1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বর্জ্য রিসাইক্লিং

বেটিনা টোমা-শাডে/এসবি৩০ আগস্ট ২০১৪

সাপও মরে, লাঠিও না ভাঙে – সেটাই সবাই চায়৷ বর্জ্য পদার্থ রিসাইক্লিং এমনই প্রক্রিয়া৷ তবে সাধারণ নয় – ইলেকট্রনিক বর্জ্য থেকে সোনা-রুপো-তামার মতো দামি উপাদান সংগ্রহ করা সম্ভব৷ এক জার্মান কোম্পানি এ ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে৷

UN Millenniumsziele Kinder sammeln Müll in Haiti
ফাইল ফটোছবি: UN Photo/Logan Abassi

হামবুর্গ শহরের আউরুবিস কোম্পানির সাইটে প্রতিদিন প্রায় ১৫০ টন ইলেকট্রনিক বর্জ্য ফেলা হয়৷ সুপারভাইজার সেগুলি পরীক্ষা করে দেখেন৷ কম্পিউটারের এই সব যন্ত্রাংশের মধ্যে লুকিয়ে রয়েছে দামি সব উপাদান৷ কোম্পানির প্রতিনিধি টোরাল্ফ শ্লুৎসকুস বলেন, ‘‘এমন সব পদার্থের জটিল মিশ্রণ বেড়েই চলেছে, কারণ আমাদের সমাজে মোবাইল টেলিফোন ও ইলেকট্রনিক ডিভাইসের সংখ্যাও বাড়ছে৷ তাছাড়া এই সব ডিভাইসের আয়ুও অনেক কমে গেছে৷''

আরও ইলেকট্রনিক বর্জ্য পেলে ভালো হতো, কিন্তু সে সব সাধারণ আবর্জনার মধ্যেই ফেলা হয় বা বে-আইনিভাবে রপ্তানি করা হয়৷ এমন ব্যবসা নিয়ন্ত্রণ করা বড়ই কঠিন৷ এমন আবর্জনার চাহিদা কম নয়৷ এক টনের জন্য কোম্পানিকে কয়েক হাজার ইউরো দিতে হয়৷

আগে চালের ধাতব অংশ বা বাথটব রিসাইক্লিং করা হতো৷ আজ এমন সব ক্ষুদ্র অংশ ব্যবহার করা হচ্ছে, এক নজরে যা চেনাই কঠিন৷ আউরুবিস কোম্পানির আর এক প্রতিনিধি মার্ক লিবার বলেন, ‘‘প্লাগের মধ্য থেকে সোনা ও সোল্ডার করা রুপো বার করতে চাই, যা রিসাইক্লিং করা যায়৷ এছাড়া প্ল্যাটিনাম, প্যালাডিয়াম এবং অবশ্যই তামাও চাই৷ ইলেকট্রনিক বর্জ্যের মধ্যে এ সব থাকে৷''

আউরুবিস কোম্পানি রিসাইক্লিং করে এবং একই সঙ্গে তারা ইউরোপের সবচেয়ে বড় তামা উৎপাদনকারী৷ ১,২০০ ডিগ্রি সেলসিয়াসে তামা গলানো হয়৷ এক তৃতীয়াংশ আসে ইলেকট্রনিক বর্জ্য থেকে, বাকিটা আনা হয় চিলি, ব্রাজিল বা ক্যানাডার খনি থেকে৷ তবে বেশ চড়া দামে সেই কাঁচামাল কিনতে হয়৷

আউরুবিস এই কারখানায় বছরে ৪১ হাজার টন তামা উৎপাদন করে৷ এর বিশাল চাহিদা রয়েছে – বিশেষ করে নির্মাণ ও ইলেকট্রনিক শিল্পে৷ তবে শুধু উঠতি অর্থনৈতিক শক্তিধর দেশগুলিতেই চাহিদা সীমাবদ্ধ নেই৷ টোরাল্ফ শ্লুৎসকুস বলেন, ‘‘বিশেষ করে জার্মানির মতো শিল্পোন্নত দেশে তামার চাহিদা বিশাল৷ পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির বিকাশ, ইলেকট্রিক লাইনের সম্প্রসারণ, নতুন বায়ুশক্তি প্লান্ট নির্মাণ – সব ক্ষেত্রেই তামার অনেক চাহিদা৷''

তামার রিসাইক্লিং বেশ কঠিন প্রক্রিয়া হলেও কোম্পানি ভবিষ্যতেও এই ব্যবসায় বিনিয়োগ করে যাবে৷ কারণ রিসাইক্লিং পরিবেশের জন্য ভালো৷ তাছাড়া আউরুবিসকে বিদেশ থেকে তামা আমদানির উপর বেশি নির্ভর করতে হবে না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ