1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

ইলন মাস্কের বিদায়ের কথা অস্বীকার হোয়াইট হাউসের

৩ এপ্রিল ২০২৫

ইলন মাস্ক কি ডোজের প্রধানের পদ থেকে ইস্তফা দিচ্ছেন? ট্রাম্প প্রশাসনের দাবি, এই ধরনের রিপোর্ট আবর্জনা মাত্র।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্ক।
হোয়াৈইট হাউস বলেছে, ডোজে তার কাজ শেষ হলে তবেই ইলন মাস্ক চলে যাবেন। ছবি: Andrew Harnik/Getty Images via AFP

যুক্তরাষ্ট্র প্রশাসনে ধনকুবের ইলন মাস্কের প্রতিপত্তি খানিকটা খর্ব করা হবে। এবিসি নিউজ এবং পলিটিকো পত্রিকার রিপোর্ট অনুযায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ মহলে একথা জানিয়েছেন।

দ্বিতীয় ট্রাম্প সরকারের গোড়া থেকেই বিভিন্ন কাজে সামনের সারিতে দেখা গিয়েছে টেসলা, সমাজমাধ্যম এক্স এবং স্পেসএক্স-এর মালিক ইলন মাস্ককে। মাত্র দুই মাসের মধ্যেই সরকারের ব্যয় সংকোচনের কাজে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি বা ডোজের প্রধান হয়ে একাধিক সরকারি দপ্তরে তালা ঝুলিয়েছেন মাস্ক। মিডিয়ায় প্রকাশিত এই নতুন রিপোর্ট বলছে, মাস্কের এই কাজে দ্বিধাবিভক্ত ট্রাম্পের সহকারীরা

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট যদিও পোলিটিকোয় প্রকাশিত এই খবর কে 'গার্বেজ' বা আবর্জনা বলে নস্যাৎ করেছেন।   

তার এক্স হ্যান্ডেলে ক্যারোলিন লেখেন, "ইলন মাস্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্প একথা আগেই জানিয়েছেন ডোজে তার অসাধারণ কাজ শেষ হলে ইলন সরকারি পদ থেকে বিদায় নেবেন।"

এই সপ্তাহের গোড়ার দিকে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন মাস্ক 'কোনো একও সময়ে' তার কোম্পানির কাজে ফিরে যাবেন। প্রেসিডেন্ট বলেন, "ও অসাধারণ কাজ করছে। কিন্তু ওকে বড় সংস্থা চালাতে হয়। কোনো একটা সময় ও চলে যাবে। ও সেটাই চায়।"

সরকারি আধিকারিক, বিনিয়োগকারীরা মাস্কের ভূমিকায় চিন্তিত

মাস্কের বিপুল সংখ্যক সরকারী কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে অস্বস্তিতে পড়েছে ট্রাম্প প্রশাসন। মাস্ক জনগণের নির্বাচিত প্রতিনিধি নন। সরকারের কাজে তার ছড়ি ঘোড়ানো ভাল চোখে দেখছেন না সাধারণ মানুষ।

টেসলার বিনিয়োগকারীরা অভিযোগ করেছেন সরকারি কাজে মন দিতে গিয়ে নিজের সংস্থায় সময় দিচ্ছেন না মাস্ক।

টেসলা বয়কট হতে পারে, এই আশঙ্কায় ডিসেম্বরের পর থেকে সংস্থার স্টক ক্রমশ নিচে গেছে। ২০২৫ এর প্রথম কোয়ার্টারে টেসলার ১৩ শতাংশ বিক্রি কমেছে বলে জানানো হয়েছে।

ইলন মাস্ক ট্রাম্প সরকারের বিশেষ কর্মী। ফলে ৩০ দিনের মাথায় তার কার্যকাল শেষ হবে। তার সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানো হলে মাস্ক মে মাসের শেষেই বিদায় নেবেন।

এসসি/জিএইচ(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ