1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইলেক্ট্রিক গাড়ি থেকে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ

৯ জুন ২০২৫

ইলেক্ট্রিক গাড়ি নবায়নযোগ্য জ্বালানিতে চলে৷ কিন্তু যখন বাতাস থাকে না, সূর্যের আলোও কম থাকে তখন সেগুলো কীভাবে চার্জ করা যায়?

ইলেকট্রিক গাড়ি
নেদারল্যান্ডসে এখন প্রায় ৮০ লাখের বেশি গাড়ি রয়েছেছবি: Patrick T. Fallon/AFP

আসলে সমস্যার অংশ হওয়ার পরিবর্তে ইলেক্ট্রিক গাড়ি সমাধানের অংশও হতে পারে৷

লাখ লাখ ইলেক্ট্রিক গাড়িকে একটি একক ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টের সঙ্গে যুক্ত করার একটি উপায় আছে৷ একে বলা হয় ভেহিকেল-টু-গ্রিড বা ভিটুজি৷ এটি অনেক বড় সমস্যার এক দারুণ সমাধান৷ এর মাধ্যমে আলো সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুৎ বিল কমানো এবং বিদ্যুৎ গ্রিডের কার্যকারিতা নিশ্চিত করা সম্ভব হতে পারে৷

ইলেক্ট্রিক যানবাহনে ভিটুজি পদ্ধতি ব্যবহার করে চার্জারের মাধ্যমে ব্যাটারি থেকে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা এবং প্রয়োজনে আবার ফিরিয়ে আনা যেতে পারে৷

ভিটুজি পদ্ধতির সমর্থক ‘উই ড্রাইভ সোলার' এর প্রধান নির্বাহী রবার্ট ব্যার্গ জানান, ‘‘৷ এর মধ্যে মাত্র ২০ লাখ গাড়িতে, গ্রিডে বিদ্যুৎ পাঠানোর সক্ষমতা থাকলেই প্রয়োজনের সময় গ্রিডের ভারসাম্য নিশ্চিত করা সম্ভব৷ তখন আপনি চাইল গ্যাস ব্যবহার বন্ধ করে দিতে পারেন৷’’

তাহলে কেন সব জায়গায় এই ব্যবস্থা চালু নেই? প্রথম কারণ, খরচ৷ ভিটুজি কাজ করার জন্য একটি বিশেষ দ্বি-মুখী ইনভার্টার প্রয়োজন৷ গাড়ি কিংবা চার্জার তৈরির সময়ই এই ইনভার্টার বসাতে হয়৷ এছাড়া, গ্রিড অপারেটরদের সঙ্গে যোগাযোগের জন্য সফটওয়্যার ও হার্ডওয়্যারেরও প্রয়োজন হবে৷ আর ঘরে চার্জিংয়ের জন্য প্রয়োজন হবে একটি স্মার্ট বিদ্যুৎ মিটার৷

ইলেকট্রিক গাড়ির যত ভালো দিক

04:25

This browser does not support the video element.

আরেক সমস্যা ব্যাটারি৷ কারণ, এটি যত বেশি চার্জ এবং ডিসচার্জ করা হয়, ততই খারাপ হতে থাকে৷ ইলেক্ট্রিক গাড়ির ক্ষেত্রে ব্যাটারি খারাপ হওয়া মানে, আগে একবার চার্জ করে যতদূর যাওয়া যেত, তার পরিমাণ কমে যাওয়া৷

তবে সমর্থকরা বলছেন, নতুন ইলেক্ট্রিক গাড়িতে যে ধরণের ব্যাটারির লাগানো হচ্ছে, তাতে এমন সমস্যা হয় না৷

খরচ আর ব্যাটারি সমস্যা কাটিয়ে উঠলেও আরেকটি সমস্যা আছে৷ সেটি হচ্ছে, আপনি যেখানে বাস করেন সেখানে এটি বৈধ কিনা৷ রবার্ট ব্যার্গ বলেন, ‘‘ভিটুজি পদ্ধতিতে আপনার গাড়ি ব্যাটারিতে পরিণত হয়৷ এটা গাড়ির একটা সম্পূর্ণ নতুন ফাংশন৷ এবং এর সঙ্গে ঝুঁকি জড়িয়ে আছে৷ কারণ, আপনার গাড়ি যদি বাড়ি কিংবা গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে, এবং তখন কোনো সমস্যা হলে সবাই সেই গাড়িটি খুঁজবে, যেটি সমস্যা তৈরি করেছে৷’’

বিওয়াইডির মতো চীনা গাড়ি নির্মাতারা এরইমধ্যে দ্বিমুখী চার্জিং করা যায় এমন কিছু মডেল তৈরি করেছে৷

সে কারণে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতারা চাপে পড়েছেন৷ তারা শুল্ক আরোপের মাধ্যমে চীনের ইলেক্ট্রিক গাড়ি আমদানি কমানোর চেষ্টা করছে৷

প্রতিযোগিতায় টিকে থাকতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতাদের ভিটুজি সমৃদ্ধ গাড়ি তৈরির সংখ্যা বাড়াতে হবে৷ ফলে গাড়িকে শুধু গাড়ি হিসেবে দেখার দিন শিগগিরই শেষ হতে চলেছে৷

মার্তা গ্রুডজিনস্কা/জেডএইচ

ইলেকট্রিক গাড়ির ব্যাটারি মেরামত!

04:10

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ