1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

ইরান ‘শিগগিরই’ ইসরায়েল আক্রমণ করবে: বাইডেন

১৩ এপ্রিল ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ইসরায়েলে ইরানের হামলার আশঙ্কার কথা জানিয়েছেন৷ তেহরানের বিরুদ্ধে তিনি সতর্কবার্তা দিয়েছেন এই বলে- ‘এটা করবেন না৷’

সিরিয়ায় হামলায় বিধ্বস্ত ইরানের কনস্যুলার ভবন
১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের একটি কনস্যুলার ভবনে বিমান হামলায় দুই জেনারেলসহ রেভল্যুশনারি গার্ডের সাত সদস্য নিহত হয়ছবি: Firas Makdesi/REUTERS

এই ধরনের হামলার সম্ভাবনা কতটুকু, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আমি গোপনীয় তথ্যের কথা বলতে চাই না, তবে আমার আশঙ্কা, শিগগিরই৷’’

তিনি আরো বলেন, ‘‘আমরা ইসরায়েলের প্রতিরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, আমরা ইসরায়েলকে সমর্থন করবো, আমরা ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করবো এবং ইরান সফল হবে না৷’’

১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের একটি কনস্যুলার ভবনে বিমান হামলায় দুই জেনারেলসহ অভিজাত রেভল্যুশনারি গার্ডের সাত সদস্য নিহত হওয়ার পর ইরান এই হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে৷ ইরান এই হামলার জন্য তার চিরশত্রু ইসরায়েলকে দায়ী করেছে৷তবে এই হামলার দায় স্বীকার করেনি ইসরাইল৷’’

ইরানের হুমকির বিপরীতে ইসরায়েলকে রক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বাইডেনছবি: DW

ইসরায়েলে ইরানের হামলা ‘সম্ভাব্য’

শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক হুমকিকে যুক্তরাষ্ট্র এখনও সম্ভাব্য এবং বিশ্বাসযোগ্য বলে মনে করছে৷

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ‘‘আমরা এখনও ইরানের সম্ভাব্য হুমকিকে বাস্তব এবং সম্ভাব্য বলে মনে করি৷’’

কিরবি বলেন, ‘‘আমি শুধু বলবো যে আমরা এটি খুব, খুব কাছ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি৷’’ তিনি বলেন, ওয়াশিংটন এটা নিশ্চিত করবে যে ইসরায়েলিদের ‘‘যা প্রয়োজন তা আছে এবং তারা নিজেদের রক্ষা করতে সক্ষম৷’’

মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলে হামলার আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র৷

এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা মার্কিন গণমাধ্যম সিএনএন এবং বার্তাসংস্থা এএফপিসহ বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন, ‘‘আঞ্চলিক প্রতিরোধ প্রচেষ্টাকে শক্তিশালী করতে এবং মার্কিন বাহিনীর সুরক্ষা বাড়াতে আমরা এই অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করছি৷''

মার্কিন কর্মকর্তারা অবশ্য এখনও মধ্যপ্রাচ্যে সরাসরি মার্কিন বাহিনীর উপর ইরানের আক্রমণের আশঙ্কা করছেন না৷

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান বৃহস্পতিবার অস্ট্রেলিয়া, ব্রিটিশ এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলার পর বলেছেন, ‘‘ইরান যুদ্ধের পরিধি প্রসারিত করতে চায় না৷’’ তবে তিনি এও বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার পর তেহরান দামেস্কের হামলার জবাব দিতে বাধ্য হচ্ছে৷

ইসরায়েলের প্রতিরক্ষা প্রস্তুতি

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি শুক্রবার সন্ধ্যায় বলেছেন, ‘বিভিন্ন ধরনের পরিস্থিতি’ মোকাবিলায় তার দেশ প্রতিরক্ষা এবং আক্রমণ, দুই ধরনের অপারেশনের জন্যই প্রস্তুত৷

হাগারি সাংবাদিকদের বলেন, ‘‘প্রতিরক্ষার পাশাপাশি, আমরা আক্রমণ করার জন্যও প্রস্তুত৷ আমরা জানি কিভাবে কাজ করতে হয় এবং ইসরায়েলের জনগণকে রক্ষা করতে হয়৷’’

এর আগে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ট জানান, শুক্রবার মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এর প্রধান জেনারেল মাইকেল কুরিলার সঙ্গে আলোচনার পর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক জোট আগের চেয়েও শক্তিশালী হয়েছে৷

গ্যালান্ট বলেন, ‘‘আমাদের শত্রুরা মনে করে যে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে আলাদা করতে পারবে৷কিন্তু এর বিপরীতটাই সত্য৷ তারা আমাদের জোটবদ্ধ করছে এবং আমাদের সম্পর্ককে শক্তিশালী করছে৷’’

সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলের যুদ্ধ পরিচালনা ইস্যুতে ওয়াশিংটনের হতাশা বৃদ্ধি সত্ত্বেও দুই দেশের বর্তমান সম্পর্ক বিষয়ে তিনি বলেন, ‘‘আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছি৷’’

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কুরিলাকে ইসরায়েলে পাঠিয়েছেন৷কুরিলা তার সফরে আইডিএফ এর প্রধান জেনারেল হের্ৎসল হালেভির সঙ্গেও আলোচনা করেছেন৷

এডিকে/এফএস (এপি, এফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ