জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক জানালেন, ''ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করবে ইইউ। যেভাবে বিক্ষোভ দমন করা হচ্ছে, তার প্রতিবাদে এই ব্যবস্থা নেয়া হবে।''
বিজ্ঞাপন
বেয়ারবক বলেছেন, যারা এই কাজ করছেন তারা যাতে আর ইইউ-তে ঢুকতে না পারেন, তার ব্যবস্থা তিনি করবেন। একটি সংবাদপত্রে দেয়া সাক্ষাৎকারে বেয়ারবক বলেছেন, ''ইইউ-র ২৭টি দেশে এই মানুষদের যাবতীয় সম্পদ বাজেয়াপ্ত করা হবে।''
বেয়াবক বলেছেন, ''যারা রাস্তায় প্রতিবাদরত মেয়েদের মারছেন, অপহরণ করছেন, তারা ইতিহাসের ভুল দিকে আছেন। তারা মেয়েদের স্বাধীনভাবে বাঁচতে দিতে চান না।''
বেয়ারবক এর আগে ইরানের কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে বলেছিলেন, তারা যেন মেয়েদের দাবি মেনে নেন, কারণ, মেয়েরা ন্যূনতম অধিকার চাইছে।
কিন্তু ইরানের কর্তৃপক্ষ গত চার সপ্তাহ ধরে মেয়েদের নির্বিচারে ধরছে। মানবাধিকার গোষ্ঠীগুলির রিপোর্ট হলো, ইরানে ১৮৫ জন বিক্ষোভকারীকে মারা হয়েছে। কয়েকশ নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ইরানে বিক্ষোভের প্রতি বিশ্বের সংহতি
ইরানে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ চলছে৷ এর প্রতি সংহতি জানিয়ে বিশ্বের অনেক শহরেও প্রতিবাদ হচ্ছে৷
ছবি: Stefano Rellandini/AFP/Getty Images
প্যারিস
ইরানে চলমান বিক্ষোভের প্রতি বিশ্বের অনেক মানুষ সংহতি জানাচ্ছন৷ রোববার প্যারিসে এক বিক্ষোভ থেকে ‘ইসলামিক রিপাবলিকের মৃত্যু’,‘একনায়কের মৃত্যু’ শ্লোগান দেয়া হয়৷
ছবি: Stefano Rellandini/AFP/Getty Images
ইস্তাম্বুল, দিয়ারবাকির, ইজমির
ইস্তাম্বুলে বিক্ষোভে অনেক ইরানি নারী অংশ নেন৷ ইরানের সরকারের বিরুদ্ধে তারা শ্লোগান দেন, যেমন ‘নারী, জীবন, স্বাধীনতা!’৷ কুর্দি অধ্যুষিত তুরস্কের দিয়ারবাকির শহর ও পশ্চিম উপকূলের ইজমিরেও বিক্ষোভ হয়েছে৷ নিহত মাহসা আমিনি একজন কুর্দি ছিলেন৷
ছবি: Emrah Gurel/AP/picture alliance
বার্লিন
প্রায় পাঁচ হাজার মানুষ ইরানের নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন৷ তারা নারী হত্যা (ফেমিসাইড) বন্ধের দাবি জানান৷
ছবি: Annette Riedl/dpa/picture alliance
বৈরুত
মধ্যপ্রাচ্যের অনেক মানুষও ইরানে বিক্ষোভের প্রতি সংহতি জানিয়েছেন৷ লেবাননের রাজধানী বৈরুতে নারীরা জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি জানিয়েছেন৷
ছবি: MOHAMED AZAKIR/REUTERS
লস অ্যাঞ্জেলেস
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের সিটি হলের সামনে বিক্ষোভকারীরা ইরানের ঐতিহ্যবাহী বাদক বাজিয়ে ইরানে চলমান বিক্ষোভের প্রতি সংহতি প্রকাশ করেন৷ লন্ডন, টোকিও ও মাদ্রিদেও সংহতি বিক্ষোভ হয়েছে৷
ছবি: BING GUAN/REUTERS
শরিফ বিশ্ববিদ্যালয়, তেহরান
ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ইরানের শাসক ও তাদের নিপীড়নমূলক নীতির বিরুদ্ধে বিক্ষোভ করছেন৷ তেহরানের শরিফ বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী শিক্ষার্থী ও অধ্যাপকদের উপর হামলা করেছে নিরাপত্তা বাহিনী৷
ছবি: UGC/AFP
6 ছবি1 | 6
ইরানে ক্রাইসিস মিটিং
রোববার ইরানের রাজনৈতিক নেতারা ক্রাইসিস মিটিংয়ে বসেছিলেন। মাহসা আমিনির মৃত্যুর পর ইরান-জুড়ে যে বিক্ষোভ হচ্ছে, তা নিয়েই আলোচনা হয়েছে এই বৈঠকে।
আমিনির মৃত্যুর পর ইরানে মেয়েরা পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা চুল কেটে ফেলছেন, হিজাব পোড়াচ্ছেন।
এই বৈঠকে ইরানের প্রেসিডেন্ট রাইসি ছাড়া ছিলেন পার্লামেন্টের স্পিকার এবং বিচারবিভাগের প্রধান।
ইরানে নারীদের জন্য নারী নাচের দল
কয়েক বছর আগেও ইরানের কয়েকজন নারী স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন পুরুষ সেজে৷ সেই দেশেই নারীদের নাচের দল গড়েছেন বোশরা৷ দেখুন ছবিঘরে...
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
নাচ তার কৈশোরের প্রেম
অবসর সময়ে তেহরানে নিজের ঘরে বসে সেতার বাজাচ্ছেন বোশরা৷ তবে ৩৩ বছর বয়সি এ নারীর আসল ভালোবাসা নাচ৷ ছোটবেলায় এক বন্ধুকে নাচতে দেখে সেই যে প্রেমে পড়েছিলেন নৃত্যপ্রেম আর ছাড়তে পারেননি৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
নাচের ভুবনে বোশরা
ইসলামি প্রজাতন্ত্র ইরানে কোনো নারী নাচ শেখার স্বপ্ন দেখলেও সেই স্বপ্নের বাস্তবায়ন খুব কঠিন৷ কিন্তু বোশরা দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়ে নাচ শিখেছেন৷ ১৩ বছর ধরে তিনি পেশাদার নৃত্যশিল্পী৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
প্রশিক্ষক বোশরা
পেশাদার নৃত্যশিল্পী হয়ে শুধু নিজের পারফর্ম্যান্সেই মন দেননি৷ নাচ শিখতে আগ্রহীদের কথাও ভেবেছেন৷ ১০ বছর আগে তাই নাচের প্রশিক্ষণও দিচ্ছেন মেয়েদের৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
নাচের দল
তেহরানে মেয়েদের একটি নাচের দলও গড়ে তুলেছেন বোশরা৷ তার দল ব্যালে, ইরানের ঐতিহ্যবাহী সামা-সহ অনেক ধরনের নাচ পারফর্ম করে৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
অনলাইন ক্লাস
করোনা মহামারির সময়েও থেমে থাকেনি নাচের প্রশিক্ষণ৷ ভিডিও কনফারেন্সেও নাচ শিখিয়েছেন বোশরা৷ ওপরের ছবিতে অনলাইন ক্লাসের একটি মুহূর্ত৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
স্বাস্থ্যবিধি মেনে নাচের প্রশিক্ষণ
অনেকের অনলাইন ক্লাসে মন ভরছিল না৷ তাদের স্বাস্থ্যবিধি মেনে নিজের ফ্ল্যাটেই নাচ শিখিয়েছেন বোশরা৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
মঞ্চেও বোশরার দল
মাঝে মাঝে মঞ্চে দর্শক উপস্থিতিতেও পারফর্ম করে বোশরার দল৷ তবে নাচের দল গড়ার জন্য যেমন ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়েছিল, তেমনি মঞ্চে পারফর্ম করার বেলায়ও নিতে হয়েছে মন্ত্রণালয়ের অনুমতি৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
সেল্ফি
নিজের দলের মেয়েদের সঙ্গে সেল্ফি তুলছেন বোশরা্৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
শুধু নারীদের জন্য
তবে একটা শর্তে বোশরার দলকে মঞ্চে পারফর্ম করার অনুমতি দিয়েছে ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়৷ সেই শর্ত অনুযায়ী, বোশরার মেয়েদের নাচের দলের পারফর্ম্যান্স দেখতে পারেন শুধু মেয়েরা৷
ছবি: Majid Asgaripour/WANA/REUTERS
9 ছবি1 | 9
দুই বিক্ষোভকারীর মৃত্যু
ইরানে শনিবারও দুই বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। উত্তর ইরানে কুর্দি-প্রধান অঞ্চলে এই ঘটনা ঘটেছে। ফ্রান্সভিত্তিক সংগঠন কুর্দিস্তান হিউম্যান রাইটস নেটওয়ার্ক এবং নরওয়েতে নথিভুক্ত হেনগও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের রিপোর্ট বলছে, অন্ততপক্ষে দুই বিক্ষোভকারী মারা গেছেন। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর গুলি চালালে দুজনের মৃত্যু হয়। তারপরেও ইরানে বিক্ষোভ দেখানো বন্ধ হয়নি।
প্রেসিডেন্ট রাইসি আলজাহরা বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে বিক্ষোভকারীরা 'গো ব্যাক রাইসি' স্লোগান দেয়।