1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানে পরমাণু পরিদর্শক দ

২৯ জানুয়ারি ২০১২

ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে ফেরাতে বহুমুখী চাপের কথা ভাবছে পশ্চিমা গোষ্ঠী৷ ইতিমধ্যে ইরানের তেল রপ্তানির উপর বেশ কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে৷ এবার ইরানের পারমাণবিক কর্মসূচি পরিদর্শনে ইরান সফর করছেন আইএইএ প্রতিন

REFILE - CORRECTING TYPO - Herman Nackaerts (L), head of a delegation of the International Atomic Energy Agency (IAEA), talks to journalists on his way to Iran at the international airport in Vienna January 28, 2012. REUTERS/Herwig Prammer (AUSTRIA - Tags: POLITICS)
প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন আইএইএ-র প্রধান পরিদর্শক হ্যারম্যান নাকায়ের্টসছবি: Reuters

সম্প্রতি ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধে বাধ্য করতে কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা গোষ্ঠী৷ এসব নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষিতে পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতা আলোচনা পুনরায় শুরু করার সম্ভাবনাও বেশ কমে এসেছে৷ উল্টো এসব নিষেধাজ্ঞার সমুচিত জবাব দেওয়ার উদ্যোগ ও হুমকি এসেছে তেহরান থেকে৷ তবে এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ-র একটি প্রতিনিধি দল রবিবার ইরান সফর শুরু করেছে৷

তিন দিনের এই সফরে প্রতিনিধি দলটি কোম নগরীর কাছে অবস্থিত ইরানের অন্যতম গোপনীয় ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাও ঘুরে দেখবে বলে মনে করা হচ্ছে৷ রাজধানী তেহরান থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণে পাহাড় ঘেরা অঞ্চলে অবস্থিত এই স্থাপনাটি৷ যাতে করে সম্ভাব্য বিমান হামলা থেকে এটিকে সুরক্ষিত রাখা যায়৷ আর চলতি মাসের শুরুতেই ইরানি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিলেন যে, তারা এই স্থাপনাটিতে পরমাণু জ্বালানি সমৃদ্ধকরণ শুরু করেছে৷ তাই এই স্থাপনাটির কার্যক্রম নিয়ে পশ্চিমা গোষ্ঠীর কৌতুহল ও শঙ্কা সবচেয়ে বেশি৷

প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন আইএইএ-র প্রধান পরিদর্শক হ্যারম্যান নাকায়ের্টস৷ এছাড়া দলে রয়েছেন দুই জন শীর্ষ অস্ত্র বিশেষজ্ঞ৷ একজন হলেন ফরাসি বিজ্ঞানী জ্যাকস বঁতে এবং অপরজন দক্ষিণ আফ্রিকার নেভিলে হোয়াইটিং৷ সফর শুরুর প্রাক্কালে ভিয়েনায় নাকায়ের্টস বলেছেন, ‘‘ইরান তাদের পরমাণু কর্মসূচির সম্ভাব্য সামরিক দিকসমূহ খতিয়ে দেখতে আমাদের সহযোগিতা করবে বলে আমরা আশা করছি৷ আমরা একটি সমঝোতা আলোচনা শুরু করতে চাই যেটি আরো আগেই হওয়া উচিত ছিল৷''

তবে আইএইএ প্রতিনিধি দলের প্রতি সতর্ক সংকেত ছুঁড়ে দিয়েছেন ইরানি সংসদের স্পিকার আলি লারিজানি৷ তিনি জাতিসংঘের এই সংস্থাটির প্রতিনিধিদের সফরকে একটি ‘পরীক্ষা' হিসেবে উল্লেখ করেন৷ রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে, লারিজানি বলেছেন, ‘‘আইএইএ কর্মকর্তারা যদি যথাযথ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেন, তাহলে এর মাধ্যমে নতুন করে সহযোগিতার পথ উন্মুক্ত হতে পারে৷ অন্যথা তাঁরা যদি কোন পক্ষের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহৃত হয়, তাহলে ইরান সংস্থাটির সাথে সম্পর্কের ক্ষেত্রে নতুন পন্থা অবলম্বনে বাধ্য হবে৷''

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের পর তেহরান ইউরোপে তেল রপ্তানি বন্ধের কথা ভাবছে৷ এমনকি এ সংক্রান্ত একটি বিল সংসদে আলোচনার জন্য শীঘ্রই তোলা হবে বলে খবর পাওয়া গেছে৷ তবে এমন উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান পররাষ্ট্র মন্ত্রী গিডো ভেস্টারভেলে৷ ‘ভেল্ট আম জনটাগ' পত্রিকা'কে দেওয়া সাক্ষাৎকারে ভেস্টারভেলে বলেছেন, ‘‘ইরানি নেতাদের এটা বোঝা উচিত যে তাদের হাতেই রয়েছে উত্তেজনা প্রশমনের মূল চাবি৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ