1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইলেকট্রনিক গ্যাজেটের শীর্ষ মেলা

২১ জানুয়ারি ২০১২

ইলেকট্রনিক গ্যাজেটের মেলা ‘কনজিউমার ইলেকট্রনিক্স শো, সিইএস’ শেষ হলো গত সপ্তাহে৷ প্রতি বছর জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বসে এই মেলা৷ এবারও বিশ্বের সব বড় বড় কোম্পানি তাদের পণ্য নিয়ে এসেছিলো মেলায়৷

epa03057777 The Samsung display at the 2012 International Consumer Electronics Show in Las Vegas, Nevada, USA, 12 January 2012. This is the final day of the annual CES is a place where industry manufacturers, advertisers and tech-minded consumers converge to get a taste of new gadgets and innovations coming to the market each year. EPA/DAN GLUSKOTER EPA/DAN GLUSKOTER
ইলেকট্রনিক গ্যাজেটের মেলা ‘কনজিউমার ইলেকট্রনিক্স শো, সিইএস’ছবি: picture-alliance/dpa

সেরা গ্যাজেট

মেলার ‘সেরা গ্যাজেট' হিসেবে ঘোষণা করা হয়েছে একটি টেলিভিশনের নাম৷ দক্ষিণ কোরিয়ার কোম্পানি এলজি'র তৈরি এই টিভির নাম ‘ইএম৯৮০০'৷ ৫৫ ইঞ্চির এই টিভিটি মাত্র ৪ মিলিমিটার পুরু৷ অর্থাৎ অনেক পাতলা৷ এছাড়া এতে ব্যবহার করা হয়েছে ‘অর্গানিক লাইট এমিটিং ডায়োড বা ওএলইডি' প্রযুক্তি৷ ফলে ছবি হবে নিঁখুত৷ এ বছরের তৃতীয় ভাগে টিভিটি বাজারে আসতে পারে৷ আর দাম হবে কয়েক হাজার ডলার৷

নোকিয়ার স্মার্টফোন

যুক্তরাষ্ট্রের স্মার্টফোনের বাজার দখল করে রেখেছে অ্যাপল৷ তাদের আইফোন মার্কিনি তথা সারা বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের বেশ প্রিয়৷ অ্যাপলের কারণে একসময়ে মোবাইল ফোন তৈরির শীর্ষ কোম্পানি নোকিয়া বেশ পিছিয়ে পড়ে৷ তবে এবার তারা চায় ঘুরে দাঁড়াতে৷ তাই মেলায় তারা নিয়ে এসেছিল ‘লুমিয়া ৯০০' নামের একটি টাচস্ক্রিন ফোন৷ এতে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ৭ সফটওয়্যার ব্যবহার করা হয়েছে৷ মেলায় এটি ‘সেরা সেলফোন'এর পুরস্কার পেয়েছে৷ তবে কবে নাগাদ এটি বাজারে পাওয়া যাবে এবং তার দাম কত হবে সেটা এখনো জানানো হয়নি৷ দেখা যাক, এর মাধ্যমে নোকিয়ার সুদিন ফিরে আসে কি না৷

মেলায় হাজির একটি ফোর্ড ইভোস কনসেপ্ট কারছবি: picture alliance / dpa

স্মার্টফোন ব্যবসায় ইন্টেল

চারদিকে স্মার্টফোনের জয়জয়কার দেখে সেই বাজারে এবার ঢুকলো মার্কিন চিপ তৈরির প্রতিষ্ঠান ইন্টেল৷ চীনা কম্পিউটার প্রস্তুতকারক লেনোভো'র সঙ্গে মিলে তারা মেলায় নিয়ে আসে ‘কে ৮০০' নামের একটি স্মার্টফোন৷ গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আর ইন্টেলের প্রসেসর - সব মিলিয়ে বেশ একটা জুতসই ফোন হওয়ার কথা এটি৷ তবে আসলে কেমন সেটা জানতে বছরের দ্বিতীয়ভাগ পর্যন্ত অপেক্ষা করতে হবে৷ আর সেজন্য গুনতে হবে প্রায় ছয় থেকে সাতশো ডলার৷

সবচেয়ে পাতলা স্মার্টফোন

আরেক চীনা কোম্পানি হুয়াওয়ে নিয়ে এসেছে ‘এসেন্ড পিওয়ানএস' নামের একটি স্মার্টফোন৷ তাদের দাবি, এটা বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন, যার পুরুত্ব ৬.৬৮ মিলিমিটার৷ ইউরোপে মার্চ থেকে ফোনটি পাওয়া যাবে৷ আর তার পরের মাস থেকে পাওয়া যাবে সারা বিশ্বে৷ দাম পড়বে প্রায় ৪০০ ডলার৷

বিশ্বের বৃহত্তম থ্রিডি ওলেড টিভিছবি: picture-alliance/dpa

সেরা কম্পিউটার

সিইএস মেলায় ‘সেরা কম্পিউটার' হিসেবে বিবেচিত হয়েছে এইচপি'র ‘এনভি ১৪'৷ আগামী মাস থেকেই পাওয়া যাবে এই ‘আলট্রাবুক' কম্পিউটার৷ দাম পড়বে ১,৩৯৯ ডলার৷

সেরা ট্যাবলেট

সেরা কম্পিউটারের পর এবার ‘সেরা ট্যাবলেট'এর খবর৷ যেটা নিয়ে এসেছে তাইওয়ানের কোম্পানি আসুস৷ সাত ইঞ্চি স্ক্রিনে র এই ট্যাবলেটটি পাওয়া যাবে সবচেয়ে কমদামি আইপ্যাডের অর্ধেক দামে৷ মাত্র আড়াইশো ডলারে৷

পাঁচ মিনিটে কোক ঠান্ডা

মাত্র পাঁচ মিনিটে কোকের ক্যান বা বোতল ঠান্ডা করার উপায় নিয়ে এসেছে এলজি৷ তাদের একটি নতুন রেফ্রিজারেটরে ‘ব্লাস্ট চিলার' নামে একটি বিশেষ অংশ রয়েছে যেটা অল্প সময়ে বিয়ার বা এই জাতীয় পানীয় শীতল করতে সক্ষম৷

আগামী বছর থেকে থাকছে না মাইক্রোসফট

সিইএস মেলায় নতুন নতুন পণ্যের উপস্থিতির খবর ছাড়াও আরেকটি সংবাদ সবার মনোযোগ কেড়েছে৷ সেটা হচ্ছে আগামী বছর থেকে এই মেলায় আর মাইক্রোসফটকে দেখা যাবে না৷ তারা বলছে, মেলার সময়টা তাদের জন্য অনুকূল নয়৷

অ্যাপল আর গুগলও অনেকদিন থেকে এই ধরণের মেলায় অংশ নিচ্ছে না৷ এর চেয়ে তারা নিজ উদ্যোগে আলাদা অনুষ্ঠান করে নতুন পণ্যের ঘোষণা দিয়ে থাকে৷

বিশ্লেষকরা বলছেন, সিইএস মেলায় একই সঙ্গে অনেক কোম্পানি ক্রেতাদের সঙ্গে তাদের নতুন গ্যাজেটের পরিচয় করিয়ে থাকে৷ ফলে কোনো একটা নির্দিষ্ট পণ্য সম্পর্কে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করা কঠিন হয়ে পড়ে৷

সিইএস মেলায় অংশ নেয়ার শুরু থেকেই মাইক্রোসফট একটা নির্দিষ্ট ফ্লোর বেছে নিয়েছিল৷ সেখানে তারা প্রতিবছর স্টল বসাতো৷ মেলা চলার সময় প্রচুর দর্শকের আনোগোনা থাকতে সেখানে৷ ফলে দর্শকদের কাছে স্থানটি বেশ পরিচিত৷ কিন্তু যেহেতু আগামী বছর থেকে মাইক্রোসফট আর থাকছে না তাই ফ্লোরটি ভাড়া নিতে আগ্রহীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছিল কর্তৃপক্ষ৷ এজন্য সময় বেঁধে দেয়া হয়েছিল তিনদিন৷ কিন্তু দেখা যায়, মাত্র ৪৫ মিনিটেই স্থানটি ভাড়া নিয়ে নেয় চীনা কোম্পানি ‘হিসেনসে'৷ মাইক্রোসফটের ফ্লোর বলে কথা!

প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ