1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইলিয়াস আলী অন্তর্ধান রহস্য

২৭ এপ্রিল ২০১২

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে জীবিত উদ্ধার করা হবে বলে জানিয়েছেন শাসক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম৷

ছবি: Reuters

ইলিয়াস আলি নিখোঁজ হওয়ার পর শাসক দল আওয়ামী লীগ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান তুলে ধরে৷ এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সরকার ইলিয়াস আলীকে জীবিত অবস্থায় উদ্ধার করবে৷ কিন্তু এজন্য সবার সহযোগিতা প্রয়োজন৷

তিনি বিএনপিকে হরতাল বাদ দিয়ে ইলিয়াস আলীকে উদ্ধারের সহযোগিতার আহ্বান জানান৷ তিনি বলেন, ইলিয়াস আলীর নিখোঁজের জন্য দেশের সব মানুষ দায়ী নয়৷ তাই সব মানুষকে জিম্মি করে তাদের ভোগান্তি না বাড়ানোর অনুরোধ করেন তিনি৷

জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার হত্যা আর গুমের ব্যাপারে কোন ইতিবাচক পদক্ষেপ না নিয়ে বিরোধী দলের ওপর দমন পীড়ন চালাচ্ছে৷ এতে দেশে অস্থিতিশীলতার সৃষ্টি হবে৷

তিনি আরও বলেন, সরকারই যে ইলিয়াস আলীকে নিখোঁজ করেছে তার প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে৷ তাঁর দাবি, সরকারকে ইলিয়াস আলিকে অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে৷ সৈয়দ আশরাফদের উচিত বিষয়টি প্রধানমন্ত্রীকে বোঝান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ