1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইলেক্ট্রিক বাস বাড়াতে চায় জার্মানির শহর

১ মে ২০২৩

জার্মানির ফ্রামো কোম্পানি বিভিন্ন ধরনের ট্রাকের জন্য ইলেক্ট্রিক ব্যাটারি তৈরি করে৷ এর মধ্যে ময়লা সংগ্রহকারী ট্রাক, নির্মাণকাজে ব্যবহৃত ট্রাকও আছে৷ এদিকে, লাইপসিশ কর্তৃপক্ষ ভবিষ্যতে ইলেক্ট্রিক বাসের সংখ্যা বাড়াতে চায়৷

জার্মানির ফ্রামো কোম্পানি বিভিন্ন ধরনের ট্রাকের জন্য ইলেক্ট্রিক ব্যাটারি তৈরি করে৷
ইলেক্ট্রিক গাড়ির কদর বাড়ছে জার্মানিতে (প্রতীকী ছবি)ছবি: Getty Images/AFP/R. Hartmann

জার্মানির টুরিঙ্গিয়া রাজ্যের ছোট্ট শহর ল্যুবিশাওয়ের ফ্রামো কোম্পানি বাণিজ্যিক যানবাহনের প্রচলিত ইঞ্জিন বদলিয়ে সেখানে ইলেক্ট্রিক ইঞ্জিন বসায় ও তা পরীক্ষা করে দেখে৷

ফ্রামো কোম্পানি নিজেরাই ব্যাটারি তৈরি করে৷ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা সেবাস্টিয়ান হাউটৎস জানান, তারা ক্রেতাদের চাহিদা অনুযায়ী ছোট বা বড় ব্যাটারি তৈরি করে দিতে পারে৷ তাদের ব্যাটারিগুলো ‘ক্র্যাশ-প্রুফ' কারণ সবকিছু একসঙ্গে শক্ত ধাতুর আবরণ দিয়ে ঢাকা থাকে বলে জানান তিনি৷

‘লাইপসিশ ই বাস পোর্ট' প্রকল্পের মাধ্যমে লাইপসিশের গণপরিবহন কর্তৃপক্ষ ভবিষ্যতে ইলেক্ট্রিক গাড়ির উপর নির্ভরতা বাড়াতে চায়৷ সেখানকার বাস ডিপোতে ১১ মিলিয়ন ইউরো বিনিয়োগ করা হয়েছে৷ এখানে ৫০টি ইলেক্ট্রিক চার্জিং পয়েন্ট বসানোর জায়গা আছে৷ নতুন ই-বাস কেনা, নেটওয়ার্ক উন্নত করা এবং ওয়ার্কশপ তৈরিতে ভবিষ্যতে আরও ৪৬ মিলিয়ন ইউরো খরচ করা হবে৷ 

ইলেক্ট্রিক বাসের সংখ্যা বাড়াতে চায় লাইপসিশ

04:18

This browser does not support the video element.

লাইপসিশের ই-বাস প্রকল্পের প্রধান টরস্টেন শ্মিড্ট জানান ইলেক্ট্রিক বাসের অন্যতম সুবিধা হচ্ছে এটি পরিচালনার ব্যয় কম৷ ‘‘যেমন ডিজেলচালিত একটি বাসের জন্য প্রতি ১০০ কিলোমিটারে ৩৬ থেকে ৩৮ লিটার তেল লাগে৷ ইলেক্ট্রিক বাসের ক্ষেত্রে সেটা ১১ থেকে ১২ লিটার৷ অর্থাৎ মাত্র এক-তৃতীয়াংশ,'' বলেন তিনি৷

ব্রাউনশোয়াইগ শহরে অনেকদিন ধরে ইন্ডাকটিভ চার্জিং প্রযুক্তি পরীক্ষা করা হচ্ছে৷ এর মাধ্যমে রাস্তার নীচে বসানো চার্জিং পয়েন্ট দিয়ে অল্প সময়ে ইলেক্ট্রিক গাড়ি চার্জ করা যায়৷

তবে ইলেক্ট্রিক পরিবহন ভবিষ্যতে জায়গা করে নিতে পারবে কিনা সেটা নির্ভর করছে কত দ্রুত চার্জিং নেটওয়ার্ক গড়ে তোলা যাচ্ছে, তার উপর৷

ই মুনটশিক/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ