ইলন মাস্ক কি ডোজের প্রধানের পদ থেকে ইস্তফা দিচ্ছেন? ট্রাম্প প্রশাসনের দাবি, এই ধরনের রিপোর্ট আবর্জনা মাত্র।
হোয়াৈইট হাউস বলেছে, ডোজে তার কাজ শেষ হলে তবেই ইলন মাস্ক চলে যাবেন। ছবি: Andrew Harnik/Getty Images via AFP
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র প্রশাসনে ধনকুবের ইলন মাস্কের প্রতিপত্তি খানিকটা খর্ব করা হবে। এবিসি নিউজ এবং পলিটিকো পত্রিকার রিপোর্ট অনুযায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ মহলে একথা জানিয়েছেন।
দ্বিতীয় ট্রাম্প সরকারের গোড়া থেকেই বিভিন্ন কাজে সামনের সারিতে দেখা গিয়েছে টেসলা, সমাজমাধ্যম এক্স এবং স্পেসএক্স-এর মালিক ইলন মাস্ককে। মাত্র দুই মাসের মধ্যেই সরকারের ব্যয় সংকোচনের কাজে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি বা ডোজের প্রধান হয়ে একাধিক সরকারি দপ্তরে তালা ঝুলিয়েছেন মাস্ক। মিডিয়ায় প্রকাশিত এই নতুন রিপোর্ট বলছে, মাস্কের এই কাজে দ্বিধাবিভক্ত ট্রাম্পের সহকারীরা।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট যদিও পোলিটিকোয় প্রকাশিত এই খবর কে 'গার্বেজ' বা আবর্জনা বলে নস্যাৎ করেছেন।
এই সপ্তাহের গোড়ার দিকে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন মাস্ক 'কোনো একও সময়ে' তার কোম্পানির কাজে ফিরে যাবেন। প্রেসিডেন্ট বলেন, "ও অসাধারণ কাজ করছে। কিন্তু ওকে বড় সংস্থা চালাতে হয়। কোনো একটা সময় ও চলে যাবে। ও সেটাই চায়।"
সরকারি আধিকারিক, বিনিয়োগকারীরা মাস্কের ভূমিকায় চিন্তিত
মাস্কের বিপুল সংখ্যক সরকারী কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে অস্বস্তিতে পড়েছে ট্রাম্প প্রশাসন। মাস্ক জনগণের নির্বাচিত প্রতিনিধি নন। সরকারের কাজে তার ছড়ি ঘোড়ানো ভাল চোখে দেখছেন না সাধারণ মানুষ।
ইলন মাস্কের বিরুদ্ধে ইউরোপ-অ্যামেরিকায় প্রতিবাদ
বিশ্বের শীর্ষ ধনী এবং ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা ইলন মাস্কের বিরুদ্ধে অ্যামেরিকা এবং ইউরোপের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে৷ বিক্ষোভের সময় কোনো কোনো জায়গায় ইলন মাস্কের মালিকানাধীন টেসলার শোরুমে হামলার ঘটনাও ঘটেছে৷
ছবি: Jonathsn Fernandes/Sipa USA/picture alliance
যে কারণে বিক্ষোভ
ডনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ইলন মাস্ককে ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির দায়িত্ব দেওয়া হয়৷ দায়িত্ব পাওয়ার পর সরকারের খরচ কমাতে নানা পদক্ষেপের কথা জানান মাস্ক৷ যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, ইলন মাস্কের এমন পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ করছেন মানুষ৷ এর অংশ হিসেবে অ্যামেরিকা ও ইউরোপের বিভিন্ন শহরে টেসলার শোরুমের সামনে প্রতিবাদ সমাবেশ করেন তারা৷
ছবি: Alberto Pezzali/AP Photo/picture alliance
টেক্সাসে টেসলার শোরুমের সামনে
টেক্সাসে অবস্থিত টেসলা গাড়ির শোরুমের সামনে ফেস্টুন, ব্যানার নিয়ে এভাবেই হাজির হন বিক্ষোভকারীরা৷ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল৷ ইংরেজিতে ‘দিস মেশিন কিলস ডেমোক্র্যাসিস’, অর্থাৎ ‘এই মেশিনটি গণতন্ত্রকে হত্যা করছে’ ব্যানার নিয়ে হাজির এই ব্যাক্তি৷ মেশিন বলতে তিনি হয়তো টেসলার মালিক ইলন মাস্ককে বুঝাতে চেয়েছেন৷
ছবি: Nuri Vallbona /REUTERS
নিউইয়র্কে ‘ডাই ইন’ বিক্ষোভ
ডাই ইন হলো এক ধরনের প্রতিবাদ, যেখানে বিক্ষোভকারীরা মৃত ব্যক্তির ভূমিকায় প্রতিবাদে অংশ নেন৷ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি টেসলা স্টোরের সামনে গত সপ্তাহে ‘ডাই ইন’ কর্মসূচির আয়োজন করা হয়৷ সিএনএন জানায়, যুকক্তরাষ্ট্রের প্রায় দুই শত স্থানে ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে৷
ছবি: Eduardo Munoz/REUTERS
‘গণতন্ত্র ধ্বংসের’ অভিযোগে বার্লিনে প্রতিবাদ
শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয়, ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ইউরোপেও৷ জার্মানির রাজধানী বার্লিনে অবস্থিত টেসলার একটি শোরুমে দরজায় এভাবেই রং মেখে দেন প্রতিবাদকারীরা৷ ‘নিউ জেনারেশন’ নামে অংশ নেয়া এই প্রতিবাদকারীরা মনে করে, ধনীরা গণতন্ত্র এবং পরিবেশের ক্ষতি করছে৷
ছবি: Christian Mang/REUTERS
রোমে টেসলা গাড়িতে আগুন
ইটালির রাজধানী রোমে টেসলা শোরুমের সামনে কয়েকটি গাড়ি এভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হয়৷
ছবি: Yara Nardi/REUTERS
লন্ডনে টেসলা না কেনার আহ্বান
লন্ডনে টেসলা সেন্ট্রাল পার্ক রয়্যালের সামনে টেসলা গাড়ি বয়কটের আহ্বান জানানো হয়৷ ফেস্টুন হাতে ছবির এই নারী ইলন মাস্কের টেসলা গাড়ি না কেনার আহ্বান জানাচ্ছেন৷
ছবি: Chris J Ratcliffe/REUTERS
প্রতিবাদ প্যারিসেও
ফ্রান্সের রাজধানী প্যারিসে টেসলার শোরুমের দরজার পাশে একটি পোস্টার লাগিয়ে দেন বিক্ষোভকারীরা৷ পোস্টারটিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নকে আক্রমণ করছেন ইলন মাস্ক৷ পোস্টারের নিচে স্টপইলনডটইউ নামে একটি ওয়েব পেইজের ঠিকানাও দেওয়া হয়৷ ওয়েব পেইজে - ‘ইলন, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে দূরে থাকুন’ এমন কথা লেখা রয়েছে৷ পেইজে নিজেদেরকে অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দাবি করেছেন প্রতিবাদকারীরা৷
ছবি: Benoit Tessier/REUTERS
7 ছবি1 | 7
টেসলার বিনিয়োগকারীরা অভিযোগ করেছেন সরকারি কাজে মন দিতে গিয়ে নিজের সংস্থায় সময় দিচ্ছেন না মাস্ক।
টেসলা বয়কট হতে পারে, এই আশঙ্কায় ডিসেম্বরের পর থেকে সংস্থার স্টক ক্রমশ নিচে গেছে। ২০২৫ এর প্রথম কোয়ার্টারে টেসলার ১৩ শতাংশ বিক্রি কমেছে বলে জানানো হয়েছে।
ইলন মাস্ক ট্রাম্প সরকারের বিশেষ কর্মী। ফলে ৩০ দিনের মাথায় তার কার্যকাল শেষ হবে। তার সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানো হলে মাস্ক মে মাসের শেষেই বিদায় নেবেন।