ইরানে বিতর্কিত হিজাব আইন সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির নীতি নির্ধারকরা।
বিজ্ঞাপন
বিতর্কিত হিজাব আইন অমান্যকারীনারীদের জন্য কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছিল। ইরানের সংস্কারপন্থি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই আইনের বিরোধিতা করেছেন।
ভাইস প্রেসিডেন্ট শাহরাম দাবিরি মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক ঘোষণায় জানান, "দেশের শীর্ষ নিরাপত্তা সংস্থা, রাজনৈতিক নেতৃত্ব এবং জাতীয় নিরাপত্তা পরিষদের মাধ্যমে আইনটি পুনরায় পর্যালোচনা করা হবে। এর আগে আলোচনা করে এই আইনটি আপাতত সংসদের মাধ্যমে সরকারের কাছে না পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল।"
শাহরাম দাবিরি আরো বলেন, "এ মুহূর্তে এই বিল বাস্তবায়ন করা সম্ভব নয়।"
ইরানে বিক্ষোভের সমর্থনে বিভিন্ন দেশে দেয়ালচিত্র, বিক্ষোভ
ইরানে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে চলমান বিক্ষোভের সমর্থনে বিশ্বের অনেক দেশের গ্রাফিতি আর্টিস্টরা গ্রাফিতি আঁকছেন৷
ছবি: Francois Mori/AP/picture alliance
মেক্সিকোর ইরান দূতাবাসে
মেক্সিকোর ইরান দূতাবাসের দেয়ালে এক নারী স্প্রে-পেইন্ট দিয়ে ইরানবিরোধী বার্তা লিখছেন৷ চুল হিজাবে ঠিকভাবে ঢাকা হয়নি বলে তুলে নেয়া হয়েছিল ২২ বছর বয়সি কুর্দি তরুণী মাহসা আমিনিকে৷ এর তিনদিন পর তার মৃত্যুর কথা জানানো হয়৷ এরপর থেকে ইরানে বিক্ষোভ চলছে৷ বিভিন্ন দেশের গ্রাফিতি আর্টিস্টরা এই বিক্ষোভের প্রতি সমর্থন জানাচ্ছেন৷
ছবি: Gerardo Vieyra/NurPhoto/picture alliance
ফ্রাঙ্কফুর্টে বিক্ষোভ
মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে চলমান বিক্ষোভ থেকে ইরানে ইসলামি শাসনের পতনের দাবি উঠছে৷ ইরানে অনেক নারী নীতি পুলিশের নিষ্ঠুরতার শিকার হয়েছেন৷ ছবিতে ইরানের বিক্ষোভের সমর্থনে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত এক বিক্ষোভ দেখা যাচ্ছে৷
ছবি: picture alliance/dpa
মিলানে সিম্পসনের সংহতি
ইরান ও অন্যান্য দেশের অনেক নারী চুলের বাঁধন কেটে প্রতিবাদ জানাচ্ছেন৷ ছবিতে অ্যানিমেটেড সিটকম ‘দ্য সিম্পসন্স’ এর এক চরিত্রকে ঠিক তাই করতে দেখা যাচ্ছে৷ ইটালির মিলানে যে দেয়ালে এই ছবিটি আঁকা হয়েছে সেটি ইরানি কনসুলেটের ঠিক বিপরীতে অবস্থিত৷
ছবি: Andrea Fasani/ANSA/EPA-EFE
প্যারিসের অনারারি নাগরিক হবেন মাহসা আমিনি
ছবিতে প্যারিসে মাহসা আমিনির ম্যুরাল দেখা যাচ্ছে৷ প্যারিস কর্তৃপক্ষ আমিনিকে অনারারি নাগরিক করারও পরিকল্পনা করছে৷ প্যারিসের একটি এলাকার নামও তার নামে করা হবে বলে জানিয়েছেন মেয়র৷
ছবি: Francois Mori/AP/picture alliance
‘নারী, জীবন, স্বাধীনতা’
জার্মানির ফ্রাঙ্কফুর্টের এই দেয়ালে আমিনির ছবির পাশে কুর্দি ভাষায় ‘জিন, জিয়ান, আজাদি’ লেখা হয়েছে৷ এর অর্থ হচ্ছে ‘নারী, জীবন, স্বাধীনতা’৷
ছবি: Boris Roessler/dpa/picture alliance
পোল্যান্ডে সংহতি মিছিল
পোল্যান্ডের ক্রাকোফে সংহতি মিছিল হয়েছে৷ ছবিটি সেখানকার৷
ছবি: Beata Zawrzel/NurPhoto/picture alliance
ডোমিনো ইফেক্ট
বিক্ষোভ এখন শুধু নারীদের জন্য কঠোর ড্রেস কোডের বিরুদ্ধে সীমাবদ্ধ নেই৷ ইরানে ইসলামি শাসনের বৈধতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন৷ ‘মোল্লাদের হটাও’, ‘একনায়কের মৃত্যু হোক’ এমন স্লোগানও দেয়া হচ্ছে৷ ছবিতে তেহরানের দেয়ালে আঁকা একটি ম্যুরাল দেখা যাচ্ছে৷ শেষ প্রান্তে দেশটির ধর্মীয় নেতা খামেনেইকে দেখা যাচ্ছে৷
ছবি: NNSRoj
7 ছবি1 | 7
ইরানের সংসদে কট্টরপন্থিরা বিতর্কিত আইন পাস করেছিল, যেখানে হিজাব আইন লঙ্ঘনকারী নারীদের জন্য কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছিল।
হিজাব ঠিকভাবে না পরার কারণে ১৬ সেপ্টেম্বর, ২০২২ দেশটির নৈতিক পুলিশ মাশাহ আমিনি (২২)-কে গ্রেপ্তার করেছিল। পুলিশি হেফাজতে মাহশা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনের পর থেকে প্রতিবাদ হিসেবে ইরানের অনেক নারী বাধ্যতামূলক হিজাব পরিধানের নিয়মগুলিকে এড়িয়ে চলছেন।