1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইলন মাস্ক, চার কোটি ক্ষুধার্ত মানুষ ও টুইটার

৯ নভেম্বর ২০২১

গল্পের শুরুটা জাতিসংঘের খাদ্য সংস্থা ডাব্লিউএফপির প্রধান ডেভিড বিজলির একটি টুইট দিয়ে৷ অ্যামাজনের জেফ বেজোসকে টপকে বিশ্বের সেরা ধনী হওয়ায় ১৯ অক্টোবর টেসলার ইলন মাস্ককে অভিনন্দন জানিয়ে টুইটটি করেছিলেন তিনি৷

Deutschland | Elon Musk Besuch Fabrik-Baustelle in Grünheide
ছবি: Christophe Gateau/dpa/picture alliance

এমন সাফল্য উদযাপন করতে মাস্ককে একটা প্রস্তাব দিয়েছিলেন বিজলি৷ বলেছিলেন মাত্র ৬.৬ বিলিয়ন ডলার দান করে বিশ্বের প্রায় চার কোটি ২০ লাখ মানুষকে তিনি অনাহারের হাত থেকে বাঁচাতে পারেন৷ ঐ সময় মাস্কের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছিল ২২১ বিলিয়ন ডলার৷ 

এরপর ২৮ অক্টোবর আরেকটি টুইট করেন বিজলি৷ সেদিন একদিনে মাস্কের আয় হয়েছিল ৩৬ বিলিয়ন ডলার৷ তিনি বলেছিলেন, এই আয়ের ছয় ভাগের এক ভাগ দিয়ে চার কোটি ২০ লাখ মানুষের জীবন বাঁচানো সম্ভব৷

এরপর বিজলির সঙ্গে মাস্কের টুইটারে কথাবার্তা শুরু হয়৷ মাস্ক জানতে চান ঐ টাকাটা কীভাবে বিশ্বের মানুষের ক্ষুধা দূর করবে৷ ৪ নভেম্বর দেয়া উত্তরে বিজলি হিসেব করে দেখান, বর্তমানে ডাব্লিউএফপির যে ব্যবস্থা চালু আছে সেটা ব্যবহার করে ৬.৬ বিলিয়ন ডলার দিয়ে চার কোটি ২০ লাখ মানুষকে এক বছর খাওয়ানো যাবে৷

এরপর ৬ নভেম্বর টুইটারে একটি জরিপ শুরু করেন ইলন মাস্ক৷ তার কাছে থাকা টেসলার শেয়ারের ১০ শতাংশ বিক্রির প্রস্তাব দেন তিনি৷ টুইটারে তার ৬২ মিলিয়ন অনুসারী বিষয়টি সমর্থন করছেন কিনা জানতে চান মাস্ক৷ ঐ টুইটের নীচে তিনি লিখে দেন যে, জরিপের ফলাফল তিনি মনে নিবেন৷ এখন পর্যন্ত ৩৫ লাখের বেশি মানুষ জরিপে অংশ নিয়েছেন৷ প্রায় ৫৮ শতাংশ শেয়ার বিক্রি পক্ষে রায় দিয়েছেন৷

টেসলার ২০ শতাংশ শেয়ারের মালিক ইলন মাস্ক৷ এর বাজার মূল্য প্রায় ২০০ বিলিয়ন ডলার৷ ফলে মাস্ক যদি ১০ শতাংশ শেয়ার বিক্রি করেন তাহলে তার মূল্য হবে প্রায় ২০ বিলিয়ন ডলার৷

শেয়ার বিক্রির পরিকল্পনাটা মাস্ক ডাব্লিউএফপির প্রধানের সঙ্গে কথোপকথনের ভিত্তিতে নিয়েছেন কিনা তা স্পষ্ট নয়৷ কারণ জরিপের স্ট্যাটাসে তিনি কর ফাঁকি সংক্রান্ত একটি বিষয়ের উল্লেখ করেছেন৷ সম্প্রতি যুক্তরাষ্ট্রে বিলিওনেয়ারদের আয়ের উপর কর আরোপের একটি প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে৷ এর নাম দেয়া হয়েছে ‘বিলিওনেয়ার ইনকাম ট্যাক্স’৷ এর মাধ্যমে ইলন মাস্কসহ প্রায় ৭০০ জন বিলিওনেয়ারের ‘আনরিয়েলাইজড গেইনের’ উপর কর আরোপ করার পরিকল্পনা করা হচ্ছে৷ আনরিয়েলাইজড গেইন হচ্ছে, একজন বিনিয়োগকারী শেয়ার কেনার পর তার দাম বাড়লে সেই শেয়ার বিক্রি করার আগে যতটুকু দাম বেড়েছে তার উপর কর দেয়া৷

সম্প্রতি ব্লুমবার্গ হিসেব করে দেখিয়েছে, এই প্রস্তাব পাস হলে সবচেয়ে বেশি কর দেয়া সম্ভাব্য বিলিওনেয়ারদের একজন হবেন ইলন মাস্ক৷ কারণ তার সম্পদের প্রায় দুই-তৃতীয়াংশ আসে টেসলার শেয়ার থেকে৷ সে কারণে প্রস্তাবিত আইনের সমালোচনা করে ২৬ অক্টোবর টুইট করেছিলেন মাস্ক৷

টুইটারে করা জরিপের ফল জানার পর মাস্ক এখন কী করেন, তা দেখার অপেক্ষায় আছেন বিনিয়োগকারীরা৷ তবে ইতিমধ্যে সোমবার শেয়ারবাজারে ঐ জরিপের ফলাফলের প্রতিক্রিয়া দেখা গেছে৷ সেদিন টেসলার শেয়ারের দাম ৪.৮ শতাংশ কমেছে৷ ফলে টেসলার বাজারমূল্য কমেছে প্রায় ৬০ বিলিয়ন ডলার৷

ক্রিস্টি প্ল্যাডসন/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ