছরের এক মেয়ের মৃত্যুর পর সেচ্ছাসেবী দলটিকে নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে ইরানে৷ তেহরান মেট্রোতে হিজাব না পরার কারণে নীতি প্রহরীর সদস্যরা তাকে হেনস্তা করেন৷ এরপর তাকে গোপনীয়তা হাসপাতালে ভর্তি করা হয় এবং এক পর্যায়ে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যান৷ কয়েক সপ্তাহ পরে তার মৃত্যু হয়৷ এই ঘটনাকে এক বছর আগের মাহসা আমিনির মৃত্যুর সঙ্গে তুলনা করা হচ্ছে৷

এফএস/এসিবি (ডিপিএ, মিজান নিউজ পোর্টাল)

ইরানে আবার চালু নীতি পুলিশি

01:58

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ