1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইলেকট্রিক গাড়ির ব্যাটারি সারানোও যায়

২৫ মার্চ ২০২৫

ইলেকট্রিক গাড়ির ব্যাটারি বদলাতে গেলে বিশ হাজার ইউরোর মতো খরচ হতে পারে৷ কিন্তু সেটা যদি মেরামত করা যায়, তাহলে কেমন হয়? খুব অল্প খরচেই এমনটা সম্ভব বলছেন এক মেকানিক৷

জার্মানির বন শহরে বৈদ্যুতিক চার্জিং স্টেশনে ইলেকট্রিক গাড়ি
ইলেকট্রিক গাড়ির ব্যাটারিকে কিভাবে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা যায়, এ নিয়ে দীর্ঘদিন ধরে চলছে গবেষণাছবি: Jürgen Schwarz/IMAGO

ইউরোপে তৈরি এক ‘ম্যাজিক মেশিন' ইলেকট্রিক গাড়ির সব ব্যাটারি ঠিক করতে পারে৷ অকেজো ব্যাটারির সংখ্যাও অনেক৷

মেকানিক ভানিয়া কাটিচ এই বিষয়ে বলেন, ‘‘বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত ইউরোপের অনেক গাড়ি আমাদের এখানে আছে৷ হাই ভোল্টেজ সিস্টেম, ইনভার্টার, ব্যাটারি প্যাকে ত্রুটি বেশি৷''

ভানিয়া এবং তার দল আজ একটি টেসলা পরীক্ষা করছেন৷ কাজ শুরুর আগে গাড়িটিকে একটি কম্পিউটারে যুক্ত করে সমস্যার কারণ বুঝতে চাচ্ছেন তারা৷

ভানিয়া কাটিচ বলেন, ‘‘একটি ব্যাটারি বোর্ড নেই দেখতে পাচ্ছি৷ কোনো সংযোগ নেই৷ সম্ভাব্য সব ত্রুটিই রয়েছে৷''

পানি বড় শত্রু!

যদিও পুরোপুরি নিশ্চিত নয়, তবে ভানিয়ার ধারণা ব্যাটারি প্যাকের মধ্যে পানি ঢুকেছে৷ সেটা হলে কম্পিউটারের সঙ্গে যুক্ত না হওয়ার কারণ বোঝা যাবে৷  

তিনি বলেন, ‘‘সমস্যার কারণ অনুসন্ধানে আমাদের এখন সতর্কতার সঙ্গে ঝুঁকি মূল্যায়ন করতে হবে৷ এবং প্যাকটি থেকে দেড় বা দুই মিটার দূরে থাকতে হবে৷ টেকনিশিয়ানরা ব্যাটারি প্যাকের ভোল্টেজ মাপবেন, সেটি পরিষ্কার করবেন এবং তারপর পেন্টহাউস উন্মুক্ত করবেন৷''

ইলেকট্রিক গাড়ির ব্যাটারি মেরামত!

04:10

This browser does not support the video element.

ভানিয়া ও তার দল ব্যাটারি হাউজিংয়ে বাতাস দিচ্ছেন এবং হিস হিস শব্দ হয় কিনা শুনছেন৷ কারণ, যেখান থেকে বাতাস বের হতে পারে, সেখান থেকে পানিও ঢুকতে পারে৷  

মেকানিক ভানিয়া কাটিচ বলেন, ‘‘আমাদের এখানে এবং এখানে ছিদ্র আছে৷ অর্থাৎ, দুই জায়গায় ছিদ্র৷''

ভানিয়া ২০১৮ সালে ইলেক্ট্রিক যানের রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করেন৷ তখন তার গ্যারেজ একটি নিয়মিত ওয়ার্কশপ ছিল৷ এখন তিনি ইউরোপজুড়ে মেকানিকদের প্রশিক্ষণ দেন৷ গাড়ি মেরামতে নিজের প্রয়োজন মতো টুলসও তৈরি করেছেন তিনি৷ কোনো যন্ত্রে বেশি ত্রুটি পেলে ভানিয়া সংশ্লিষ্ট নির্মাতাকেও তা জানান৷ 

মেকানিক ভানিয়া কাটিচ বলেন, ‘‘আমরা পানির চিহ্ন দেখতে পাচ্ছি৷ শতভাগ নিশ্চিত যে পানি ঢুকেছে৷ পানির চিহ্ন৷ অনেক পানি৷''

ব্যাটারি মডিউল পুরোপুরি বের না করা অবধি খোলা অব্যাহত রাখতে হবে৷ এটা মেরামতের সম্ভাব্যতা যাচাইয়ের চূড়ান্ত ধাপ৷ ভানিয়ার দল ভোল্টেজ, ফিউজের অভ্যন্তরীণ সহ্য ক্ষমতা, সেল এবং পুরো মডিউলও পরীক্ষা করেন৷ তবে মেরামতের সম্ভাব্যতা সব ব্যাটারির একইরকম নয়৷  

মেকানিক ভানিয়া কাটিচ বলেন, ‘‘যে ব্যাটারির খুচরা যন্ত্রাংশ সহজলভ্য ,সেটি সহজেই মেরামত করা যায়৷ এ কারণে টেসলা এস মডেলের ব্যাটারি প্যাক সবচেয়ে সহজে মেরামত করা যায়৷ মডেল থ্রি এবং মডেল ওয়াই-এর ব্যাটারিও সহজে মেরামতযোগ্য৷ কারণ, প্রায় সব খুচরা যন্ত্রাংশই পাওয়া যায়৷ এমনকি আপনি টেসলাতে গিয়েও খুচরা যন্ত্রাংশ কিনে আনতে পারেন, যা মার্সিডিজ, বিএমডাব্লিউর ক্ষেত্রে সম্ভব নয়৷''

ব্যতিক্রম

ব্যাটারির সমস্যায় ফেরা যাক৷ ভালোভাবে পরীক্ষার পর একটি বিষয় পরিষ্কার: ব্যাটারি প্যাকের দুটোর বেশি মডিউল মেরামত সম্ভব নয়৷ ইতোমধ্যে গাড়িটি তিন লাখ কিলোমিটার চলেছে৷ ফলে মালিক নতুন ব্যাটারি কিনলেও লোকসান হবে না৷ 

ভানিয়া কাটিচ বলেন, ‘‘আসলে এই প্রথমবার আমরা ঠিক করতে পারলাম না৷''

গাড়ির উৎপাদকরা ব্যাটারির জন্য পনেরো থেকে বিশ হাজার ইউরো নেন৷ ভানিয়া তার চেয়ে অনেক কম খরচে মেরামত করে দিতে পারেন৷ ইলেকট্রিক গাড়ির ব্যাটারিও যে মেরামত সম্ভব, সেটা তিনি দেখিয়ে দিয়েছেন৷  

প্রতিবেদন: কাই স্টাইনেক/এআই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ