1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানে সুইডিশ-ইরানিয়ান নাগরিকের ফাঁসি

৬ মে ২০২৩

বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্ব ও বোমা হামলার দায়ে হাবিব চাব নামে এক ব্যক্তির ফাঁসির ফাঁসি কার্যকর করেছে ইরান৷ তার সুইডেন ও ইরানের দ্বৈত নাগরিকত্ব রয়েছে৷ মৃত্যুদণ্ড কার্যকরকে ‘অমানবিক' অভিহিত করে নিন্দা জানিয়েছে সুইডেন৷

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাবে চীনের পরই ইরান বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ৷
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাবে চীনের পরই ইরান বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ৷ছবি: Allison Bailey/NurPhoto/picture alliance

শনিবার সুইডিশ-ইরানি নাগরিক হাবিব ফারাজুল্লাহ চাবের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান৷ ২০১৮ সালে খুজেস্তান প্রদেশে একটি সামরিক কুচকাওয়াজে হামলায় বহু মানুষের মৃত্যুর দায়ে তার প্রাণ কেড়ে নেয়ার শাস্তি দেয় আদালত৷ 

ইরানের বিচার বিভাগ বিষয়ক সংবাদ মাধ্যম মিজান অনলাইন লিখেছে, ‘‘শনিবার সকালে হরকাত আল-নিদাল সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান হাবিব চাব ওরফে হাবিব আসিউদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে৷''

২০২০ সালে সুইডেন থেকে তুরস্ক আসার সময়ে ইরানের বাহিনী তাকে আটক করে এবং তেহরানে নিয়ে আসে৷ তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তারা কখনও প্রকাশ করেনি৷

ইরানে আহভাজের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরব স্ট্রাগল মুভমেন্টের নেতৃত্ব দেয়ার অভিযোগে ২০২২ সালে তার বিচার শুরু হয়৷ একাধিক ‘বোমা হামলা ও সন্ত্রাসী অভিযানের' অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে৷ ইরানের আহভাজ অঞ্চলের মানুষ দীর্ঘকাল ধরে দেশটির সরকারের বঞ্চনার শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে৷ যে কারণে দক্ষিণ পশ্চিমের তেল সমৃদ্ধ খুজেস্তান প্রদেশকে নিয়ে আলাদা রাষ্ট্র গঠন করতে চায়  আরব স্ট্রাগল মুভমেন্ট৷

গত বছরের ডিসেম্বরে হবিব চাবকে ফাঁসির দণ্ড দেয়া হয়৷ তার মৃত্যুদণ্ড কার্যকরকে অমানবিক উল্লেখ করে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সুইডেন৷ দেশটির পররাষ্ট্রমন্ত্রী টবিয়াস বিলসট্রোম টুইটে লিখেছেন, ‘‘এই মৃত্যুদণ্ড একটি অমানবিক এবং অসংশোধনযোগ্য শাস্তি ৷ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যৌথভাবে সুইডেন যেকোন পরিস্থিতিতে এই (মৃত্যুদণ্ড) কার্যকরের নিন্দা জানায়৷''

ইরানের সঙ্গে গত কয়েক বছর ধরে সুইডেনের সম্পর্কের টানাপোড়েন চলছে৷ ১৯৮৮ সালের রাজনৈতিক বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের সঙ্গে যুক্ত থাকার দায়ে  ২০২২ সালে সুইডেন ইরানের সাবেক এক কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়৷

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাবে চীনের পরই ইরান বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ৷

এফএস/আরআর (রয়টার্স, এপি, এফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ