1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইলেক্ট্রিক কার ই-গল্ফের বিষয়-আশয়

ফ্রাংক ড্রেশার/এসি১৭ মে ২০১৪

জার্মানির ফল্কসভাগেন কোম্পানির সফলতম গাড়ির মডেলটির নাম ‘গল্ফ’৷ এবার ফল্কসভাগেন বাজারে এনেছে ই-গল্ফ বা ইলেকট্রিক গল্ফ৷ মুশকিল সেই এক: গাড়ির রেঞ্জ কম ও ব্যাটারি চার্জ করার সময় বেশি৷

ফল্কসভাগেনের প্রথম ইলেক্ট্রিক কার ই-গল্ফছবি: Volkswagen AG

নামি-দামি ডিস্ক জকি, একজন হলিউড স্টার আর এক বিশ্ববিখ্যাত পিয়ানোবাদক৷ এই সব মিলিয়ে মনোরম সন্ধ্যাটির আয়োজন করা হয়েছিল, কিন্তু শুধু একটি নতুন মডেলের গাড়ির মহরত উপলক্ষ্যে: ফল্কসভাগেন কোম্পানির নয়া ই-গল্ফ, তাদের প্রথম ইলেক্ট্রিক কার

ব্যাটারি-চালিত গাড়ি৷ দাম হলো ৩৫ হাজার ইউরো৷ কিনবেটা কে? কেউ বলেন: ‘‘আপাতত ও দামে পোষাবে না, তা আমি সে গাড়িতে যত কিলোমিটারই চালাই না কেন৷ বর্তমানে আমার ও গাড়িতে বিশেষ আগ্রহ নেই৷''

আরেকজনের বক্তব্য: ‘‘যদি ইনস্টলমেন্টে কেনার ভালো সুযোগ থাকে, তাহলে কেনার কথা ভেবে দেখতে পারি৷ যদিও সেই সঙ্গে রয়েছে ব্যাটারির প্রশ্ন৷''

ই-গল্ফের বিক্রি শুরু হলো বটে, তবে বাজারে জনপ্রিয় হয়ে উঠতে আরো অনেক সময় লাগবে৷ উভে শেফার বার্লিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ড্রাইভ টেকনোলজির অধ্যাপক৷ তাঁর মতে, ইলেকট্রিক গাড়ির জনপ্রিয় হবার পথে প্রথম বাধা হলো লিথিয়ামের দাম, যে বস্তুটি গাড়ির ব্যাটারি তৈরিতে কাজে লাগে৷ তার কারণ:

‘‘যে সব খনি থেকে বর্তমানে লিথিয়াম বার করা হয়, সেগুলো ধীরে ধীরে ভবিষ্যৎ চাহিদা পূরণ করতে শিখছে৷ সমস্যাটা অনেকটা মুরগি আর ডিমের মতো, কোনটা আগে আর কোনটা পরে৷ বাজার বাড়তে থাকলে এমনিতেই এ সব সমস্যার সমাধান হয়ে যাবে৷ ইলেকট্রিক গাড়ির বিক্রি যত বাড়বে, লিথিয়ামের উৎপাদনও সেই অনুপাতে বাড়বে৷''

দ্বিতীয় বিপত্তি: সময়৷ গাড়িতে পেট্রোল ভরতে মাত্র কয়েক মিনিট সময় লাগে৷ ই-গল্ফের ব্যাটারি চার্জ করতে ১৩ ঘণ্টা অবধি সময় লাগতে পারে – কম করে হলেও আধঘণ্টা৷ ফল্কসভাগেনের আরঅ্যান্ডডি প্রধান হাইনৎস ইয়াকব নয়সার এক্ষেত্রেও প্রগতি ঘটবে বলে আশা করেন: ‘‘আমরা ইতিমধ্যেই দ্বিগুণ চার্জ ঢোকানোর কথা ভাবছি, অর্থাৎ নতুন করে চার্জ করার সময়টা যত কম করা যায়৷ সেই সঙ্গে আমরা ব্যাটারির শক্তি বাড়াব, যাতে বার বার চার্জ করতে না হয়৷'' প্রফেসর উভে শেফার বলেন: ‘‘ব্যাটারি চার্জ করতে কতোটা সময় লাগে, সে ব্যাপারে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে কোনো লক্ষণীয় প্রগতি অর্জিত হবে বলে আমি মনে করি না৷''

তিন নম্বর বাধা: গাড়ির রেঞ্জ বা পরিধি৷ ই-গল্ফ একবার ব্যাটারি চার্জ করে বড়জোর ১৯০ কিলোমিটার যেতে পারে৷ ফল্কসভাগেন গ্রাহকদের একাংশ তাতেই খুশি: ‘‘এটা প্ল্যানিং-এর ব্যাপার, সেই সঙ্গে সচেতনতার৷ যখন আমি জানি, কাল অনেক গাড়ি চালাব, কাজেই ব্যাটারি চার্জ করে রাখতে হবে – তখন আমি সেটা করেও থাকি৷ যেমন পেট্রোলের গাড়িতে তেল নেই জানা থাকলে পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরতে হয়৷''

ই-গল্ফের অ্যাক্সিলারেশন পেট্রোলের গল্ফের চেয়ে বেশি৷ এছাড়া ই-গল্ফে ইঞ্জিনের আওয়াজ কম৷ নয়ত বিশেষ কোনো ফারাক নেই৷ কিন্তু ই-গল্ফের দাম ৩৫ হাজার ইউরো, যা কিনা পেট্রোল-চালিত গল্ফের বুনিয়াদি মডেলটির প্রায় দ্বিগুণ৷ অর্থাৎ এই বাড়তি দাম উশুল করতে ই-গল্ফ গাড়িটিকে অন্তত পাঁচ লাখ কিলোমিটার চলতে হবে৷

জার্মানিতে আজ প্রতি পাঁচ হাজার গাড়ির মধ্যে মাত্র একটি গাড়ি ব্যাটারি-চালিত৷ দৃশ্যত পেট্রোল-ডিজেলের দাম আরো না বাড়লে ইলেকট্রিক গাড়ির বিক্রি বাড়ার উপায় নেই৷

বিশেষ ঘোষণা: এই সপ্তাহের অন্বেষণ কুইজে অংশ নিতে ক্লিক করুন এখানে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ