1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরান চুক্তি বাঁচাতে তৎপর ইউরোপ

১৫ জুলাই ২০১৯

সোমবার ব্রাসেলসে মাসিক বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা৷ তাঁরা ইরান চুক্তি বাঁচাতে তৎপর হয়ে উঠেছেন৷ এ লক্ষ্যে ইরানকে চুক্তি ভঙ্গ না করার অনুরোধ জানিয়েছেন ইইউ মন্ত্রীরা৷

Iran Ölraffinerie
ছবি: picture alliance/AP Photo/Vahid Salemi

তবে ইরান বলছে, চুক্তি থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর নতুন করে যে নিষেধাজ্ঞা জারি করেছে তাতে দেশটির অর্থনীতি ক্ষতির মুখে পড়ছে৷ ইউরোপ এই ক্ষতি পুষিয়ে দিলে ইরান চুক্তি মেনে চলবে বলে জানিয়েছে৷

যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ায় ইরান সম্প্রতি আবারও ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ শুরু করেছে৷ ইউরোপের মন্ত্রীরা ইরানকে এই কাজ করা থেকে বিরত থাকতে বলেছেন৷ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভ লে দ্রিয় বলেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কারণে ইরানের চুক্তি ভঙ্গ করা ‘একটি খারাপ সিদ্ধান্তের খারাপ প্রতিক্রিয়া'৷

ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি রবিবার এক যৌথ বিবৃতিতে ইরানের চুক্তি ভঙ্গের খবরে ‘গভীর উদ্বেগ'  প্রকাশ করেছে৷

সোমবারের বৈঠকে ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে দেশটির সঙ্গে বাণিজ্য করা নিয়ে আলোচনা করেন ইইউ মন্ত্রীরা৷

জার্মানিসহ দশটি ইউরোপীয় দেশ ইতিমধ্যে এমন এক পন্থায় বাণিজ্য করতে একমত হয়েছে৷ এই ব্যবস্থার নাম ‘ইনস্ট্রুমেন্ট ইন সাপোর্ট অফ ট্রেড এক্সচেঞ্জেস' বা ইনসটেক্স৷ এটি একটি বিনিময় পদ্ধতি৷ অর্থাৎ মুদ্রার মাধ্যমে পণ্য বেচাকেনা না করে অতীতের মতো পণ্য বিনিময় করার পন্থা হচ্ছে ইনসটেক্স৷

এদিকে, যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে ইরান আলোচনায় রাজি আছে বলে রবিবার জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি৷

জেডএইচ/কেএম (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ