1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইলেকট্রিক কার-এর দিন আসছে

মিশায়েল ভেৎসেল / এসি২৫ অক্টোবর ২০১৩

ভবিষ্যতের গাড়িচালকরা ক্রমেই আরো বেশি করে ইলেকট্রিক কারের দিকে ঝুঁকবেন৷ তবে সেটা নিছক ইলেকট্রিক কার হবে, না হাইব্রিড হবে, তা এখনো নিশ্চিত করে বলা সম্ভব নয়৷

ছবি: picture-alliance/dpa

ইলেকট্রিক গাড়ি কি চাহিদা মেটাতে পারছে?

02:37

This browser does not support the video element.

‘ইলেকট্রিক কার' বলতে খেলনা মনে করবেন না৷ ব্যাটারিতে চলে এমন গাড়ির সর্বোচ্চ শক্তি আজ ৭৫১ হর্স পাওয়ার! সবচেয়ে বেশি দাম মার্সিডিজ ইলেকট্রা এসএলএস এএমজি-র; মূল্য: চার লাখ বিশ হাজার ইউরো৷ কাজেই তা যে খুব বিক্রি হবে, এমন নয়৷ সে ক্ষেত্রে শহরে মানায় ‘স্মার্ট' ইলেকট্রিক গাড়িটিকে৷ তার দামও পঁচিশ হাজার ইউরো, অর্থাৎ পেট্রোলে চলা মডেলটির চেয়ে অনেক বেশি৷ ২০১৪ সাল শেষ হবার আগে জার্মান গাড়ি নির্মাতাদের তৈরি মোট ১৬টি নতুন মডেলের ইলেকট্রিক কার বাজারে আসবে৷

মার্সিডিজ বেনৎস কোম্পানির পরিচালকমণ্ডলীর সদস্য টোমাস ভেবার বলেন, ‘‘আমরা নির্মাতারা পুরোদমে কাজ করছি এবং ফ্রাংকফুর্ট প্রদর্শনী থেকে আবার একটি জোরালো সংকেত এসেছে বলে আমার ধারণা৷ গোড়ায় উচ্ছ্বাস, মাঝে সন্দেহ, পরে আবার আস্থা৷ এ ধরনের সব গাড়ি দিয়ে ভবিষ্যতে ‘ইলেক্ট্রোমোবিলিটি'র' সম্ভাবনা উজ্জ্বল হবে৷''

বিএমডাব্লিউ-রও একই মনোভাব৷ বাভারিয়ার এই অভিজাত মোটর নির্মাতা প্রচুর অর্থ ব্যয় করে ব্যাটারি-চালিত গাড়ির একটি সম্পূর্ণ নতুন সিরিজ বের করছে৷ আই-থ্রি মডেলটি দিয়ে শুরু৷ ড্রাইভারের কেবিনটি পুরোপুরি কার্বন দিয়ে তৈরি৷ তা হালকা হলেও, অন্যদিকে ব্যাটারির ওজন আছে৷ সিটি কার-টির দাম পড়বে পঁয়ত্রিশ হাজার ইউরো৷ গ্রাহকরা নাকি এ ধরনের গাড়িই চান, বলছে বিএমডাব্লিউ৷

বিএমডাব্লিউ কোম্পানির সিইও নরবার্ট রাইটহোফার বলেন, ‘‘আমরা তথাকথিত ‘মিনি-ই' মডেলটি নিয়ে নানা ধরনের পরীক্ষা করে দেখেছি: বড় বড় শহরগুলোতে আই-থ্রি দিনে চলে প্রায় ৬৪ কিলোমিটার৷ আমরা ভাবলাম, সেটা তো খুব ভালো কথা৷ আমাদের গাড়ির রেঞ্জ দেড়শো কিলোমিটারের বেশি হলেই ভালোভাবে কাজ চলে যাবে৷''

তবে সব জার্মান গাড়ি নির্মাতা একরকম ভাবছেন না৷ আউডি এখনও নিছক ইলেকট্রিক কারের দিকে যেতে রাজি নয়৷ তার বদলে আউডি হাইব্রিডের উপরে নির্ভর করছে৷ প্রয়োজনে ব্যাটারির বদলে পেট্রোলে চলে৷

আউডি-র সিইও রুপার্ট স্টাটলার বললেন: ‘‘এ-থ্রি ই-ট্রন মডেলটিতে আমরা দু'দিকেরই সেরা বৈশিষ্ট্যগুলো রেখেছি বলে আমাদের ধারণা: শহরে ইলেকট্রিক কার নিয়ে কার্বন-মুক্ত গাড়ি চালানো, ৫০ কিলোমিটার পর্যন্ত; অন্যদিকে কমবাসচন মোটর দিয়ে যতোদূর ইচ্ছে গাড়ি চালাও৷ গ্রাহকরা আমাদের বারবার সে ধরনেরই ফিডব্যাক দিয়েছেন৷ যিনি আউডি কেনেন, তিনি চান গাড়ির যেন দু'টি হার্ট থাকে৷''

প্রিয় পাঠক, আপনি কি ইলেকট্রিক গাড়ি চালাতে আগ্রহী?মতামত জানাতে ক্লিক করুন এখানে৷ আর টুইটারে মতামত জানাতে ব্যবহার করুন#Onneshon হ্যাশট্যাগ৷
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ