1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরাক

২৭ মে ২০১৯

যুক্তরাষ্ট্র ও ইরান– দুই দেশের সঙ্গেই ইরাকের বর্তমানে ভালো সম্পর্ক রয়েছে৷ এর মধ্যে ইরান আবার ইরাকের প্রতিবেশী দেশ৷ ফলে যুদ্ধ বাঁধলে ইরাকেও সমস্যা তৈরি হতে পারে৷

US Soldaten im Irak
ছবি: picture-alliance/dpa/S.Zaklin

এই অবস্থায় সমস্যা এড়াতে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ আল-হাকিম মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন৷ রবিবার সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই প্রস্তাব দেন তিনি৷ ‘‘আমরা সহায়তা ও মধ্যস্থতার চেষ্টা করছি৷ একটি সন্তোষজনক সমাধানে পৌঁছতে বাগদাদ কাজ করবে,'' বলেন আল-হাকিম৷ তিনি বলেন, তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের একতরফা পদক্ষেপের বিরুদ্ধে ইরাক৷

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে৷ ইরান যুক্তরাষ্ট্রের স্থাপনার বিরুদ্ধে হামলা করতে পারে, এই আশঙ্কায় ঐ অঞ্চলে অতিরিক্ত দেড় হাজার সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে৷ এর আগে এয়ারক্রাফট ক্যারিয়ার ও কয়েকটি বি-৫২ বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ইরানের সঙ্গে ছয় দেশের স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে সরে আসার পর দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়৷ ইরান পরমাণু চুক্তি টিকিয়ে রাখতে ইউরোপের সহায়তা চেয়েছে৷

 দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে প্রতিবেশী দেশ হিসেবে ইরাক সমস্যায় পড়তে পারে৷ এছাড়া ইরানের অনেক শিয়া মুসলিম প্রতিবছর ইরাকের বিভিন্ন শিয়া স্থাপনা সফরে যায়৷ কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটির অর্থনীতির উপর চাপ পড়েছে৷ ফলে ইরাক সফররত ইরানিদের ক্রয়ক্ষমতা কমে গেছে৷

ইরাকি পররাষ্ট্রমন্ত্রী আল-হাকিম বলেন, ‘‘ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অনর্থক এবং আমরা ইরানের পক্ষে আছি৷''

ইরানের  পররাষ্ট্রমন্ত্রী জারিফ ইরাক সফরে গিয়ে সে-দেশের প্রেসিডেন্ট বারহাম সালেহ ও প্রধানমন্ত্রী আদেল আব্দেল মাহদির সঙ্গেও সাক্ষাৎ করেছেন৷ এই সময় তাঁরা যুদ্ধপরিস্থিতি এড়ানোর উপর জোর দেন৷

জেডএইচ/এসিবি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ