ইরান ও তালেবান সীমান্তরক্ষীদের গুলির লড়াইয়ে একজন আফগান অফিসারের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
রোববার দুই দেশের সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়। ইরান জানিয়েছে, আফগান সীমান্তরক্ষীরা প্রথম গুলি চালায়। তালেবানের অভিযোগ, প্রথমে গুলি চালিয়েছে ইরান। পূর্ব ইরানের হিরমন্দের গভর্নর মেইসাম বারাজানদেহ জানিয়েছেন, ছোট সংঘর্ষ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই গুলি চালানো বন্ধ হয়।
এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে
ইরানের সরকারি ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের এলাকায় হিরমন্দের সাঘালাকে এই সংঘর্ষ হয়। ইরানের সেনা যোগ্য প্রত্যুত্তর দিয়েছে। ইরানের তরফে কেউ হতাহত হয়নি।
ইরানের আরেকটি সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তালেবানরা দাস্ত মহম্মদ গ্রামের বাড়িতে গুলি চালাতে থাকে। তারপর বেশ কয়েক মিনিট ধরে দুই পক্ষের গুলিবিনিময় চলতে থাকে।
চলছে আফগানদের আফগানিস্তান ত্যাগ
প্রায় পুরো আফগানিস্তানই এখন তালেবানের দখলে৷ ফলে সারা দেশে আর যুদ্ধ পরিস্থিতি নেই৷ তারপরও প্রতিবেশী দেশে আশ্রয় নিতে সীমান্তের দিকে ছুটছে হাজার হাজার আফগান৷ দেখুন ছবিঘরে...
ছবি: Saeed Ali Achakzai/REUTERS
সপরিবারে ‘বন্ধুত্ব ফটকে’
তালেবান শাসন থেকে নিজেদের দূরে রাখতে তল্পিতল্পা নিয়ে পাকিস্তান সীমান্তের ‘ফ্রেন্ডশিপ গেটে’ চলে এসেছে একটি আফগান পরিবার৷ চমন শহর লাগোয়া এই গেট পার হলেই পাকিস্তানে প্রবেশ করবেন তারা৷
ছবি: Saeed Ali Achakzai/REUTERS
তালেবানের পাহারা
গত ২ সেপ্টেম্বর সংবাদ মাধ্যমকে পাকিস্তানের তোর্কহাম শহর সংলগ্ন সীমান্তে নিয়ে যায় তালেবান৷ সীমান্তে তখন এভাবেই অস্ত্র হাতে পাহারা দিচ্ছিলেন এক তালেবান যোদ্ধা৷
ছবি: Gibran Peshimam/REUTERS
দেশ ছাড়তে মরিয়া
যানবাহনের অভাবে অনেক মানুষ হেঁটেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে সীমান্তে পৌঁছাচ্ছেন৷ ছবির এই কয়েকজন সেই তুলনায় ভাগ্যবান৷ তাই একটা ভ্যানের ছাদে উঠে ঝুঁকিপূর্ণ যাত্রাতেও খুশি তারা৷
ছবি: Saeed Ali Achakzai/REUTERS
যাচাই-বাছাই
ফ্রেন্ডশিপ গেটের দৃশ্য৷ আফগানিস্তান থেকে আসা এক ব্যক্তির সব কাগজপত্র পরীক্ষা করছেন এক পাকিস্তানি সেনা৷
ছবি: Saeed Ali Achakzai/REUTERS
চিকিৎসার জন্য
আফগানদের পাকিস্তানে প্রবেশ অবশ্য নতুন কিছু নয়৷ অনেক আফগান চিকিৎসার জন্যও পাকিস্তানে যান৷ ছবির এই মেয়েটিও ফ্রেন্ডশিপ গেট দিয়ে পাকিস্তানে প্রবেশ করছে উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হবার আশায়৷
ছবি: Gibran Peshimam/REUTERS
ইরান সীমান্তে...
অনেক আফগান আবার প্রতিবেশী দেশ ইরানেও যাচ্ছেন৷ ছবির এই নারী ইরানের রাজাভি খোরাসান প্রদেশের কাছের সীমান্তে পৌঁছে ক্লান্ত হয়ে রাস্তার মাঝেই বসে পড়েছেন৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
তালেবান পাহারায় পাকিস্তানে প্রবেশ?
তোর্কহাম শহর সংলগ্ন সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশের অপেক্ষায় এক দল আফগান৷ সশস্ত্র এক তালেবান যোদ্ধাকেও দেখা যাচ্ছে ছবিতে৷
ছবি: Gibran Peshimam/REUTERS
শরণার্থীর জীবন শুরুর প্রস্তুতি
একটি পরিবার আফগানিস্তান থেকে পাকিস্তানের চমন শহরে এসে পৌঁছেছে৷ আপাতত নিশ্চিন্ত তারা৷ তাই চলছে তাঁবু বানিয়ে বসবাস শুরুর প্রস্তুতি৷
ছবি: Saeed Ali Achakzai/REUTERS
ইরান সীমান্তে পরিচয় পরীক্ষা
ইরানের রাজাভি খোরাসান প্রদেশের দোওকারুন শহর সংলগ্ন সীমান্তে আসা আফগানদের পাসপোর্ট পরীক্ষা করে দেখছেন এক ইরানি কর্মকর্তা৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
অস্থায়ী শরণার্থী শিবির
পাকিস্তানের চমন শহরের নানা জায়গায় গড়ে উঠছে আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের ছোট ছোট শিবির৷ ওপরের ছবিতে তারই একটি৷
ছবি: Saeed Ali Achakzai/REUTERS
সপরিবারে ইরানে
রাজাভি খোরাসান প্রদেশের দোওকারুন সংলগ্ন সীমান্তে এসে ইরানে প্রবেশের অপেক্ষায় একটি আফগান পরিবার৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
11 ছবি1 | 11
ইরানের সংবাদমাধ্যমের দাবি, তালেবানরা আফগানিস্তানের অংশ নয়, এমন এলাকায় আফগানিস্তানের পতাকা তুলতে যায়।
স্থানীয় মানুষরা সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আফগানিস্তানের এলাকায় সংঘর্ষ তীব্র হওয়ায় প্রচুর মানুষ ইরানে পালিয়ে গেছেন। তার জেরেই এই সংঘর্ষ।
কিন্তু আফগানিস্তানের নিমরোজ অঞ্চলের ইনফরমেশন সেন্টার এই ঘটনার জন্য ইরানের সীমান্তরক্ষীদের দায়ী করেছে। তারা জানিয়েছে, নিমরোজের কাং অঞ্চলে ইরানের সীমান্তরক্ষীরা আফগানিস্তানের সীমান্তরক্ষীদের উপর গুলি চালাতে থাকে।
গতমাসে তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, সীমান্ত সংঘর্ষে ইরানের একজন মারা গেছেন।