1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরান চুক্তি বাঁচাতে কূটনীতিক তৎপরতা

২৯ জুলাই ২০১৯

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০১৫ সালে স্বাক্ষরিত ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার পর এই চুক্তি টিকিয়ে রাখতে ব্যস্ত হয়ে পড়েছেন অন্য দেশের কূটনীতিকরা৷ রবিবার ভিয়েনায় এক বৈঠকে বসেছিলেন তাঁরা৷

Österreich Verhandlungen mit Iran in Wien brachten keine Entspannung
ছবি: picture-alliance/Xinhua/Guo Chen

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ভিয়েনা বৈঠকে অংশ নেন৷ একদিনব্যাপী ঐ বৈঠকে ভালো আলোচনা হয়েছে বলে জানান তিনি৷ ‘‘পরিবেশ গঠনমূলক ছিল৷ আলোচনাও ভালো হয়েছে৷ আমি বলতে পারছিনা যে, সব সমস্যার সমাধান হয়ে গেছে, তবে সব পক্ষই চুক্তি বাঁচাতে আগ্রহী,'' বৈঠক শেষে সাংবাদিকদের জানান ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী৷

চীনা প্রতিনিধি দলের প্রধান ফু চং জানিয়েছেন, বৈঠকের এক পর্যায়ে ‘কিছু উত্তেজনাকর মুহূর্ত' তৈরি হয়েছিল৷ তবে ‘সবমিলিয়ে আলোচনার পরিবেশ খুব গঠনমূলক ও বন্ধুত্বপূর্ণ ছিল' বলে জানান তিনি৷

এ বিষয়ে শিগগিরই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করা প্রয়োজন বলে কূটনীতিকরা একমত হয়েছেন৷ তবে তার আগে এমন বৈঠকের প্রস্তুতি খুব ভালোভাবে নেয়া প্রয়োজন বলেও মনে করছেন তাঁরা৷ ঐ বৈঠকের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি৷

ইরান চুক্তি থেকে সরে যাওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাও জারি করেছে৷ ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইরান৷ এই ক্ষতি পুষিয়ে দিতে ইউরোপীয় দেশগুলোর প্রতি দাবি জানিয়েছে দেশটি৷ সেটি না হলে ইরানও চুক্তি থেকে বেরিয়ে যাবার হুমকি দিয়েছে৷ ইতিমধ্যে তারা অল্প করে চুক্তি লঙ্ঘন শুরুও করে দিয়েছে৷

এদিকে, ইরানের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ইরানের সঙ্গে ব্যবসা করার একটি পথ বের করেছে৷ অতীতে পণ্য বিনিময়ের মাধ্যমে যে ধরনের বাণিজ্য হতো, ইরানের সঙ্গে তেমন প্রক্রিয়ায় ব্যবসা করতে চাইছে ইউরোপীয় দেশগুলো৷

জেডএইচ/এসিবি (এপি, এএফপি) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ