ইলন মাস্ক, বিবেক রামস্বামীকে বিশেষ দায়িত্ব দিলেন ট্রাম্প
১৩ নভেম্বর ২০২৪
বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়োগের ঘোষণা করলেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডনাল্ড ট্রাম্প। মাস্ক ও রামস্বামীকে বিশেষ দায়িত্ব।
বিজ্ঞাপন
মঙ্গলবার একাধিক নিয়োগের কথা ঘোষণা করেছেন ট্রাম্প, তার মধ্যে ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত ও মধ্যপ্রাচ্যে বিশেষ দূতের নামও আছে।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে তার পাশে যারা দাঁড়িয়েছিলেন ও তাকে সাহায্য করেছেন তাদের অগ্রাধিকার দিচ্ছেন ট্রাম্প।
ইলন মাস্ক ও বিবেক গুরুস্বামী
ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা সরকারের দক্ষতা বাড়ানোর জন্য বিভাগের নেতৃত্ব দেবেন ইলন মাস্ক ও বিবেক রামস্বামী। এই বিভাগের উপর সরকারি অপচয় বন্ধ করা এবং প্রশাসনকে আরো দক্ষ করার দায়িত্ব থাকবে।
সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে ইলন মাস্ক ১০ কোটি ডলারের বেশি অর্থ খচর করেছেন। তিনি নিজেকে ট্রাম্পের একজন প্রধান সহযোগী হিসাবে তুলে ধরেছেন। তার এক্স হ্যান্ডেলে তিনি ট্রাম্পকে তুলে ধরার কাজ করেছেন।
ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ''এই দুই চমৎকার অ্যামেরিকানকে সঙ্গে নিয়ে আমার প্রশাসন সরকারি আমলাতান্ত্রিক ব্যবস্থা সহজ করা, বাড়তি নিয়মের বোঝা থেকে মুক্ত হওয়া, অকারণ খরচ বন্ধ করা এবং জাতীয় সংস্থাগুলির পুনর্গঠনের কাজ করবে।''
বিবৃতিতে বলা হয়েছে, ''মাস্ক ও রামস্বামী দুজনেই সরকারের বাইরে থেকে হোয়াইট হাউসকে পরামর্শ দেয়া ও পথ দেখানোর কাজ করবেন।''
প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে যা যা করতে চান ট্রাম্প
নির্বাচনি প্রচারের সময় দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট হলে বিভিন্ন পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডনাল্ড৷ ট্রাম্পের উল্লেখযোগ্য এমন কয়েকটি পরিকল্পনার কথা থাকছে ছবিঘরে...
ছবি: Alex Brandon/AP/picture alliance
অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠানো
নির্বাচনি প্রচারে বার বার দেশটিতে থাকা অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠানোর কথা জানিয়েছেন ট্রাম্প৷ পিউ রিসার্চের গবেষণা বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত অভিবাসীর সংখ্যা প্রায় এক কোটি দশ লাখ৷ বিশাল সংখ্যক এই অভিবাসীদের ফেরত পাঠাতে মোটা অংকের অর্থ ব্যয় করতে হবে ট্রাম্পকে৷ হিসাব অনুযায়ী, এই গণপ্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে ট্রাম্প প্রশাসনকে সাড়ে ৩১ হাজার ৫০০ কোটি ইউরো গুণতে হবে৷
ছবি: Evan Vucci/AP/picture alliance
ইউক্রেন যুদ্ধ থামানো
ক্ষমতায় আসলে ইউক্রেন যুদ্ধ থামানোর কথা বলেছিলেন ট্রাম্প৷ যদিও আড়াই বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে তিনি কী কৌশল অবলম্বন করবেন সে বিষয়ে বিস্তারিত জানাননি৷ ক্ষমতায় আসলে এই যুদ্ধ খুব দ্রুতই থামানো হবে বলে জানিয়েছেন৷ নির্বাচনের এক মাস আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাতের আগে তিনি জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এবং জেলেনস্কির সাথে তার ভাল সম্পর্ক রয়েছে৷
ছবি: Ukrainian Presidency/abaca/picture alliance
মধ্যপ্রাচ্যে শান্তি চান ট্রাম্প
নির্বাচনি প্রচার জুড়েই ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার কথা বারবার বলেছেন৷ গত এক বছর ধরে চলা গাজার সামরিক অভিযানে হাজার হাজার মানুষ নিহতের ঘটনায় এই অঞ্চলে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছিল যুক্তরাষ্ট্র, মিশর, কাতারসহ অনেক দেশ৷ কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কি সেটি পারবেন? নির্বাচনে জয়ের পরে দেওয়া বক্তৃতায়ও যুদ্ধ বন্ধ করবেন বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প৷
ছবি: Jim Watson/AFP/Getty Images
চীনা পণ্যে ৬০ ভাগ ট্যারিফ?
বাণিজ্য ঘাটতি কমাতে বিদেশি পণ্যের ওপর নতুন করে অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন ডনাল্ড ট্রাম্প৷ তবে চীনা পণ্যের ক্ষেত্রে এই অতিরিক্ত শুল্কের পরিমাণ ৬০ শতাংশ বাড়াতে চান তিনি৷ যদিও বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম আরও বাড়বে, যার কারণে চাপে পড়বেন ভোক্তারা৷
ছবি: Brian Snyder/REUTERS
গর্ভপাত আইন
এবারের নির্বাচনি প্রচারে গর্ভপাতের ইস্যুটিও গুরুত্ব পেয়েছে৷ রিপাবলিকানদের একটি অংশের আগ্রহের কথা বিবেচনা করে ডেমোক্র্যাটিক কমলা হ্যারিসের সঙ্গে ট্রাম্পও বলেছিলেন, ক্ষমতায় এলে গর্ভপাতের অধিকার রদসংক্রান্ত আইনে স্বাক্ষর করবেন না৷ তবে রিপাবলকানরা এই বিষয়ে কোনো আইনি নিষেধাজ্ঞা আরোপ না করলেও গর্ভপাতের চিকিৎসার ওষুধ সীমিত করতে পারে৷
ছবি: Chip Somodevilla/Getty Images
ক্যাপিটল ভবনের কয়েক দাঙ্গাকারীদের ক্ষমা
২০২০ সালের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পরাজয় পর তার সমর্থকেরা ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলা চালায়৷ এতে কয়েকজন নিহত হন৷ তখন ট্রাম্পের বিরুদ্ধে সমর্থকদের উসকানি দেওয়ার অভিযোগ আনা হয় এবং তার সমর্থকদের অনেককে দাঙ্গার অভিযোগে রাজনৈতিক বন্দি করা হয়৷ ক্ষমতায় গেলে তাদের কয়েকজনকে ‘মুক্তি’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প৷
ছবি: Leigh Vogel/Getty Images for Resist Trumpism
6 ছবি1 | 6
বিবেক রামস্বামী কে?
৩৮ বছর বয়সি বিবেক রামস্বামীর বাব, মা ভারত থেকে অ্যামেরিকায় যান। বিবেকের জন্ম অ্যামেরিকায়। তিনি নিজের বায়োটেক সংস্থা তৈরি করেছিলেন। ২০২১ সালে সেই সংস্থার সিইও পদ ছেড়ে দেন।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং ইয়েল ল স্কুলে পড়েছেন বিবেক। ২০২৩ সালে ফোর্বস জানিয়েছিল, তিনি ৬৩ কোটি ডলারের মালিক।
সাবেক গোয়েন্দা কর্তা সিআইএ-র নেতৃত্বে
সিআইএ-র প্রধান হিসাবে জন রেটক্লিফকে মনোনীত করেছেন ট্রাম্প। তিনি টেক্সাসের সাবেক কংগ্রেস সদস্য। ট্রাম্প যখন আগেরবার প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি কিছুদিন ডিরেক্টর অফ ন্যাশনাল ইনটেলিজেন্স হিসাবে কাজ করেছেন। .
ট্রাম্প বলেছেন, ''দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থায় জন কীভাবে কাজ করে তা দেখার জন্য আমি মুখিয়ে আছি।''
এছাড়া রক্ষণশীল রিপাবলিকান নেতা মাইক হাকাবিকে ইসরায়েলের রাষ্ট্রদূত করা হয়েছে বলে ট্রাম্প জানিয়েছেন।